বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নামছে জিম্বাবোয়ে। সেই ম্যাচের আগে ভাইরাল হয়ে গেল একাধিক টুইট। তাতে এক ব্যক্তি হুঁশিয়ারি দিল♛েন, 'জালি' মিস্টার বিন পাঠিয়ে দেওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়া হবে। যে টুইটগুলি দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা।
আগামিকাল জিম্বাবোয়𝄹ের বিরুদ্ধে নামছে পাকিস্তানে। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ধাক্কা খাওয়ার পর দ্বিতীয় ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে হ্যারিস রউফদের কয়েকটি ছবি পোস্ট করা ⛎হয়। সেই পোস্টের নীচে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন এক ব্যক্তি। যিনি নিজেকে জিম্বাবোয়ের ব্যক্তি হিসেবে দাবি করেছেন।
ওই নেটিজেন বলেছেন, 'আমরা জিম্বাꦫবোয়ের মানুষরা আপনাদের কখনও ক্ষমা করব না। আপনারা একবার আমাদের মিস্টার বিনের পরিবর্তে জালি পাকিস্তানি বিনকে পাঠিয়েছিলেন। আগামিকাল সেটার বদলা নেওয়া হবে। (শুধুমাত্র বৃষ্টিই আপনাদের বাঁচাতে পারবে, তাই) বৃষ্টির জন্য প্রার্থনা করুন।'
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে স🌊্বপ্নের ইনিংসে ICC T20I Rankings-এ বড়💃 লাফ কোহলির, পতন সূর্যের
জিম্বাবোয়ের ওই ব্যক্তি কী বলতে চেয়েছেন, তা অনেকেই বুঝতেই পারেননি। তেমনই এক নেটিজেন বলেন, ‘কী হয়ে൲ছে ভাই?’ তাতে আরও রেগে গিয়ে ওই জিম্বাবোয়ের নাগরিক বলেন, ‘এগ্রিকালচারাল শো নামে একটি স্থানীয় অনুষ্ঠানে মিস্টার বিনের পরিবর্তে পাকিস্তানের বিন পাঠিয়ে দিয়েছিল ওরা।’ তারপর ওই ‘জালি♛’ মিস্টার বিনের ছবিও পোস্ট করেন।
আরও পড়ুন: T20 WC 2022: আয়ারল্যান্ড-ইংল্যান🔥্ড 🦩ম্যাচের দশা হবে না তো? আবহাওয়াকেই যত ভয় রোহিতদের
সেই টুইটগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। টুইটারে এক নেটিজেন বলেন, ‘এরকম যে মন্তব্য করা হতে পারে, তা ভাবতেও পারিনি🐼।’ অপর একজন আবার 'জালি' মিস্টার বিনের ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, 'জিম্বাবোয়ের মা💦নুষ একটি অনুষ্ঠানে মিস্টার বিনকে আনতে চেয়েছিলেন। কিন্তু তাঁরা পাকিস্তানের মিস্টার বিনকে পেয়েছিলেন। তাঁরা এখন হতাশ হয়ে পড়েছেন এবং পাকিস্তানের ক্রিকেট দলের বিরুদ্ধে প্রতিশোধ চাইছেন না। সত্যিই, ওদের দোষ দিতে পারি না। এটা সর্বোচ্চ পর্যায়ের বিশ্বাসঘাতকতা।'
উল্লেখ্য, বৃহস্পতিবার পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামছে পাকিস্তান। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরেছিল টিম ইন্ডিয়া। আগামিকালের ম্যাচটা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপাতত ‘সুপার ১২’-র গ্রুপ ‘১’-র পঞ্চম স্থানে আছে পাকিস্তান। এক ম্যাচে পয়েন্ট শূন্য। তবে বৃষ্টির ไজন্য দক্ষিণ আফ্রিকার ম্যাচ ভেস্তে যাওয়ায় লাভবান হয়েছেন বাবর আজমরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।