প🃏ার্থে ব্যাটিং করা অত্যন্ত কঠিন পরিস্থিতি ছিল। কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন যে, দক্ষিণ আফ্রিকার কাছে রবিবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরাজয়ের কারণ হিসেবে এটি অজুহাত হতে পারে না। সূর্যকুমার যাদব ৪০ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলাররা দ্রুত এবং বাউন্সি পিচে ভারতীয়দের দুর্বলতা প্রকাশ করে এবং কম স্কোরিং ম্যাচটি জিতে নেয়। তার পক্ষে হাফ সেঞ্চুরি করেন এডেন মার্করাম ও ডেভিড মিলার।
মඣ্যাচের পরে রোহিত বলেছেন, ‘আমরা জানতাম যে, এই পিচ ফাস্ট বোলারদের সাহায্য করবে, যে কারণে ১৩০ রানের লক্ষ্য অর্জন করা সহজ ছিল না। আমি মনে করি, আমরা শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে কঠিন লড়াই দিয়েছিলাম। কিন্তু দক্ষিণ আফ্রিকা আসলে ভালো খেলেছে।’
আরও পড়ুন: T20 WC 202🦹2-এ ভারতের প্রথম হার, ৫ উইকেটে জিতে গ্রুপ শীর্ষে দক্ষিণ আফ্রিকা
এর সঙ্গে তিনি যোগ করেছেন, ‘পিচ এমন ছিল যে ফাস্ট বোলাররা যে কোনও সময় উইকেট পেতে পারে। মিলার ও মার্করাম ম্যা🌃চ জেতানো জুটি খেলেন। আমাদের ফিল্ডিংও ভালো ছিল না। আমরা এমন ঠাণ্ডায় আগেও খেলেছি। তাই কন্ডিশন কোনও অজুহাত নয়। আমরা প্রতিটি বিভাগে ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘সুযোগ পেয়েও হাতছাড়া করেছি। কয়েকটি রান আউট মিস করেছি। আমি নিজেই সহজ সুযোগ পেয়ꦗেছিলাম। আমাদের আরও ধারাবাহিক হতে হবে ফিল্ডিংয়ে। এই ম্যাচে আমরা একটু দুর্꧒বলই ছিলাম, মাঠে আমরা অনেক সুযোগ দিয়েছিলাম এবং আমরা ক্লিনিক্যাল ছিলাম না। তবে এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’
আরও 🐷পড়ুন: কী কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারল ভারত? বিরাট-রোহ🥀িতের দিকে আঙুল তুললেন ভুবি
অশ্বিন ওভার নিয়ে কথা বলতে গিয়ে রোহিত বলেছেন, ‘শেষ দিকে স্পিনারদের কী অবস্থা হত𝓰ে পারে তা আমরা দেখেছি। তাই আমি শেষ ওভারে অশ্বিܫনকে করাতে চাইনি। পেসারদের দিয়ে শেষ করাতে চেয়েছিলাম। জানতাম নতুন ব্যাটার এসে সমস্যায় পড়বে। তাই সেই সময়ে অশ্বিনের বোলিং করা একেবারে সঠিক ছিল।’
প্রথমে ব্যাট করে ১৩৩ রান তোলে ভারত। সূর্যকুমার যাদব ৪০ বলে ৬৮ রান করেন। তিনি ছাড়া ভারতের বাকি ব্যাটারদের দশা তথৈবচ। রোহিত ফিরে যান মাত্র ১৫ রানে। বিরাট করেন ১২ র🌳ান। বাকিরা কেই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। সেই রান তাড়া করতে নেমে দু’বল বাকি থাকতেই ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। মার্করাম এবং মিলারের ৭৬ রানের ইনিংসই শেষ করে দেয় ভারতকে। মার্করাম ৫২ করেন এবং মিলার করেন অপরাজিত ৫৯ রান। ৫ উইকেটে ম্যাচ পকেটে পুড়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।