ইংল্যান্ডকে পাঁচ উইরকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা📖 করে নিউজিল্যান্ড। টান টান ম্যাচের রাশ দাঁড়িপাল্লার মতো এদিক🌜 ওদিক করলেও জিমি নিশামের ১১ বলে ২৭ রানের ইনিংস ম্যাচের হওয়া বদলে দেয়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে নিশামের এহেন ইনিংসে প্রভাবিত হয়েছেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকরও কিউয়ি অলরাউন্ডারের পারফরম্যান্সে আপ্লুত। এমন মুশকিল পরিস্থিতিতে সেমিফাইনালের মতো নিশামের ইনিংসের গুরুত্ব বুঝিয়ে তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন গাভাসকর। জন♑ি বেয়ারস্টোর ক্যাচ ছক্কা হওয়ায় সামান্য ভাগ্যের সহায়তা পেলেও নিশামের প💦্রতিভার ও ব্যাটের পাশপাশি বল হাতেও তাঁর দক্ষতার প্রশংসা করেন উক্ত ম্যাচে ধারাভাষ্য দেওয়া গাভাসকর।
India Today-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় কিংবদন্তি ক্✤রিকেটার জানান, ‘২৪০-র ওপর স্ট্রাইক রেট নিয়ে খেলা এটা একটা অবিশ্বাস্য ইনিংস। ওর ব্যাটে বলে ভালই সংযোগ হচ্ছিল। হ্যাঁ, জনি বেয়ারস্টোর ক্যাচ যেটা বাউন্ডারিতে লাগায় ছয় হয়ে যায়, সেটার ক্ষেত্রে ওর ওপর ভাগ্যসহায়ক হয়েছিল বটে। তবে নিশাম অত্যন্ত প্রতিভাবান। ও ব্যাট হাতে বড় শট খেলার পাশপাশি বলটাও করতে পারে। কেন উইলিয়ামসন ইংল্যান্ড ইনিংসের ২০ নম্বর ওভারে ওকে বল দিয়ে ওর ওপর ভরসা দেখায়। জিমি নিশাম নিজের প্রতিভার প্রতি অবশেষে সুবিচার করছে দেখে ভাল লাগছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।