শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে খড়কুটোর মতন উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড দল। ৪ ওভার বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে ইংল্যান্ড। আর হতাশাজনকভাবে সেমিফাইনালে হেরে বে𝄹রিয়ে যাওয়ার পর, ভারতীয় ভক্তদের প্রতি আবেগঘন বার্তা দিলেন ভারতীয় ব্যাটার সূর🌜্যকুমার যাদব।
বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াদের পাশাপাশি তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাঁদের পাশে থাকার জ🎉ন্য। তিনি বলেন 'বেদনাদায়ক একটা হার। আমাদের সমর্থকদের কাছে চিরজীবন কৃতজ্ঞ। আমরা বিশ্বের যেখানেই খেলি না কেন আপনারা সবসময় আমাদের একটি অনবদ্য পরিবেশ উপহার দেন। তোমাদের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ। আমি গর্বিত গোটা দলের জন্য। তাঁরা যে কঠোর পরিশ্রম করেছে তার জন্য গর্বিত। সাপোর্ট স্টাফদের জন্যও আমি গর্বিত। আমার দেশের হয়ে খেলতে পেরে আমি গর্বিত। আমরা এই হারটা নিয়ে পর্যালোচনা করব। আমরা আরও কঠোরভাবে ফিরে আসব- আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।'
প্রসঙ্গত অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে ছিলেন সূর্যকুমার যাদব। তাঁর অসামান্য দক্ষতায় খেলা একের পর এক লেগ সুইপ তাক লাগিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। চলতি বছরেও অনবদ্য ফর্মে রয়েছেন তিনি। এখন পর্যন্ত চলতি বছরে ২৯টি ইনিংস খেলে তিনি করে ফেলেছেন ১০৪০ রান। তাঁর স্ট্রাইক রেট ও অনবদ্য ১৮৫.৭১। টি-২০ বিশ্বকাপেও তিনি করেছেন ২৩৯ রান। স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮। তবে সেমিফাইনালে তিন൩ি ইংল্যান্ডের বিরুদ্ধে সেইভাবে ভালো খেলতে পারেননি। ১০ বলে মাত্র ১৪ রান করেই ফিরে গিয়েছিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।