পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে ম্যাচ জেতানোর পরে বিরাট কোহলি স্টার স্পোর্টসের আౠলোচনায় মন্তব্য করেছিলেন যে, শাহিন আফ্রিদি সম্ভবত নিজের সেরাটা মেলে ধরতে পারেননি। কোহলির মন্তব্যে পাক পেসারের ফিটনেস নিয়ে কোনও ইঙ্গিত ছিল কিনা বলা মুশকিল, তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের শেষে পাক সমর্থকরাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, পুরোপুরি ফিট নন আফ্রিদি।
এমনকি পাক পেসারকে আধাফিট বলতেও রাজি নন অনেকে। স্বাভাবিকভাবেই এমন আনফিট বোলারকে জোর করে টি-২০ বিশ্বকাপে মাঠে নামানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের তুমুল সমালো💃চনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ভারত ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেন আফ্রিদি। তবে তাঁর ম্যাচ ফিটনেসে যে খামতি রয়েছে, সেটা বোঝা যায় জিম্বাবোয়ে ম্যাচের একেবারে শেষ বলে। ১৯.৫ ওভারে মহম্মদ নওয়াজ আউট হওয়ার পরে ব্যাট হাতে ক্রিজে নামেন শাহিন। শেষ বলে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১ বলে ৩ রান। ২ রান নিলেও ম্যাচ টাই হতো এবং তা নিষ্পত্🍌তির জন্য গড়াত সুপার ওভারে।
আফ্রিদি ইভান্সের বলে শট নেওয়া মাত্রই দৌড় শুরু করেন। তবে দ্বღিতীয় রান পূর্ণ করতে পারেননি তিনি। শাহিন রান-আউট হন এবং জিম্বাবোয়ে উত্তেজক ম্যাচে ১ রান♌ে জয় তুলে নেয়।
দর্শকাসন থেকে ক্যামেরাবন্দি করা শাহিন আফ্রিদির শেষ বলে রান-আউট হওয়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে, শাহিন কার্যত দৌড়তেই পারছেন না। খুঁড়ౠিয়ে খুঁড়িয়ে দৌড়নোর মাঝে ♏তিনি একবার থমকেও যান।
ভিডিয়োটি নজরে আসা মাত্রই পিসিবিকে ধিক্কার দেওয়া শুরু হয়ে যায় পাক সমর্থকদের। আসলে ভারত যেখানে জসপ্রীত বুমরাহর মতো সেরা বোলারকে চোটের জন্য মাঠের বাইরে রাখার সাহস দেখিয়েছে, পাকিস্তান সেখান🍸ে আধা ফিট ক্রিকেটারকে মাঠে নামিয়ে অযথা ঝুঁকি নিচ্ছে বলে মত নেটিজেনদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।