কোভিড-১৯-কে আর পাত্তা নয়। করোনা আক্🌃রান্ত হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে সমস্যা নেই 🦋প্লেয়ারদের। যদি তারা শারীরিক ভাবে ফিট থাকেন। এমনটাই আইসিসি-র তরফে জানা গিয়েছে।
আগে করোনা মানেই ছিল বিভীষিকা। কী কꦉড়া নিয়ম ছিল। এত দিন কোভিড আক্রান্ত প্লেয়ারকে রীতিমতো কঠোর নিয়মের মধ্যে থাকতে হতো। করোনা আক্রান্ত হলেই কোয়ারেন্টাইনে যেতে হত প্লেয়ারদের। রিপোর্ট নেগেটিভ হলে, তার পরেই ম🔯াঠে নামতে পারতেন করোনা আক্রান্ত প্লেয়াররা।
আ♈রও পড়ুন: T20 WC-এর মাঝেই প্রকাশ্যে 2023 IPL নিলামের সময়সূচি-কবে কোথায় হবে,জানুন বিস্তারিত
﷽ তবে এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো নি𓄧য়ম বদলে যাচ্ছে। আইসিসি-র তরফে নিয়ম শিথিল করা হচ্ছে।জানা গিয়েছে, করোনা আক্রান্ত হলেও আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। ক্রিকেটাররা খেলার মতো ফিট থাকলে নামতে পারবেন মাঠে। তবে নিয়ম শিথিল হলেও, স্বাভাবিক ভাবেই কয়েকটি নিয়ম মেনে চলতে হবে তাঁদের।
জানা গিয়❀েছে, ক্রিকেটারদের বাধ্যতামূলক করোনা পরীক্ষাও করা হবে না। যদি কোনও ক্রিকেটার শরীরে উপসর্গ দেখা যায় তবেই পরীক্ষা করা হবে। কোভিড রিপোর্ট পজিটিভ এলে সেই ক্রিকেটারকে দলের বাকিদের থেকে একটু দূরে থাকতে হবে। কারও সংস্পর্শে আসতে পা🉐রবেন না তিনি। তবে ব্যাট, বল, ফিল্ডিং করতে তাঁর কোনও বাধা নেই বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: T20 WC-র প্রথম দিনেই বড় অঘটন, এ🦩শিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাকে হারাল অখ্যাত নামিবিয়া
প্রসঙ্গত, বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতের মহিলা দলের বিরুদ্ধে করোনা আক্রান্ত হওয়ার পরেও কিন্তু খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার তাহিলা ম্যাকগ্রা। সাজঘরে এবং মাঠে সতীর্থদের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিলেন তাহিলা। তবে খেলতে কোনও সম🌼স্যা ছিল না তাঁর। এমন কী বলও করেন তাহিলা ম্যাকগ্রা। তবে সেই সময়ে তাঁর খেলা নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু এ বার থেকে পুরুষদের ক্রিকেটেও সেই ছবি দেখা যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই সেটা শুরু হতে চলেছে।
করোনাবিধি অনেকটা শিথিল করেছে অস্ট্রেলিয়া সরকারও। অস্ট্রেলিয়ায় করোনার নিয়ম খুব কড়াকড়ি ছিল। নিয়মে🉐র গেড়োয় এই বছর আইপিএল খেলেও সরাসরি দেশে ফিরতে পারেনি অজি ক্রিকেটাররা। পরের দিকে অবশ্য কোভিড হলে পাঁচ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নিয়ম চালু হয় অস্ট্রেলিয়ায়। তবে এখন সে সব আর নেই। নিয়ম একেবারে শিথিল হয়ে গিয়েছে। তাই আইসিসি-ও প্লেয়াꦗরদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই সম্ভবত করোনার নিয়ম শিথিল করে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।