কবে শুরু বিশ্বকাপ:- ৪ মার্চ, শুক্রবার মাউন্ট মাউনগানুইয়ে ওয়েসཧ্ট ইন্ডিজেꦇর বিরুদ্ধে আয়োজক নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি মহিলা বিশ্বকাপ।
কবে অনুষ্ঠিত হবে ফাইনাল:- ৩ এপ্রিল, রবিবার অনুষ্ঠিত হবে আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সুতরাং, টু🥃র্নামেন্ট চলবে ১🌸 মাস ধরে।
কোন ফর্ম্যাটে খেলা হবে মহিলা বিশ্বকাপ:- আইসিসি মহিলা বিশ্বকাপ রাউন্ড রবিন ফর্ম্যাটে খেলা হবে। আটটি দল একে💖 অপরের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলবে। পরে লিগ টেবিলের প্রথম চ💙ারটি দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। দু'টি সেমিফাইনালের বিজয়ী দল খেতাবি লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হবে।
কোন কোন দল অংশ নেবে মহিলা বিশ্বকাপে:- ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ই🔥ন্ডিজ, পাকিস্তা𝔉ন ও বাংলাদেশ অংশ নেবে আইসিসি মহিলা বিশ্বকাপে।
বিশ্বকাপে ভারতের সূচি:-৬ মার্চ: বনাম পাকিস্তান (মাউন্ট মাউনগানুই)১০ মার্চ: বনাম নিউজিল্যান্ড (হ্যামিল্টন)১২ মার্চ: বনাম ওয়েস্ট ইন্ডিজ (হ্যামিল্টন)১৬ মার্চ: বনাম ইংল্যান্ড (মাউন্ট মাউনগানুই)১৯ মার্চ: বনাম অস্ট্রেলিয়া (অকল্যান্ড)২২ মার্চ: বনাম বাংলাদেশ (হ্যামিল্টন)২৭ মার্চ: বনাম দক্ষিণ আফ্রিকা (ক্রাইস্টচার্চ)
বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড:- মিতালি রাজ (ক্যাপ্টেন), হরমনপ্রীত কউর (ভাইস ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেনুকা সিং, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), রাজেশ্বরী গায়কোয়াড় ও পুনম যাদব।স্ট্যান্ডবাই:- সবিনেনি মেঘানা, একতা বিষ্ট ও সিমরন দিল বাহাদুর।
কখন শুরু ম্যাচ:- ভারতের সব লিগ ম্যাচগুলিই হবে ডে-না✨ইট। তাই ভারতীয় সময় অಞনুযায়ী সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে খেলাগুলি। টস অনুষ্ঠিত হবে সকাল ৬টায়।
কোন চ্যানেলে ও অনলাইনে কীভাবে দেখবেন ম্যাচ: বিশ্বকাপের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টসে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। এছাড়া বিশ্বকাপের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।