নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া- দুই টিমের কাছেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অধরা। অজিরা তাও ফাইনালে উঠেছিল। নিউজিল্যান্ড শে﷽ষ চারের গণ্ড🌼িই কখনও টপকাতে পারেনি। এই প্রথম বার তারা ফাইনালে উঠল। ফাইনালে কারা সাফল্য পাবে? জয় ছিনিয়ে নিতে পারবে? চলছে তুল্যমূল্য বিশ্লেষণ।
বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডকে তাও চ্যাম্পিয়ন হওয়♔ার দৌড়ে রাখা হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া একেবারেই আন্ডারডগ ছিল। কিন্তু সেই দলও ফাইনালে পৌঁছে গিয়েছে। তবে এই দুই টিমের মধ্যে প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হচ্ছে। স্বাভাবিক ভাবেই উত্তেজনা চরমে।
তবে পরিসংখ্যান অনুযায়ী কোন দল এগিয়ে, দেখ♍ে নেব এক নজরে:
# টি-টোয়েন্টি বিশ্বকাপে অ🌞স্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এর আগে মাত্র এক বার মুখোমুখি হয়েছে। সেই ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া।
# তবে সব টুর্নামেন্ট এবং সিরিজ মিলিয়ে মোট ১৪টি টি-𝐆টোয়েন্টি ম্যাচ খেলেছে এই দুই দল। অ𝔉স্ট্রেলিয়া ৯টি জিতেছে। ৫টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড।
# কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার অ্যারন ൩ফিঞ্চ সর্বোচ্চ মোট ২৫১ রান করেছেন। আর নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল অ♛জিদের বিরুদ্ধে মোট ৪৩৫ রান করেছেন।
# বোলারদের মধ্যে আবার কিউয়ি🐠দের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নিয়েছেন অ্যাস্টন আগর। মোট ১৩ট✃ি উইকেট নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের ইশ সোধি আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ১৬টি উইকেট নিয়েছেন।
# নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১০টি ক্যাচ নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে🌠 সর꧋্বোচ্চ ১০টি ক্যাচ নিয়েছেন অস্ট্রেলিয়ার মার্টিন গাপ্তিল। \
এ বার দেখার, এই পরিসংখ্যানগুলোর কতটা অদলবদল হয়!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।