মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে উত্তেজক জয় ছিনিয়ে নিলেও বিশ্বকাপে ভারতীয় দলের প্রধান দুশ্চিন্তার বিষয় চিহ্নিত করলেন সুনীল গাভাসকর। অবিলম্বে সেই দুশ্চিন্তা না কাটলে ভার🐼তীয় দলকে সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করছেন সানি।
আসলে গাভাসকর দুশ্🍸চিন্তায় র🐷োহিত শর্মার ফর্ম নিয়ে। এমনটা নয় যে, হিটম্যান একেবারে অফ ফর্মে রয়েছেন। তেমনটা নয় মোটেও। ইতিউতি রান করলেও রোহিতকে চেনা মেজাজে দেখা যাচ্ছে না, এই বিষয়টাই সংশয়ে রেখেছে সানিকে। প্রাক্তন তারকা এক্ষেত্রে ইঙ্গিত করেন যে, রোহিতের ব্যাট চললে বাকিদের কাজ অনেক সহজ হয়ে দাঁড়ায়।
ইন্ডিয়া টুডের আলোচনায় গাভাসকর বলেন, ‘একমাত্র দুশ্চিন্তার বিষয় হল, রোহিত শর্মার যেরকম ব্যাটিং দেখতে আমরা অভ্যস্থ, বেশ কিছুদিন ও সেই মেজাজে রান করতে পারছে না। আমি মনে ﷺকরি যে, ওর ব্যাট চলতে শুরু করলে পরবর্তী ব্যাটসম্যানদের কাজ অনেক সহজ হয়ে যায়।’
আরও পড়ুন:- IPL 2023 Auction💜: ইস্তানবু💮লে আইপিএল নিলাম! অবাক করা সিদ্ধান্ত নিতে চলেছে BCCI, রিপোর্ট
সানি আরও বিস্তারিতভাবে বলেন, ‘সবাই একটা ভালো মঞ্চ পেতে চায়। যদি ইনিংসের শুরুত🧸েই তুমি একটা ভালো মঞ্চ গড়ে দিতে পারো, তবে পরে যারা চা💫র-পাঁচ নম্বরে ব্যাট করতে নামবে, তাদের কাছে কাজ অনেক সহজ হয়ে দাঁড়ায়। তারা এসে প্রথম বল থেকেই ব্যাট চালাতে পারে। তাদের তখন সেট হওয়ার জন্য ক্রিজে সময় কাটানোর দরকার হয় না।’
গাভাসকর বাস্তব চ✅িত্রটা তুলে ধরেন তার পরেই। তিনি জানান যে, শুরুতেই যদি ইনিংস টলমল হয়ে যায়, তবে পরের ব্যাটসম্যানদের বিপর্যয় মোকাবিলায় নামতে হয়, যা তাদের শুরু থেকেই হাত খোলার সুযোগ দেয় না। তাঁর কথায়, ‘যথাযথ মঞ্চ প্রস্তুত থাকলে পরের ব্যাটসম্যানদের বিপর্যয়🌜 সামলে ইনিংস গড়ার দিকে নজর দিতে হয় না। পাকিস্তান ম্যাচেই ভারত ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বসে। যদি তুমি একটু ধীর শুরু করো, তাহলেও ৪০ রানে ১ উইকেট তুলনায় ভালো স্কোর। ৩১ রানে ৪ উইকেটের থেকে অনেক ভালো শুরু সেটা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।