চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তান ম্যাচের বেশিরভাগ সময় সুবিধাজনক জায়গায় থাকলেও অবশেষে পরাজিত হয়ে টুর্ন🧸ামেন্ট থেকে ছিটকে যেতে হয় তাদের। ওই ম্যাচের বিষয়ে কথা বলতে গিয়ে শোয়েব আখতার জানান তরুণ অধিনায়ক বাবর আজম চাপের মুখে নিজেকে শান্ত রাখতে পারেননি।
পাকিস্তানের ১৭৬ রানের জবাবে একসময় অস্ট্রেলিয়ার ৯৬ রানে পাঁচ উইকেট পড়ে যাও𒊎য়ার পর শেষ ৪৬ বলে প্রয়োজন ছিল ৮১ রানের। সেখান থেকে ম্যဣাথু ওয়েড এবং মার্কাস স্টইনিস পরিপক্কতার পরিচয় দেখিয়ে দলকে এক ওভার বাকি থাকতেই দুরন্ত জয় এনে দেন। আখতারের মতে এমন অবস্থায় অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা এবং পাকিস্তানি অধিনায়কের অনভিজ্ঞতাই পার্থক্য গড়ে দেয়।
নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচের বিষয়ে কথা বলতে গিয়ে আখতার জানান. ‘আমাদের (পাকিস্তানের) অধিনায়ক অল্পবয়সী এবং সদ্য সদ্য অধিনায়কত্ব করা শুরু করেছে। শেষমেশ চাপের মুখে ও নিজের মাথা ঠান্ডা রাখতে পারেনি। অপ🔯রদিকে, অস্ট্রেলিয়া পরিপক্ক দল এবং ওই জায়গায় ওরা নিজেদের অভিজ্ঞতা, সংস্কৃতিকে কাজে লাগিয়ে ক্রিজে মাথা ঠান্ডা রেখে নিজেদের খেলা চালিয়ে যায়। পরিস্থিতি দেখে একেবারেই ঘাবড়ায়নি। পাকিস্তান&nbs𝔉p; চাপের মুখে প্যানিক করে যায়।’
২৭ বছর বয়সী বাবরের অধিনায়ক হিসেবে এটাই প্রথম ⛎বিশ্বকাপ। সেমিফাইনালের আগে সুপার ১২-র সবকটি ম্যাচই জেতে পাকিস্তান। বাবরের পাশে দাঁড়ালেও এমন খেলার পর, বিশ্বকাপ জেতার এত ভাল সুযোগ যে আর চট করে আসবে না, তাও স্পষ্ট করে দেন আখতার। পাকিস্তান কিংবদন্তি বোলার বলেন, ‘ও তরুণ অধিনায়ক এখনও এবং সেটা আমি মাথায় রেখেই বলব, ছয়ের মধ্যে পাঁচ জেতা পাকিস্তানের জন্য এই বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ ছিল। এমন সুযোগ হয়তোই আর কখনও আসবে। আমরা নিজেদের সেরাটা দিলেও, সেটা যথেষ্ট ছিল না। যে দল বেশি ভাল খেলেছে, তারাই জিতেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।