বাংলার ফুটব🤡লের উন্নতির জন্য বদ্ধপরিকর আইএফএ এবার মাঠে নামাল একঝাঁক তারকা ফুটবলারদের। আরও বেশি করে বাংলার ফুটবলার তুলে আনতে ও বড় স্টেজ🐽ে সুযোগ পাইয়ে দিতে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের ডাকে তাঁর ও আইএফএ সহ-সভাপতি তনুময় বসুর সাথে বৈঠকে বসেন বর্তমান ফুটবল তারকারা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রীতম কোটাল, শুভাশিস বসু, প্রণয় হালদার, অরিন্দম ভট্টাচাৰ্যের মতো প্রথম সারির ফুটবলাররা।
বৈঠক শেষে জয়দীপ মুখোপাধ্যায় জানান, ‘বহুদিন ধরেই আমরা বাংলার বিভিন্ন অ্যাকাডেমি ও টুর্নামেন্টের দিকে নজর রাখছি। তার সুবাদেই একাধিক ফুটবলারদের সাথে আমাদের দেখা হয়। তারা বাংলা ফুটবলের পাশে থাকতে চাইছেন বলেই আমায় জানান। আজকে সেই উদ্দশ্য আমাদের নিজেদের মধ্যে একটা বৈঠক করা হয়। তাঁরা সবাই জানান প্রয়োজনে বিভিন্ন জায়গায় গিয়ে উঠতি ফুটবলারদের সাহায্য করতে তাঁরা প্রস্তুত। সবাই যেভাবে বাংলা ফুটবলের উন্নতিতে পাশে থাকার অঙ্গীকার করছে সেটা আমাদের বিশাল পাওনা। আমার মনে হয় এর ফলে বাংলা থেকে আগামীদিনে আরও বে🍃শি করে ফুটবলার ওঠে আসবে ও বাংলা ফুটবলে যে সংকটের কথা শোনা যায়, তা মিটবে।’
বাংলা ফুটবলের উন্নতিতে সবসময় তৎপর থাকেন অরিন্দম, প্রীতমরা। বৈঠকের পর খুশি তাঁরাও। অরিন্দম বলেন, ‘এখানে আসতে প💝েরে ভালো লাগছে। এই বিষয়ে জয়দীপ দা খুবই উৎসাহী। বাংলা ফুটবলকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য সবাই বেশ ভালো ভাল🌞ো উপদেশ দিয়েছে। ব্যাক্তিগতভাবে আমার মনে হয় আইএফে বাংলা ফুটবলের উন্নতির জন্য যে কাজ করছে, তাতে বাংলা ফুটবল আরও এগিয়ে যাবে।’
অরিন্দমের এটিকে-মোহনবাগান ও জাতীয় দলের সতীর্থ প্রীতম কোটাল তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ‘আজ আইএফএ অফিসে আইএফএ সচিবের সঙ্গে বাংলার ফুটবল নিয়ে দীর্ঘক্ষণ আলোচনꦕা হল। বাংলার ফুটবলের সামগ্রিক উন্নতিতে ভবিষ্যৎ-এ সবধরনের সহায়তা করতে প্রস্তুত। আইএফএর এ ধরনের উদ্যোগকে কুর্নিশ জানাই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।