শনিবার ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-এ পথ বাতলে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর। অবিকল সেই কৌশল♔েই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দিল ইংল্যান্ড। তারপরই সচিনের সেই নিখুঁত বিশ্লেষণের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগেরদিন (শনিবার) ব্রায়ান লারার সঙ্গে ‘হিন্দুস্তান টাইমস লিডার༒শিপ সামিট’-এ 🌌আসেন সচিন। যথারীতি ভারতের অনুপস্থিতিতে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে কোন দল ফেভারিট, সেই প্রশ্নও উঠে আসে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘ব্যক্তিগত খেলোয়াড়দের নিরিখে পাকিস্তান বেশি ভালো দল। সার্বিকভাবে ভালো খেলছে ইংল্যান্ড। আমি অবশ্য চাই যে ট্রফি এশিয়ায় থেকে যাক।’
তবে বন্ধু লারার সঙ্গে সহমত পোষণ করেননি সচিন। ‘মাস্টার ব্লাস্টার’ বলেন, ‘মাঠের আকৃতি বিবেচনা করে (আমার মনে হয় ফেভারিট) হল ইংল্যান্ড। (লারার মতের) থেকে কিছুটা আলাদা মত আমার। সঠিক সময় ছন্দ 🎶পেয়েছে পাকিস্তান। কেউ ভাবেননি যে ওরা (পাকিস্তান) ওখানে (ফাইনালে) থাকবে। তবে ইংল্যান্ড হয়তো ওদের স্কোয়ার অফ দ্য উইকেট খ🐟েলতে বাধ্য করবে। মেলবোর্নে স্কোয়ার অফ দ্য উইকেটে বাউন্ডারির দৈর্ঘ্য অনেক বেশি। সোজা বাউন্ডারির দৈর্ঘ্য কম।’
আরও পড়ুন: HTLS 😼2022: শুধু ব্যাটিং নন, সচিনের খাবারেও চাপে পড়েছিলেন✱ ওয়ার্ন! অজানা কথা ফাঁস HTLS-এ
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় আরও বলেন, ‘(অস্ট্রেলিয়ায়) প্রতিটি মাঠের আকৃতি ভিন্ন হয়। অ্য😼াডিলেডের স্কোয়ারের দিকে বাউন্ডারির দৈর্ঘ্য কম। তুলনামূলকভাবে উইকেটের সোজাসুজি বাউন্ডারির দৈর্ঘ্য বেশি। তাই আমার মনে হচ্ছে, শুরুর দিকে ওরা নয়া বলে সুইং করতে চাইবে। তারপর শর্ট অফ লেংথ (বল ব্যাটার🦂ের বেশি আগে ফেলবে না, লেংথ পিছনে নিয়ে আসবে) বল করবে এবং (পাকিস্তানি ব্যাটারদের) স্কোয়ার অফ দ্য উইকেট খেলতে বাধ্য করবে।’
রবিবার ঠিক সেটাই করেছে ইংল্যান্ড। অ্যাডিলেডের স্কোয়ারের দিকে বাউন্ডারির দৈর্ঘ্য কম হওয়ায় ভারতকে যেভাবে ফুল লেংথে বল করেছিলেন, ঠিক সেভাবেই মেলবোর্নের স্কোয়ার বাউন্ডারির দৈর্ঘ্য বড় হওয়ায় (প্রায় ৮৫ মিটার) পাকিস্তানি ব্যাটারদের বিরুদ্ধে শর্ট বল অস্ত্র প্রয়োগ করেন ইংরেজ বোলাররা। অর্থাৎ ইংল্যান্ডের বোলারদের পরিকল্পনা স্পষ্ট ছিল, গায়ের জোর থাকলে তবেই স্কোয়ার বাউন্ডারি পার করতে পারবে। ঠিকমতো টাইমিং না হলে বা শ🥂টে দূরত্ব না থাকলে বড় স্কোয়ার বাউন্ডারির সামনে ফিল্ডারদের হাতে জমা পড়বেন পাকিস্তানের ব্যাটাররা।
আরও পড়ুন: HTLS 2022: ১৯৯২ সালে পাকিস্তানের বিরুদ্ধে একসঙ্গে ব্যꦰাট করেছিলেন সচিন-লারা! কেমন ছিল সেই অভিজ্ঞতা?
সেই পরিকল্পনায় সফলও হয়েছে ইংল্যান্ড। তারপরই ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-এ সচিন যে বিশ্লেষণ করেছিলেন, সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা মনে করছেন, ঠিক এই কারণেই সচিনকে ‘ক্রিকে𝐆টের ভগবান’ বলা হয়? অনেকে আবার তো একধাপ এগিয়ে বলেছেন, সেমিফাইনালে অ্যাডিলেডে নামার আগে সচিনের থেকে তো পরামর্শ নিতে পা♎রতেন রোহিত শর্মারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।