স্মৃতি মন্ধনার মুকুটে যোগ হল রঙিন পালক। আইসিসির বর্ষসেরা মহিলা টি-২০ দলে জায়গা পেলেন ভারতীয় তারকা। ২০২১ সালের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে আইসিসির বেছে নেওয়া বর্ষসেরা দলে ওপেনার হিসে꧂বে জায়গা পেয়েছেন মন্ধনা। যদিও সেরা এগারো জনের তালিকায় নাম নেই আর কোনও ভারতীয় ক্রিকেটারের। মন্ধনাই একমাত্র ভারতীয় প্রতিনিধি।
বর্ষসেরা মহিলা টি-২০ দলে ইংল্যান্ডের পাঁচজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। ট্যামি বিউমন্ট, ড্যানি ওয়াট, নাতালি 🍌সিভার, অ্যামি জোনস ও সোফি একলেস্টোন রয়েছেন সেরা একাদশে। নাতালি ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন ব♈র্ষসেরা দলের। উইকেটকিপারের দস্তানা হাতে উঠেছে জোনসের।
দক্ষিণ আফ্রিকার তিনজন ক্রিকেটার রয়েছেন🃏 সেরা একাদশে। লরা উলভার্ডট, মারিজান কাপ ও শাবনিম ইসমাইল জায়গা করে নিয়েছেন বর্ষসেরা দলে। এছাড়া আয়ারল্যান্ডের গꦛ্যাবি লুইস ও জিম্বাবোয়ের লরিন ফিরি রয়েছেন বর্ষসেরা মহিলা টি-২০ দলে।
আইসিসির বর্ষসেরা মহিলা টি-২০ দল:- স্মৃতি মন্ধনা (ভারত), ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড), ড্যানি ওয়াট (ইংল্যান্ড), গ্যাবি লুইস (আয়ারল্🌼যান্ড), নাতালি সিভার (ক্যাপ্টেন, ইংল্যান্ড), অ্যামি জোনস (উইকেটকিপার, ইংল্যান্ড), লরা উলভার্ডট (দক্ষিণ আফ্রিকা), মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি একলেস্টোন (ইংল্যান্ড), লরিন ফিরি (জিম্বাবোয়ে), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।