এমনটা নয় যে চলতি মহিলা বিশ্বকাপে নিতান্ত মন্দ খেলছে ভারত। নিউজিল্যান্ডের কাছে হারলেও পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিয়েছেন 🦄মিতালিরা। তা সত্ত্বেও ব্যক্তিগত ব়্যাঙ্কিং তালি🔯কায় পতন জারি ভারতীয় ক্রিকেটারদের। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেও আইসিসি মহিলা ওয়ান ডে ব্যাটারদের তালিকায় প্রথম দশের বাইরে চলে যেতে হয় স্মৃতি মন্ধনাকে।
ব্যাটারদের তালিকায় পিছিয়ে গিয়েছেন মিতালি রাজও। তিনি আপাতত ৩ ধাপ পিছিয়ে ৭ নম্বরে চলে গিয়েছেন। গত ব়্যাঙ্কিং তালিকায় মন্ধনা ছিলেন ১০ নম্বরে। একধাপ পিছিয়ে তিনি এখন রয়েছেন ১১ নম্বরে। ওয়ে🥂স্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরানের সুফল পেয়েছেন হরমনপ্রীত কউর। তিনি পৌঁছে গিয়েছেন ১৮ নম্বরে। দীপ্তি শর্মা পিছিয়ে ২৫ নম্বরে চলে গিয়েছেন। বাংলার রিচা ঘোষ অবস্থান করছেন ৫০ নম্বরে।
আইসিসির মহিলা ওয়ান ডে ব্যাটারদের তালিকায় আগের মতোই🐲 শীর্ষে রয়েছেন অ্যালিসা হিলি। ২ নম্বরে উঠে আসেছেন ট্যামি বিউমন্ট। ৫ ধাপ উন্নতি করে তিন নম্বরে চলে এসেছেন অ্যামি স্যাটার্থওয়েট।
জেস জোনাসেনকে টপকে ওয়ান ডে বোলারদের তালিকার এক নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টোন। ৪ ধাপ উঠে ৪ নম্বরে চলে এসেছেন মা♕রিজান কাপ। ২ ধাপ পিছিয়ে ৬ নম্বরে চলে গিয়েছেন ঝুলন গোস্বামী। রাজেশ্বরী গায়কোয়াড় ও দীপ্তি শর্মা রয়েছেন যথাক্রমে🍒 ১৪ ও ১৬ নম্বরে।
ওয়ান🐓 ডে অল-রাউন্ডারদের তালিকায় হেইল🍰ি ম্যাথিউজ উঠে এসেছেন ২ নম্বরে। ভারতের দীপ্তি ৬ নম্বর জায়গা ধরে রেখেছেন। শীর্ষে রয়েছেন এলিস পেরি। ঝুলন গোস্বামী ১১ নম্বরে অবস্থান করছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।