Pakistan vs England T20 World Cup 2022 Final Live Score: বেন স্টোকসের লড়াকু হাফ-সেঞ্চুরি, পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
ভাগ্য সঙ্গ দেওয়ায় সুপার টুয়েলভের বাধা ট🔯পকানো সম্ভব হয় পাকিস্তানের পক্ষে। তবে সেমিফাইনালে তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ক্রিকেট উপহার দেয়। গতবারের রানার্স কিউয়িদের হারিয়ে এবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে পাকিস্তান। অন্যদিকে সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় ইংল্যান্ড। তবে খেতাবি লড়াইয়ে বাবর আজমদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়েন ব্রিটিশরা। যদিও শেষমেশ পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপের ট্রফি হাতে তোলেন বাটলাররা।
13 Nov 2022, 05:38 PM IST
টুর্নামেন্টের সেরা কারান
৬ ম্যাচে যুগ্মভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন স্যাম কারান। সুতরাং, ফাইনালের সেরা ক্রিকেটার হওয়ার পাশাপা🗹শি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও হাতে তোলেন স্যাম কারান।
13 Nov 2022, 05:35 PM IST
ম্যাচের সেরা স্যাম কারান
৪ ওভারে মাত্র ১২ রানের বিনিময়ে ৩টি 🦂উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন স্যাম কারান। তাঁর দুর্দান্ত বোলিংয়ের জন্যই পাকিস্তানকে নাগালের মধ্যে বেঁধে রাখতে সক্ষম হয় ইংল্যান্ড।
13 Nov 2022, 05:32 PM IST
বদলা নিল ইংল্যান্ড
১৯৯২ সালে এই মেলবোর্নেই ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ৩০ বছর পরে সেই একই মাঠে টি-🍸২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারায় ইংল্যান্ড। সেদিক থেকে মধুর প্রতিশোধ নিল তারা।
13 Nov 2022, 05:11 PM IST
চ্যাম্পিয়ন ইংল্যান্ড
পাকিস্তানের ৮ উইকেটে ১৩৭ রানের জবাবে ব্যাট করতে নে🥃মে ইংল্যান্ড ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৮ রান সংগ্রহ করে নেয়। ৬ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয় বারের মতো টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তারা ২০১০ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপের খেতাব জিতেছিল। বেন স্টোকস ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৫২ রান ꧟করে অপরাজিত থাকেন। ২ বলে ১ রান করেন লিভিংস্টোন। ওয়াসিম ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
13 Nov 2022, 05:10 PM IST
হাফ-সেঞ্চুরি স্টোকসের
৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেꦺন বেন স্টোকস। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি স্টোকসের প্রথম হাফ-সেঞ্চুরি।
13 Nov 2022, 05:06 PM IST
মইন আলি আউট
১৮.২ ওভারে মহম্মদ ওয়াসিমের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মইন আলি। ১২ বল🤪ে ১৯ রান করেন তিনি। মারেন ৩টি চার। ইংল্যান্ড ১৩২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিয়াম লিভিংস্টোন।
13 Nov 2022, 05:03 PM IST
২ ওভারে ইংল্যান্ডের দরকার ৭ রান
১৮তম ওভারে ৫ রান খরচ করেন হ্যারিস রউফ। ১৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকে𓂃টে ১৩১ রান। জয়ের জন্য ১২ বলে ৭ রান দরকার ব্রিটিশদের। হ্যারিস ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। স্টোকস ৪৬ রানে ব্যাট করছেন।
13 Nov 2022, 04:57 PM IST
৩ ওভারে ইংল্যান্ডের দরকার ১২ রান
১৭ ওভার শেষে ইংল্যান্♉ডের স্কোর ৪ উইকেটে ১২৬ রান। জয়ের জন্য শেষ ১৮ বলে ১২ রান দরকার ব্রিটিশদের। ওয়াসিমের বলে ৩টি চার মারেন মইন আলি। ওভারে মোট ১৬ রান ওঠে। মইন ১৮ ও স্টোকস ৪২ রানে ব্যাট করছেন। ওয়াসিম ৩ ওভারে ৩১ রান খরচ করেছেন।
13 Nov 2022, 04:51 PM IST
চোট পেয়ে মাঠ ছাড়লেন শাহিন
হ্যারি ব্রুকের ক্যাচ ধরার সময় চোট পেয়েছিলেন আফ্রিদি। তখন মাঠ ছাড়েননি তিনি। তবে ১৬তম ওভারের প্রথম বল করার পরে স♐মস্যা অনুভব করায় মাঠ ছাড়েন আফ্রিদি। আফ্রিদির ভাঙা ওভারের ৫টি বল করার জন্য বল হাতে তুলে নেন ইফতিকার। ওভারের পঞ্চম বলে চার ও শেষ বলে ছক্কা মারেন স্টোকস। ওভারে মোট ১৩ রান ওঠে। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১১০ রান। জয়ের জন্য ৪ ওভারে ২৮ রান দরকার ব্রিটিশদের।
13 Nov 2022, 04:47 PM IST
৫ ওভারে ৪১ রান দরকার ইংল্যান্ডের
১৫তম ওভারে হ্যারিস রউফ ৮ রান খরচ করেন। ১টি চার মারেন স্টোকস। ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৯৭ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৪১ রান দরকার ব্রিটিশদের। স্টোকস ৩৫ বলে ২৮ রান করেছেন। হ্যারিস ৩ ওভ🧸ারে ১৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
13 Nov 2022, 04:44 PM IST
নাসিমের বোলিং কোটা শেষ
ক্রমাগত বল নষ্ট করে লক্ষ্য কঠিন করছে ইংল্যান্ড। ১৪তম ওভারে মাত্র ২ রান খরচ করেন নাসিম। তিনি ৪ ওভারে ৩০ রান খরচ করেন। ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৯৮ রান। স্টোকস ৩০ বলে🐻 ২১ রান করেছেন। মেরেছেন ২টি চার। ৩ বলে ২ রান করেছেন মইন আলি।
13 Nov 2022, 04:35 PM IST
হ্যারি ব্রুক আউট
১২.৩ ওভারে শাদব খানের বলে শাহিন আফ্রিদির হাতে ধরা পড়েন হ্যারি ব্রুক। ২৩ বলে ২০ রান করেন তিনি। মারেন ১টি চার। ইংল্যান্ড ৮৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মইন আলি। ১৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৮৭ রান। শাদব ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ১টি উইকেট 𒀰নিয়েছেন। স্টোকস ২০ রানে ব্যাট করছেন।
13 Nov 2022, 04:32 PM IST
নাসিমের ওভারে ৩ রান
১২তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন নাসিম শাহ। ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৮২ রান। স𒁏্টোকস ২৪ বলে ১৮ রান করেছেন। ব্রুক ২০ বলে ১৮ রান করেছেন। নাসিম ৩ ওভারে ২৮ রান খরচ করেছেন।
13 Nov 2022, 04:26 PM IST
শাদবের ওভারে ২ রান
১১তম ওভারে মাত্র ২ রান খরচ করেন শাদব খান। ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭৯ রান। শাদব ꦏ৩ ওভারে ১৫ রান খরচ করেছেন।
13 Nov 2022, 04:22 PM IST
১০ ওভারে ৬১ রান দরকার ইংল্যান্ডের
অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ৭৭ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য ৬০ বলে ৬১ রান দরকার তাদের। বেন স্টোকস ১৬ বলে ১৭ রান করেছেন। ১৬ বলে ১৪ রান করেছে🧸ন 𓆉হ্যারি ব্রুক।
13 Nov 2022, 04:16 PM IST
শাদবের ওভারে ৮ রান
নবম ওভারে ৮ রান খরচ করেন শাদব খান। ১টি চার মারেন স্টোকস। ৯ ওভার𒅌 শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৬৯ রান। স্টোকস ১১ ও ব্রুক ১২ রানꦇ করেছেন। শাদব ২ ওভারে ১৩ রান খরচ করেছেন।
13 Nov 2022, 04:10 PM IST
ওয়াসিমের ওভারে ৭ রান
অষ্টম ওভারে বল করতে আসেন মহম্মদ ওয়াসিম। তাঁর ওভারে ৭ রান ওঠে। ৮ ওভার শেষে ইংল্যান্ডের স♏্কোর ৩ উইকেটে ৬১ রান। ব্রুক ১০ ও স্টোকস ৫ রানে ব্যাট করছেন।
13 Nov 2022, 04:06 PM IST
৫০ টপকাল ইংল্যান্ড
সপ্তম ওভারে বল করতে আসেন শাদব খান। তাঁর ওভারে ৫ রান ওঠে। ৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৫৪ 🧸রান। ব্রুক ৭ ও স্টোকস ৩ রানে ব্যাট করছেন।
13 Nov 2022, 03:58 PM IST
বাটলার আউট
৫.৩ ওভারে হ্যারিস রউফের বলে রিজওয়ানের দস্তানায় ধরা পড়েন জোস বাটলার। ১৭ বলে ২৬ রান কꦡরেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ইংল্যান্ড ৪৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হ্যারি ব্রুক। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ইংল্যন্ডের স্কোর ৩ উইকেটে ৪৯ রান। রউফ ২ ওভারে ১০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
13 Nov 2022, 03:55 PM IST
নাসিমকে ছক্কা হাঁকালেন বাটলার
পঞ্চম ওভারে নাসিমের চতুর্থ বলে স্কুপ শটে ছক্কা 🐭হাঁকান বাটলার। ওভারে মোট ১১ রান ওঠে। ৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৪৩ রান। বাটলার ২৬ রানে ব্যাট করছেন। নাসিম ২ ওভারে ২৫ রান খরচ করেছেন।
13 Nov 2022, 03:48 PM IST
ফিল সল্ট আউট
চতুর্থ ওভারে বল করতে আসেন হ্যারিস রউফ। তাঁর প্রথম বলে চার মারেন ফিল সল্ট। তৃতীয় বলে ইফতিকারের হাতে ধরা পড়েন তিনি। ৯ বলে ১০ রান করেন সল্ট। ২টি চার মারেন তিনি। ইংল্যান্ড ৩২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেন স্ট🦩োকস। ৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৩২ রান। বাটলার ২০ রানে ব্যাট করছেন।
13 Nov 2022, 03:43 PM IST
শাহিনের ওভারে ৭ রান
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন শাহিন আফ্রিদি। তাঁর ওভারে ৭ রান ওঠে। ১টি চার মারেন বাটলার। ৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ২৮ র⛎ান। বাটলার ২০ রানে ব্যাট করছেন। আফ্রিদি ২ ওভারে ১৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
13 Nov 2022, 03:37 PM IST
খরুচে ওভার নাসিমের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন নাসিম শাহ। ২টি চার মারেন বাটলার। ১টি﷽ চার মারেন সল্ট। ওভারে মোট ১৪ রান ওঠে। ২ ওভার🐲 শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ২১ রান। বাটলার ১৫ ও সল্ট ৫ রানে ব্যাট করছেন।
13 Nov 2022, 03:31 PM IST
অ্যালেক্স হেলস আউট
প্রথম ওভারের শেষ বলে অ্যালেক্স হেলসকে বোল্ড করেন শা꧃হিন আফ্রিদি। ২ ব👍লে ১ রান করেন তিনি। ইংল্যান্ড ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফিল সল্ট। বাটলার ৬ রান করেছেন।
13 Nov 2022, 03:28 PM IST
ইংল্যান্ডের রান তাড়া শুরু
অ্যালেক্স হেলসকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন জোস বাটলার। বোলিং শুরু করেন শাহিন আফ্রি🧸দি। প্রথম বল⛎ে ৩ রান নিয়ে খাতা খোলেন বাটলার।
13 Nov 2022, 03:15 PM IST
পাকিস্তানকে নাগালে বাঁধল ইংল্যান্ড
ক্রিস জর্ডনের শেষ ওভারের পঞ্চম বলে চার মারেন শাহিন আফ্রিদি। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বিনিময়ে ১৩৭ রান তোলে। সুত🀅রাং, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য ইংল্যান্ডের দরাকর ১৩৮ রান। জর্ডন ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ২টি♛ উইকেট নেন।
13 Nov 2022, 03:12 PM IST
মহম্মদ ওয়াসিম আউট
১৯.৩ ওভারে ক্রিস জর্ডনের বলে লিভিংস্টোনের হাতে ধরা পড়েন মহম্মদ ওয়াসিম। ৮ বলে ৪ রান করেন তিনি। পাকিস্তান ১৩১ রানে ৮ উইকেট 🐎হারায়। ব্যাট করতে নামেন হ্যারিস রউফ।
13 Nov 2022, 03:09 PM IST
নওয়াজকে ফেরালেন কারান
১৮.৩ ওভারে🧔 স্যাম কারানের বলে লিভিংস্টোনের হাতে ধরা পড়েন মহম্মদ নওয়াজ। ৭ বলে ৫ রান করেন তিনি।🍃 পাকিস্তান ১২৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহিন আফ্রিদি। ১৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭ উইকেটে ১৩১ রান। স্যাম কারান ৪ ওভারে মাত্র ১২ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
13 Nov 2022, 03:03 PM IST
শাদবকে ফেরালেন জর্ডন
১৭.২ ওভারে ক্রিস জর্ডনের বলে ওকসের হাতে ধরা পড়েন শাদব খান। ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ২০ রান করেন তিনি। পাকিস্তান ১২৩ রানে ৬ উইকেট হারা▨য়। ব্যাট করতে নামেন মহম্মদ ওয়াসিম। ওভারের চতুর্থ বলে তিনি সহজ জীবনদান ♔পান ব্রুকের হাত থেকে। ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ১২৭ রান।
13 Nov 2022, 02:57 PM IST
শান মাসুদ আউট
১৬.৩ ওভারে স্যাম কারানের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন শান মাসুদ। ২টি চার ও ১ট💛ি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩৮ রান করে মাঠ ছাড়েন মাসুদ। পাকিস্তান ১২১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ নওয়াজ। ১৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৫ ꦆউইকেটে ১২২ রান। শাদব ২০ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন কারান।
13 Nov 2022, 02:54 PM IST
বোলিং কোটা শেষ স্টোকসের
১৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ১১৯ রান। ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন বেন স্টোকস। তিনি ৩২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। মাসুদ ৩৬ ও শাদব ২০ রানে 🍨ব্যাট করছেন।
13 Nov 2022, 02:50 PM IST
১০০ টপকাল পাকিস্তান
১৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় পাকিস্তান। জর্ডনের ওভারে ৮ রান তোলে পাকিস্তান। ১টি চার মারেন মাসুদ। পাকিস্তানের স্কোর ৪ উইতেটে ১০৬ রান। মাসুদ ৩৪ ও শাদব ১০ রানে ব্যাট করছ🔜েন।
13 Nov 2022, 02:43 PM IST
রশিদের বোলিং কোটা শেষ
৪ ওভারের বোলিং কোটা শেষ করেন আদিল রশিদ। তিনি ১টি মেডেন-সহ ২২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ১৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ৯৮ রান। শান মাসুদ ১৯🌞 বলে ২৮ রান করেছেন। ৬ বলে ৮ রান করেছেন শাদব খান।
13 Nov 2022, 02:36 PM IST
ইফতিকারকে ফেরালেন স্টোকস
১২.২ ওভারে বেন স্টোকসের বলে বাটলারের দস্তানায় ধরা পড়েন ইফতিকার আহমেদ। ৬ ব♐ল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। পাকিস্তান ৮৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাদব খান। ১৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ৯০ রান। মাসুদ ২৬ রানে ব্যাট করছেন।
13 Nov 2022, 02:30 PM IST
বাবর আজম আউট
১১.১ ওভারে আদিল রশিদের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাবর আজম। ২৮ বলে ৩২ রান করে মাঠ ছাড়েন পাক দলনায়ক। তিনি ২টি চার মারেন। পাকিস্তান ৮৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইফতিকার আহমেদ। মেডন উইকেট ওভার রশিদের। ১২ ওভ൲ার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৮৪ রান।
13 Nov 2022, 02:27 PM IST
লিভিংস্টোনকে চার-ছক্কায় স্বাগত
১১তম ওভারে বল করতে আসেন লিয়াম লিভিংস্টোন। তাঁর প্রথম ওভার থেকে ১৬ রান সংগ্রহ করে পাকিস্তান। ১টি চার ও ১টি ছক্কা মারেন শান মাসুদ। পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৮৪ রান।🗹 মাসুদ ১৪ বলে ২৩ রান করেছেন। ২৭ বলে ৩২ রান করেছেন বাবর আজম।
13 Nov 2022, 02:21 PM IST
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৬৮ রান। ২৫ বলে ২৯ রান করেছেন বাবর আজম। মেরেছেন ২টি চার। ১০ বলে ১১ রান করেছেন শান মাসুদ। আদিল রশিদ ২ ওভারে ১৪ রানের বি🍃নিময়ে ১টি উইকেট দখল করেন।
13 Nov 2022, 02:18 PM IST
জর্ডনের ওভারে ১০ রান
নবম ওভারে বল করতে আসেন ক্রিস জর্ডন। তাঁর ওভারে ৯ রান সংগ্রহ করে পাকিস্তান। ১টি চার মারেন বাবর আজম। ৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৫৯ রান। বাবর ২৭ রানে ব্যাট করছে🧔ন। মাসুদ করেছে🐭ন ৫ রান।
13 Nov 2022, 02:13 PM IST
মহম্মদ হ্যারিস আউট
অষ্টম ওভারে প্রথমবার বল হাতে নেন আদিল রশিদ। তিনি প্🤪রথম বলেই তুলে নেন মহম্মদ হ্যারিসের উইকেট। ১২ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চা🐠র। পাকিস্তান ৪৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শান মাসুদ। ৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৫০ রান। বাবর ২২ রানে ব্যাট করছেন।
13 Nov 2022, 02:11 PM IST
স্টোকেসর ওভারে ৬ রান
সপ্তম ওভারে বল ক🎐রতে আসেন বেন স্টোকস। তাঁর ওভারে ৬ রান ওঠে। ৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৪৫ রান। বাবর ১৮ ও হ্যারিস ৮ রানে ব্যাট করছেন। স্টোকস ১ ওভারে ১৪ রান খরচ করেছেন।
13 Nov 2022, 02:05 PM IST
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে ক্রিস ওকসের বলে ১টি চার মারের বাবর। ১টি বাউন্ডারি মারেন মহম্মদ হ্যারিস। ওভারে মোট ১০ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে পাকিস্তানের স্কোর ꦚ১ উইকেটে ৩𓃲৯ রান। ১৬ বলে ১৬ রান করেছেন বাবর। হ্যারিস ৭ বলে ৪ রান করেছেন। ক্রিস ওকস ৩ ওভারে ২৬ রান খরচ করেছেন।
13 Nov 2022, 01:58 PM IST
মহম্মদ রিজওয়ান আউট
৪.২ ওভারে স্যাম কারানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মহম্মদ রিজওয়ান। ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ১৫ রান করেন তিনি। পাকিস্তান ২৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ হ্যারিস। ৫ ওভার শেষে💮 পাকিস্তানের স্কোর ১ উইকেটে ২৯ রান। কারান ২ ওভারে ৫ ♍রানের বিনিময়ে ১টি উইকেট নেন। বাবর ১১ রানে ব্যাট করছেন।
13 Nov 2022, 01:53 PM IST
ওকসকে ছক্কা হাঁকালেন রিজওয়ান
চতুর্থ ওভারে পুনরায় বল করতে আসেন ক্রিস ওকস। প্রথম বলেই ছক্কা হাঁকান মহম্মদ রিজওয়ান। ওভারে মোট ১২ রান ওঠে। ৪ ওভার 🌄শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ২৮ রান। ১৩ বলে ১৫ রান করেছেন রিজওয়ান। ১২ বলে ১০ রান করেছেন বাবর আজম। ওকস ২ ওভারে ১৬ রান খরচ করেছেন।
13 Nov 2022, 01:48 PM IST
কারানের ওভারে ৪ রান
তৃতীয় ওভারে বল করতে আসেন স্যাম কারান। তাঁর ওভারে মোট ৪ রান ওঠে♎। ৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১৬ রান। বাবর ৬ ও রিজওয়ান ৭ রানে ব্যাট করছেন। তিন ওভারে কোনও বাউন্ডারি মারেনি পাকিস্তান।
13 Nov 2022, 01:44 PM IST
ওকসের ওভারে ৪ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন ক্রিস ওকস। তাঁর ওভার💫ে মোট ৪ রান ওঠে। ২ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১২ রান। বাবর ৫ ও রিজওয়ান ৪ রানে ব্যাট করছেন।
13 Nov 2022, 01:35 PM IST
ফাইনালের লড়াই শুরু
ক্যাপ্টেন বাবর আজমের সঙ্গে ওপেন করতে নামেন মহম্মদ রিজওয়ান। বোলিং শুরু করেন বেন স্টোকস। শুরুতেই নো-বল করেন স্টোকস। তার পরেই ওয়াইড বল করেন ব্রিটিশ অল-রাউন্ডার। সুতরাং প্রথম বলেই ফ্রি-হিট পেয়ে যান রিজওয়ান। তবে তা কাজে লাগাতে পারেননি তিনি। ওভারের দ্বিতীয় বলে ২ রান নেন রিজওয়ান। চতুর্থ বলে রিজওয়ানকে রান-আউটের সহজ সুযোগ হাতছাড🐎়া করেন জর্ডন। শেষ বলে ৩ রান নেন বাবর। প্রথম ওভারে ৮ রান ওঠে। বাবর ও রিজওয়ান উভয়েই ব্যক্তিগত ৩ রানে ব্যাট করছেন।
13 Nov 2022, 01:21 PM IST
পিচের সম্ভাব্য গতিপ্রকৃতি
মেলবোর্নের বাইশগজে ঘাস রয়েছে। মেঘাচ্ছন্ন আবহাওয়া। সুতরাং, বল সুইং করার সম্ভাবনা বিস্তর। পেসাররা সাহায🦩্য পেতে পারে ভেবেই ইংল্যান্ড শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। যদিও পিচে গতি ও বাউন্স থাকায় বল ব্যাটে আসবে যথাযথ। তাই রান তোলাও অসুবিধার হবে না।
13 Nov 2022, 12:58 PM IST
ইংল্যান্ডের প্রথম একাদশ
জোস বা♉টলার (ক্যাপ্টেন ও উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্ট🐓োকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডন, ক্রিস ওকস ও আদিল রশিদ।
পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে টস জিতল ইংল্যান্ড। টস জিতে জোস বাটলার পাকিস্তানকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, মেলবোর্নে রান তাড়া করবে ইংল্যান্ড। উভয় দল🐻ই অপরিবর্তিত প্রথম একাদশ নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। যার অর্থ, ডেভিড মালান ও মার্ক উডকে ছাড়াই মাঠে নামছে ইংল্যান্ড।
13 Nov 2022, 12:51 PM IST
তৃতীয়বার টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলছে পাকিস্তান
এই নিয়ে মোট তিনবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে পাকিস্তান। ২০০৭ সালের উদ্বোধনী মরশুমের ফাইনালে ভারতের কাছে হেরে যায় তারা। ২০০৯ সালে চ্যাম্পিয়ন হ♕য় পাকিস্তান। ১৩ বছর পরে ফের টি-২০ বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে মাঠে নামছে তারা।
13 Nov 2022, 12:34 PM IST
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবে পাকিস্তান?
১৯৯২ সালে এই মেলবোর্নেই ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এবার ফের সেই একই মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে দু'দল। স্বাভাবিকভাবেই ইতিহাসের পুরনাবৃত্তি ঘটাতে মরি﷽য়া বাবর আজমরা। ইংল্যান্ড চাইবে ইতিহাস বদলে দিতে।
13 Nov 2022, 12:31 PM IST
কোন পথে ফাইনালে ইংল্যান্ড
১. আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দেয়। ২. আয়ারল্যান্ডের কাছে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে হার মানে। ৩. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ৪. নিউজিল্যান্ডকে ২০ রানে হারিয়ে দেয়। ৫. শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেটে জয় তুলে নেয়। ৬. সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে পরাজিত করে।
13 Nov 2022, 12:31 PM IST
কোন পথে ফাইনালে পাকিস্তান
১. ভারতের কাছে ৪ উইকেটে পরাজিত হয়। ২. জিম্বাবোয়ের কাছে ১ রানে হার মানে। ৩. নেদারল্যান্ডসকে ৬ উইকেটে পরাজিত করে। ৪. দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৩৩ রানে হারায়। ৫. বাংলাদেশকে ৫ উইকেটে পরাজিত করে। ৬. সেমিফাইনালে নিউজিল্✱যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দেয়।