১৪ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল রয়েছে দুবাইয়ে। আর সেই ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু মম💫তা বন্দ্যোপাধ্যায় ꧂কি আদৌ সেই নিমন্ত্রণ রক্ষা করবেন?
এই প্রশ্নের বড় কারণ হল, বিসিসিআই সচিব এই মুহূর্তে অমিত শাহের ছেলে জয় শাহ। স্বাভাবিক ভাবে সৌরভের মতোই বিসিসিআই-এ এখন বড় ভূমিকা রয়েছে জয় শাহেরও। তাই বিজেপি সংস্পর্শ এড়াতে মুখ্যমন্ত্রীর ফাইনালে উপস্থিত থাক💖া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী গোয়ায় পৌঁছেছেন। সেখানে তাঁর নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি সেরে শহরে ফেরার পরেই এই নিয়ে ভাবনাচিন্তা করবেন।
শারজায় আন্তর্জাতিক বইমেলার তরফেও বৃহস্পতিবারই আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আগামী ২ নভেম্বর শারজা বইমেলার উদ্বোধন রয়েছে। চলবে ১৩ নভেম্ব🦹র পর্যন্ত চলবে। রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্য এখনও পর্যন্ত সেই বইমেলায় যাওয়ার বিষয়ে আয়োজকদের কোনও রকম কথা দেননি।
এ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ১৪ নভেম্বর দুবাইয়ে রয়েছে। দুবাই এবং শারজার দূরত্ব সড়কপথে আধ ঘন্টা মতো। ফলে মুখ্যমন্ত্রী যদি শারজা বইমেলার সম⛄াপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকেন, সে ক্ষেত্রে পর দিনই দুবাইয়ে বিশ্বকাপ ফাইনালে থাকতে সমস্যা হওয়ার কথা নয়। দেখার, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কী করেন!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।