অবশেষে পাকিস্তান শিবিরে স্বস্তির খবর। সুস্থ হয়েই দলে ফিরলেন শান মাসুদ। এই মুহূর্তে পাকিস্তানের শান মাসুদকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যেখানে বলটি আঘাত করেছিল সেখানে কেবলমাত্র ছোটখাটো ক্ষত এবং মাথায় ফোলাভাব রয়েছে। শান মাসুদের সমস্ত মেডিকেল স্ক্যান স্বাভাবিক রয়েছে। চিন্তার কিছুই নেই! হোটেলে ফিরে পাকিস্তানের স্কোয়াডে যোগ দিয়েছেন শান 🍸মাসুদ।
শান মাসুদের চোট নিয়ে পিসিবির তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও আপডেট মিলল পাকিস্তান দলের অন্দরমহল থেকেই। পাকিস্তানের সাংবাদিক শান মাসুদকে নিয়ে বড় আপডেট দিয়েছেন। পাক সাংবাদিক আরফা ফিরোজ নিজের টুইটারে একটি বার্তা দিয়েছেন, সেখানে তিনি দাবি করেছেন চিন্তার কোনও কারণꦦ নেই। এর আগে পাকিস্তান দলের সহ-অধিনায়ক শাদব খান মেলবোর্নে অনুশীলনের শেষে মাসুদের চোট নিয়ে আপডেট দিয়েছিলেন।
আরও পড়ুন… T2♏0 WC💟 2022-তে ভারত-পাকিস্তান ম্যাচে বাবরকে আউট করবেন কে? ক্রিকেটারের নাম বললেন রায়না
শাদব খান বলেন, ‘ওর খুব খারাপ জায়গায় বল লেগেছে। আমাদের ফিজিও প্রথমে যে টেস্ট নিয়েছে, তাতে ও পাশ করেছে। ⛦তবে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যান-সহ যাবতী🍌য় পরীক্ষা করা হয়েছে। আমরা এখনও জানি না ওর কী রিপোর্ট এসেছে। প্রর্থনা করি ও পুরোপুরি ফিট থাকুক। আপনাদের সকলকে অনুরোধ, আপনারাও প্রার্থনা করুন ও যাতে সুস্থ থাকে।’
এরপরেই পাক সাংবাদিক আরফাꦍ ফিরোজ নিজের টুইটারে একটি বার্তা দিয়ে লিখেছেন, ‘🐼এই মুহূর্তে পাকিস্তানের শান মাসুদকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যেখানে বলটি আঘাত করেছিল সেখানে কেবলমাত্র ছোটখাটো ক্ষত এবং মাথায় ফোলাভাব রয়েছে। শান মাসুদের সমস্ত মেডিকেল স্ক্যান স্বাভাবিক রয়েছে। চিন্তার কিছুই নেই! হোটেলে ফিরে পাকিস্তানের স্কোয়াডে যোগ দিয়েছেন শান মাসুদ।’
আরও পড়ুন… অস্ট্রেল𒊎িয়ার মাঠে বাংলাদেশের ভরসা শ্রীরাম! শাকিবরা কি অজি 🐷ভূমিতে ইতিহাস লিখতে পারবে?
উল্লেখ্য, শুক্রবার মেলবোর্নের নেটে দুর্ঘটনার কবলে পড়েন শান মাসুদ। মহম্মদ নওয়াজের নেওয়া জোরালো শটে বল সোজা গিয়ে লাগে মাসুদের মাথায়। পাক শিবিরে আতঙ্ক ছড়ায় তৎক্ষণাৎ। মাসুদ মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে 𝔍পড়েন। ফিজিওর প্রাথমিক শুশ্রু𒁏ষার পরে মাসুদ উঠে দাঁড়িয়ে মাঠ ছাড়েন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করানোর জন্য।
শান মাসুদ মাঠ ছাড়ার পরেও পাকিস্তান দল অনুশীলন চালিয়ে যায় বটে, তবে দুশ্চিন্তায় ছিꦅলেন বাবর আজমরা। আগামী রবিবার মেলবো🌼র্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে হাই ভেল্টেজ ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। তবে তার আগে কিছুটা নিশ্চিন্ত হয়েছে পাক শিবির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।