টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশের শাকিব আল হাসান কিন্তু দারুণ ফর্মে রয়েছে। কখনও ব্যাট হাতে, আবার কখনও বল হাতে তিনি আগুন ঝড়াচ্ছেন। বৃহস্পতিবা꧃র যেমন &🥀nbsp;পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ব্য়াট এবং বল হাতে আগুন ঝড়ালেন শাকিব। গড়ে ফেললেন নতুন নজিরও।
পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে শাকিব ৩৭ বলে ৪৬ রান করার পাশাপাশি ৪ ওভার বল করে ৯ রান দিয়ে ৪ উইকেটও নেন। বোলিং অ্যাভারেজ দুরন্ত। তবে এই মরশুমে টি-টোয়েন্টি ক♔্রিকেটে একই বোলি🐟ং পরিসংখ্যান রয়েছে শাকিবের নামের পাশে। মাস দুয়েক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন শাকিব।
এর আগে একই রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের ইশ সোধির। সোধি ২০২১ সালেই দু'বার ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। নামিবিয়ার জেজে স্মিথ আবার ২০১৯ সালে দু'বার ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ওয়েস্ট ইন෴্ডিজের ড্যারেন সামি ২০১৪ সালে দু'বার ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। এঁদের মধ্য শাকিবের অ্যাভারেজই সবচেয়ে ভাল।
শাকিবের দুরন্ত পারফরম্যান্সের উপর ভর করেই বৃহস্পতিবার পাপুয়া নিউ গিনিকে♔ ৮৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।🔯 অন্য ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যায় ওমান। স্বভাবতই সহজ অঙ্কের হিসেবে গ্রুপ -বি-র দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে পৌঁছে যান শাকিবরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।