ভারতীয় ক্রিকꦜেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছেন। তার ইংল্যান্ড সফরও তেমন ভালো যায়নি। টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে তিন ফর্ম্যাটেই তিনি রান করতে পারছেন না। ফর্ম ফিরে পেতে লড়াইয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে কোহলির নির্বাচন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের চ্যাম্পিয়ন উইকেটরক্ষক সৈয়দ কিরমানি, বিরাটের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের বিষয়ে দৈনিক জাগরণের সঙ্গে কথা বলার সময় এই বিষয়টিতে আলোকপাত করেছেন।
আরও পড়ুন… শেষটা ভালো হল না ব🔴েন স্টোকসের, বিদায়ী ODI ম্যাচে ৬২ রানে হারল ইংল্যান্ড
সৈয়দ কিরমানি বলেছেন, ‘বিরাট কোহলি একজন রোল মডেল। তিনি প্রতিটি দৃষ্টিকোণ থেকে একজন রোল মডেল। তিনি একজন দারুণ অভিজ্ঞ𒊎 খেলোয়াড়। টি-টোয়েন্টির জন্য নির্বাচিত দলে অবশ্যই তাকে থাকতে হবে। অবশ্যই তার থাকা উচিত। আমি জানি না কবে সে ভালো ফর্মে চলে আসবেন এবং গেম চেঞ্জার হয়ে উঠবেন। অভিজ্ঞ খেলোয়াড়দের দলে থাকা উচি👍ত যাতে তরুণ খেলোয়াড়রা তাদের দেখে শিখতে পারেন।’
আরও পড়ুন… শেষ🍰টা ভালো হল না বেন স্টোকসের, বিদায়ী ODI ম♔্যাচে ৬২ রানে হারল ইংল্যান্ড
নির্বাচকদের প্রতি ⭕কিরমানি পরামর্শ দিয়ে বলেছেন, ‘দলের ভারসাম্য এমন হওয়া উচিত যেখানে অভিজ্ঞতা এবং তারুণ্য একসঙ্গে থাকে। টি-টোয়েন্টি বিশ🅷্বকাপের জন্য নির্বাচিত দলটি ফিফটি-ফিফটি হওয়া উচিত। দলে ৫০ শতাংশ তরুণ এবং ৫০ শতাংশ অভিজ্ঞ খেলোয়াড় হতে হবে। সমন্বয়টিও ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। সেই ভাবেই দল নির্বাচন করা উচিত।’
আরও পড়ুন… শেষটা ভালো হল না বেন স্টোকসের, বিদায়ী ODI ম্যাচে ৬২ রানে হারল ইংল্য♛ান্ড
সৈয়দ কিরমানি আরও বলেছেন, ‘ভারতীয়ཧ খেলোয়াড়দের মধ্যে দারুণ একটা প্রতিযোগিতা চলছে। দেখুন, বিরাট কোহলির জায়গায় যদি অন্য কেউ আউট অফ ফর্মে থাকত, তাহলে সেই প্লেয়ার এতদিনে দলের বাইরে চলে যেত। তবে আমি মনে করি, একজন প্রতিষ্ঠিত খেলোয়াড়কে সুবিধা দেওয়া উচিত এবং বিশ্বকাপ দলে রাখা উচিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।