একদিকে জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার টুয়েলভে ভারতের শেষ ম্যাচে অসম্ভব সব শটে চার-ছক্কা হাঁকিয়ে ঝোড়ো হাফ-সেঞ্চুরি কꦕরেন সূর্যকুমার যাদব। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের শেষ ম্যাচ মহম্মদ রিজওয়ান ৩২ রান করতেই খরচ করেন সমসংখ্যক বল। দুই তারকার ব্যক্তগত ইনিংসের তুলনামূলক আলোচনায় শাহিদ আফ্রিদি ভূয়সী প্রশংসা করেন সূর্যকুমারের।
Samaa TV-র আলোচনায় সঞ্চালক দাবি করেন, রিজওয়ান নিজের খেলায় খুব বেশি বদল আনেননি। তাই প্রতিপক্ষ বোলাররা তাঁর খেলার ধরণ বুঝে গিয়েছেন। তিনি আফ্রিদির কাছে জানতে চান যে, রিজওয়ানেরও কি নিজের খেলায় সূর্যকুমারের মতোℱ নমনীয়তা আমদানি করা উচিত?
সূর্যকুমারকে দেখে রিজওয়ানের শেখা উচিত কিনা এমন প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘একদম ঠিক কথা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, দুশো-আড়াইশো ঘরোয়া ম্যাচ খেলে ও (সূর্যকুমার) ভারতীয় দলে জায়গা পেয়েছে। ওই ছেলেটা নিজের খেলা বোঝে। যেসব শট মারে ও, সেগুলির বেশিরভাগ ভালো বলেই মারে। কারণ, ও সেটার প্র্যাক্টিস করে🎀ছে। ও জানে ম্যাচে ভালো বলের মোকাবিলা করতে হবে ওকে। তোমার কাছে যত স্কিল থাকবে, তুমি তত প্রভাবশালী খেলোয়াড়ে পরিণত হবে। সুতরাং, তোমাকে নিজের শট উন্নত করতে হবে। এই ফর্ম্যাটে সেটা খুব জরুরি। এই ফর্ম্যাটে সোজাও ছক্কা মারতে হবে আবার উলটোও মারতে হবে।’
উল্লেখ্য, ༺চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫ ম্যাচে ৭৫.০০ গড়ে সূর্যকুমারের ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ২২৫ রান। স্ট্রাইক-রেট ১৯৩.৯৬। ৫টি ইনিংসের মধ্যে তিনবার হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকেছেন🍰 তিনি। সেমিফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় আপাতত তিন নম্বরে রয়েছেন সূর্যকুমার।
অন্যদিকে মহম্মদ রিজওয়ান ৫ ম্যাচে ২০.৬০ গড়ে মাত্র𓄧 ১০৩ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১০০🐓.০০। একবারও ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকাতে পারেননি তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।