চলতি টি-২০ বিশ্বকাপে ইতিমধ্যেই বড়সড় প্রভাব ফেলেছে বৃষ্টি। যদিও সব থেকে বেশি প্রভাবিত হয়েছে গ্রুপ ওয়ানের গতিপ্রকৃতি। গ্রুপ টুয়ের ১টি মাত্র ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। তবে অন্য গ্রুপের তিনটি ম্যাচ ꦅপরিত্যক্ত হয়েছে বৃষ্টির জন্য। বিস্তর পয়েন্ট ভাগাভাগি হওয়ায় গ্রুপ-ওয়ানের ছবি জটিল হয়েছে ক্রমশ। শনিবার নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচে শ♋্রীলঙ্কা যদি জেতে, তবে আরও জট পাকাবে সেমিফাইনালের ওঠার অঙ্কটা।
গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিল:-
১. নিউজিল্যান্ড: ২ ম্যাচে ৩ পয়েন্ট।
২. ইংল্যান্ড: ৩ ম্যাচে ৩ পয়েন্ট।
৩. আয়ারল্যান্ড: ৩ ম্যাচে ৩ পয়েন্ট।
৪. অস্ট্রেলিয়া: ৩ ম্যাচে ৩ পয়েন্ট।
৫. শ্রীলঙ্কা: ২ ম্যাচে ২ পয়েন্ট।
৬. আফগানিস্তান: ৩ ম্যাচে ২ পয়েন্ট।
শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ম্যাচে যদি কিউয়িরা জেতে, তবে তারা ৩ ম্যাচে ৫ পয়🔯েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করবে। তারা গ্রুপের শেষ ২টি ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেক্ষেত্রে ১টি ম্যাচ জিতলেই তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে।
উল্লেখ্য, নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে পরাজিত করে অস্ট্রেলিয়াকে। আফগানিস্তানের বিরুদꩲ্ধে তাদের দ্বিতীয় ম্যাচে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডের কাছে হারে, তবে তারা ৩ ম্যাচে ২ পয়েন্টে দাঁড়িয়ে যাবে। ফলে শেষ ২টি ম্যাচ জিতলেও তাদের ৬ পয়েন্টেই দাঁড🐷়িয়ে যেতে হবে। অস্ট্রেলিয়া প্রত্যাশা মতো তাদের শেষ ২টি ম্যাচে আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে হারালে শ্রীলঙ্কার পক্ষে সেক্ষেত্রে সেমিফাইনালে যাওয়া সম্ভব হবে না।
তবে শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডকে হারিয়ে 𝕴দেয়, তবে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের এক নম্বর দলে পরিণত হবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া, চার দলেরই পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ৩ ম্যাচে ৩। সুতরাং, কারা শেষমেশ সেমিফাইনালে যাবে, তা অনুমান করাও মুশকিল হয়ে দাঁড়াবে তখন। আপাতত ৩ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করা আফগানিস্তানের পক্ষে সেমিফাইনালে যাওয়া কার্যত অসম্ভব বলে মনে হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।