একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন পিসিবি-র প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা। পাকিস্তান🥀 ক্রিকেট বোর্ডে রামিজকে সরিয়ে এখন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন নাজাম শেঠি। এবং পিসিবি-কে রদবদলের পর জাতীয় ফের দলে ফেরার পথে প্রাক্তন ফাস্ট-বোলার মহম্মদ আমির?
২০২০ সালে অবসর নেওয়া মহম্মদ আমিরকে পিসিবি-র নতুন চেয়াꦑরম্যান নাজাম শেঠি ন্যাশনাল হাই-পারফরম্যান্স সেন্টারে (NHPC) অনুশীলন করার অনুমতি দিয়েছেন। এর থেকেই জল্পনা তৈরি হꦬয়েছে।
আরও পড়ুন: ঋষভের প্লাস্টিক সার্জারি হতে পারে দিল্লিতে, ༒অজি সিরিজ ও IPL খেলার সম্ভ𒁏াবনা ক্ষীণ
মূলত এই সেন্টারে তাঁরাই অনুশীলন করতে পারেন🎉, যাঁরা জাতীয় দলের অংশ বা গত কয়েক বছরে পাকিস্তানের হয়ে ম্যাচ খেলেছেন। আমিরের এই ফিরে আসার খবরে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। তাঁর মতে, ম্যাচ ফিক্সিংয়ে জড়িত এমন একজন খেলোয়াড়কে দলে রাখা মোটেও ঠিক হবে না।
সাম টিভি-ত🃏ে একটি সাক্ষাৎকারে রমিজ রাজা স্পষ্ট বলে দিয়েছেন, ‘পাকিস্তান ক্রিকেটে ফিক্সিং অনেক পুরনো বিষয়। আমির এটা ভালো করেই জানতেন, তবুও তিনি এমন কাজ করলেন। যদি দলের জয়ের চেষ্টা করেন ৯ জন এবং পরাজিত করার জন্য ২ জন খেলোয়াড় জড়িত থাকে, তবে এই জাতীয় খেলোয়াড়দের দলে জায়গা দেওয়া উচিত?’
আরও পড়ুন: ইশানের ওপেন করা উচিত, রাহুলকে অপেক্ষা করতে হবে-ꦫ ভারতের ODI একাদশ বাছলেন গম্ভীর
তিনি বড় বোমা ফাটিয়ে এর সঙ্গে যোগ করেছেন, ‘আমার ক্ষমতা থাকলে আমি ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস এবং বিচারপতি কাইয়ুমের রিপোর্টে উল্লেখ করা সমস্ত খেলোয়াড়দের উপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করতাম।’ আমির প্রসঙ্গে প্রাক্তন এই চেয়ারম্যান বলেন, ‘দলে শৃঙ𝄹্খলা খুবই গুরুত্বপূর্ণ। পিসিবি একজন নিয়োগকর্তা, যারা খেলোয়াড়দের টাকা দেয়। তার বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে বরদাস্ত করা যায় না।’
তৎকালীন প্রধান কোচ মিসবাহ-উল-হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসে𝄹র বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে মহম্মদ আমির ২০২০ সালে তাঁর অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করে দেন। তিনি পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাকেও কটাক্ষ করেন। এর পর ফাস্ট বোলার বেশ কয়েক বার ফিরে আসার চেষ্টা করলেও, রামিজের কঠোর মনোভাবের কারণে তা করতে পারেননি। রামিজ সরতেই এ বার ফের দলের ফেরার বিষয়ে উদ্যোগী হয়েছেন আমির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।