𓃲ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জঘন্য হারের পর তীব্র সমালোচনার ঝড় বয়ে চলেছে। বিশেষ করে ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব আর জঘন্য ফিল্ডিং পাকিস্তানের বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাবর আজমদের ব্যাটিংয়ের হাল দেখে বেশ আশঙ্কিত শোয়েব। তাঁর মতে, এই রকম ব্যাটি𓃲ং নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব নয়। তাঁর দাবি, ‘আগেই বলেছি যে, আমার আশঙ্কা রয়েছে, এই পাকিস্তান দল প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে।’
শোয়েব আখতার তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভি🌳ডিয়োতে পাকিস্তানের বেহাল দশার কারণও ব্যাখ্যা করেছেন। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেছেন, ‘আমাদের মিডল অর্ডার এক দমই ভালো নয়। ওপেনাররা ব্যর্থ হলে, ওরা দায়িত্ব নিতে পারছে না। দܫলের ব্যাটিং এক দমই ভালো হচ্ছে না।’
আরও পড়ুন: মালান-ব্রুকের ক্যাচ ফেলে ইংরেজদের সিরিজ উ𒅌পহার বাবরের, ক্ষোভে ফেটে পড়ল নেটপাড়া
শোয়েব এখানেই থামেননি। পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন। শোয়েব চান দলের ব্যাটিংয়ের বেহাল দশা সামলাতে বাড়তি দায়িত্ব নিন কোচ সাকলিন মুস্তাক, ব্যাটিং কোচ মহম্মদ ইউনিস। তাঁর মতে মিডল অর্ডার শক্তিশালী না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরদের ভাল পারফরম্যান্স করা কঠিন। তিনি বলেছেন, ‘সে কারণেই আমি সাকলিন মুস্তাক (পাকিস্তানের প্রধান কোচ) এবং অন্যদের সমালোচনা করেছিলাম। যাতে আপনার মিডল অর্ডার এবং ব্যাটিং অর্ডার ঠিক থাকে। এক রকম বলতে গেলে, ওরা কোনও কথাই শুনছে না। এটা খুবই দুঃখজনক যে পাকিস্তান ভালো ফল করতে পারছে না।🌺 এটা হতাশাজনক।’
তিনি যোগ করেন, ‘এট🔯া কিন্তু ভয়াবহ একটি দশা। এখন থেকেই সামলাতে হবে পরিস্থিতি। না হলে বিষয়টি সহজ হবে না। আশা করি, ওরা এই ব্যর্থতা থেকে কিছুটা হলেও শিক্ষা নেবে। এবং আমার ভিডিয়োগুলি ꦺদেখা শুরু করবে (হাসি) এবং উন্নতি করবে।’
পাশাপাশি শোয়েব শাকলিন মুস্তাকের টি-টোয়েন্টি কোচ হওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বলেছেন, ‘সাকলিন (মুস্তাক) ২০০২ সালে শেষ বার ক্রিকেট খেলেছিল। আমি এটা বলতে চাই না, কারণ ও আমার বন্ধু। কিন্তু আমার মনে হয় না, ওর টি-টোয়েন্টি ক্রিকেট সম্পর্কে কোনও ধারণা আছে। আমি 𒈔মনে করি না এটা দলের শক্তি।’ শোয়েব অবশ্য দলের বোলিং নিয়ে খুশি। বিশেষ করে হ্যারিস রউফের বোলিং দেখে তিনি মুগ্ধ। তরুণ জোরে বোলারের প্রশংসা করেছেন শোয়েব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।