টি২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত তেমন ছন্দ পাননি কেএল রাহুল। টুর্নামেন্টের আগে আমরা বারবার শুনেছি ইনটেন্ট-এর কথাꦫ। আশা ছিল যে সেটা দেখা যাবে ভারতীয় ওপেনারদের থেকে। কিন্তু এখনও পর্যন্ত অত্যন্ত জড়োসড়ো লেগেছে রাহুলকে। ফলে তিন ম্যাচে ৩৪ বলে তিনি সাকূল্যে করেছেন ২২ রান। মেরেছেন মাত্র একটি চার ও একটি ছয়। রাহুলের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কোনও ভাবে মানসিকভাবে খোলসে ঢুকে পড়ছেন তিনি। ফলে শুরুতেই বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে পারছেন না তিনি। বরং ডট বলের পর ডট বল খেলে নিজের ও রোহিতের ওপর চাপ তৈরি করে দিচ্ছেন রাহুল। এই সমস্যার নিরসনে ♑অ্যাডিলেডের নেটসে দীর্ঘক্ষণ বিরাট কোহলির সঙ্গে সময় কাটালেন তাঁর প্রাক্তন আরসিবি সতীর্থ।
এদিন অবিশ্রান্ত বৃষ্টির জেরে ইন্ডোর ফেসিলিটিতে প্র্যাকটিস করতে হয় রাহুলদের। ফলে অ্যাডিলেডের পিচ কেমন হবে, প্র্যাকটিস উইকেটে সেটা আঁচ করে নেওয়ার সুযোগ পাননি ভারতীয় তারকারা। তবে ইন্ডোরেও নিবিড় অনুশীলন করেন কেএল রাহুল। তাঁর পাশে ছিলেন বিরাট কোহলি। কিছুক্ষণ পরে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন সেখানে উপস্থিত হন। প্রায় কুড়ি মিনিট আলোচনার শেষে নেটে ঢোকেন রাহুল। সেখানে তাঁকে থ্রো-ডাউন দিচ্ছিলেন ব্যাটিং কোচ। এর মধ্ไযে আবার কোহলি নেটে ঢুকে রাহুলকে ফুটওয়ার্ক ও স্টান্স নিয়ে উপদেশ দেন তিনি।
পরপর তিনটি ম্যাচে খারাপ খেলার পর অনেকেই মনে করছিলেন হয়তো কেএল রাহুলকে বাদ দিয়ে দেবে ভারত। তাঁর জায়গায় ওপেনিংয়ে আসবেন ঋষভ পন্ত। তবে এদিন রাহুল দ্রাবিড় কার্যত সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, রাহুলের ওপর পুরো ভরসা আছে ও তাঁকে সবরকম ভাবে মনোবল জোগানো হচ্ছে। কীভাবে রাহুল প্র্যাকটিস ম্যাচে অজিদের পিটিয়েছিলেন, একাধিকবার সেই কথাও উল্লেখ করেন তিনি। শেষবিচারে কোহলির মাস্টারক্লাসের পর 𓄧রাহুল ফর্মে ফেরেন কিনা, সেটাই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।