অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশ ইঙ্গলিস আহত হওয়ার পর অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের ১৫ সদস্যের দলে বিস্ফোরক অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে অন্তর্ভুক্ত🌄 করেছে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ব্যাকআপ উইকেটরক্ষক ছিলেন ইঙ্গলিস। তবে সিডনিতে গলফ খেলার সময় হাতে চোট পাওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চোট গুরুতর হওয়ায় তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন ছিল এবং তারপরে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে জশ ইঙ্গলিস আর ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারবেন না।
ইংলিসের ইনজুরি মানে ম্যাথু ওয়েডই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে একমাত্র উইকেটরক্ষক হবেন। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে উপেক্ষা করে অস্ট্রেলিয়ার নির্বাচকরা দলে গ্রিনের অলরাউন্ডারের দক্ষতাকে প্রাধান্য দিয়েছেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার কাছে ইতিমধ্যেই মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিসের দুই ফাস্ট বোলিং অলরাউন্ডার রয়েছে। উইকেটরক্ষক জশ ইঙ্গলিসের জায়গায় ক্যামেরন গ্রিনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত প্রশ্ন তুলেছে কারণ নিয়মিত উইকেটরক্ষক ব্যাটসম্যা꧂ন ম্যাথু ওয়েড যদি ইনজুরিতে পড়েন, তাহলে তার স্থলাভিষিক্ত কে হবেন?
আরও পড়ুন… রোহিত-বিরাট-পন্তদের কি এবার ঘরোয়া ক্রিকেটেও খꦗেলতে হবে? BCCI সভাপতির বড় সিদ্ধান্ত
তবে এর জন্য একজন খেলোয়াড়ের নামও প্রস্তাব করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। স্বাগতিক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে টুর্নামেন্টের প্রথম সুপার 12 ম্যাচের আগে, ফিঞ্চ 🌺একটি প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে টুর্নামেন্ট চলাকালীন ওয়েড চোট পেলে ওপেনার ডেভিড ওয়ার্নারকে দলের উইকেটরক্ষক হিসাবে বা🃏ছাই করা হতে পারে।
অ্যারন ফিঞ্চ বলেন, ‘হয়তো, ডেভিড ওয়ার্নার, এটা আমার মনে হয়, সে গতকাল একটু অনুশীলন করেছে। আমি নিজেও সম্ভবত অধিনায়কত্ব এবং কিপিং করতে পারতাম কিন্তু যখন এটি আগে করিনি তখন এটা করাটা একটু কঠিন হয়ে যাবে। হয়তো মিচে🧜ল স্টার্ক প্রথমে বল করবেন তারপর মাঝখানে এটা করবেন এ💯বং শেষে আবার বল করবেন। কিন্তু হয়তো ডেভিড, এটা একটা ঝুঁকি যা আমরা এই সময়ে নিতে প্রস্তুত।’
আরও পড়ুন… শুরু হল আমার জীবনের সবচেয়ে কঠিন ম্যাচ, ডোপিংয়ের দায়ে সাসপ🃏েন্ড হয়ে বললেন 🍒সিমোনা হালেপ
অধিনায়ক আরও প্রকাশ🌱 করেছেন যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে গ্রিন একাদশে থাকবেন না। দলের হয়ে ইনিংস ওপেন করবেন বলে নিশ্চিত করেছেন ফিঞ্চ। তিনি বললেন, ‘না, আমার মনে হয় না। তিনি আজ সকালে পার্থ থেকে এসেছেন। প্রচ্ছদ হিসেবে এসেছেন তিনি। আমরা অতিরিক্ত কিপারের সঙ্গে না যাওয়ার ঝুঁকি নিয়েছিলাম, এত💦ে অবশ্যই কিছুটা ঝুঁকি রয়েছে। কিন্তু আমরা মনে করি ক্যাম দলকে একটু ভালো ভারসাম্য এনে দেয়।’
অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ভারত সফরে গ্রিন তার বিস্ফোরক ব্যাটিং দিয়ে সকলের নজর কেড়েছিলেন। টি-টোয়েন্টি সিরিজে ওপেন করার সময় তিনি প্রথম ম্যাচে ৬১(৩০)এবং তৃতীয় ম্যাচে ৫২ (২১) রান করেছিলেন। শনিবার টি-টোয়েন্টি বিশ্ব🍸কাপে নিজেদের প্ꦏরথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।