দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হারের পর ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং একাদশ ভারতীয় দলের একাদশে পরিবর্তন করার জন্য অনুরোধ করেছেন রোহিত শর্মাকে। ভাজ্জি বলেছেন যে, ওপেনার কেএল রাহুল এবং স্পিনাꦡর রবিচন্দ্রন অশ্বিনের বদলে পরের ম্যাচে যথাক্রমে ঋষভ পন্ত এবং যুজবেন্দ্র চাহালের পরিবর্তে খেলানো উচিত। এবং যদি দীনেশ কার্তিক ম্যাচের জন্য উপযুক্ত না হন, সে ক্ষেত্রে দীপক হুদাকে একাদশে রাখা সাথে যেতে পারে বলে ভাজ্জি দাবি করেছেন।
কেএল রাহুল এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন। অশ্বিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যয়বহুল বলে প্রমাণিত হয়েছেন। অশ্বিন তাঁর ৪ ওভারের কোটায় ৪৩ রান দিয়ে নিয়েছেন মাত্র ১ উইকেট। ভাজ্জি বলেছেন যে, যুজবেন্দ্র চাহাল একজন উইকেট শিকারী। তা🤪ই তিনি দুই বা তিন উইকেট নিয়ে নিতে পারবেন। এতে কিছু বেশি রান খরচ হলেও ভারতের কোনও সমস্যা হওয়𒁃ার কথা নয়।
আরও পড়ুন: কোহলির হোটেল রুমের ভিডিয়ো ফাঁস- দেখཧে রেগে আগুন বিরাট
হরভজন সিং স্পোর্টস তককে বলেছেন, ‘ওদের (ভারতীয় টিম ম্যানেজমেন্ট) কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, দলকে এগিয়ে যাওয়ার বিষয়ে ভাবতে হবে। কেএল রাহুল একজন দুর্দান্ত খেলোয়াড়। আমরা সবাই জানি, ও একজন ম্যাচ উইনার। কিন্তু যদি ও ওরফর্ম নিয়ে এই ভাবে লড়াই করে, তা হলে আমি মনে করি ওর বদলে ঋষভ পন্তকে আনা উচিত। রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করতে পারে ঋষভ পন্ত। এতে বাম-ডান কম্বিনেশন পাওয়া যাবে। কার্তিকের চোট লেগেছে, আমি জানি না ওর অবস𒁏্থা কী। দীপক হুডাকেও আনত🅰ে যেতে পারে এবং তিনিও কয়েক ওভার বল করতে পারবে ও।’
আরও পড়ুন: ব🔯াংলাদেশ ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি, সে💃মিতে যাওয়া হবে তো রোহিতদের?
যুজবেন্দ্র চাহাল সম্পর্কে কথা বলতে গিয়ে ভাজ্জি বলেন, ‘আমিও মনে করি, অশ্বিনের জায়গায় যুজবেন্দ্র চাহালকে আনা উচিত। ও একজন উইকেট টেকার বোলার। 🐷যদি ২-৩ উইকেট ও তুলে নেয়, তবে রান দিতে আপত্তি নেই। চাহা🃏ল একজন বড় ম্যাচ বিজয়ী এবং ও বিশ্বের সর্বোচ্চ র্যাঙ্কিং টি-টোয়েন্টি বোলারদের একজন।’
ভাজ্জি আরও বলেছেন, ‘ভারত অভিজ্ঞতাকে গুরুত্ব দেবে। এবং তাই অশ্বিনকে বেছে নিতে পারে। আমি মনে করি, যদি একজন ভালো বোলার থাকে, তা হলে সে ভালো বল করবে, সেটা একজন বাঁ-হাতি ব্যাটসম্যান হোক বা ডান-হাতি ব্যাটসম্যান। চাহাল উইকেট নিয়ে নিজের খ্যাতি তৈরি করেছে। ও প্রমাণ করেছে যে, ও এই সংক্ষিপ্ত ফর্ম্যাটে বড় ম্যাচ উইনা🐟র। আমার মনে হয় না, ওর চেয়ে ভালো লেগ স্পিনার হতে পারে। ওকে খেলতে না দেওয়াটা একটা ভুল এবং এটা যদি আমার হাতে থাকত, তাহলে আমি সেটা হতে দিতাম না। কারণ আমি ওকে দলে অন্তর্ভুক্ত করতাম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।