২০২৩-এর ১৩ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে✨ বহু প্রতীক্ষিত আইএল টি-টোয়েন্টির। দুবা🍒ই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুবাই ক্যাপিটালস বনাম আবুধাবি নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচেই মাঠে নামছে নাইটরা।
১২ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৩৪ ম্যাচের এই ট🐠ুর্নামেন্ট হ🐈বে দুবাই, শারজা এবং আবুধাবি ক্রিকেট স্টেডিয়াম। গ্রুপ পর্বের পর চারটি প্লে অফের ম্যাচ রয়েছে। উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচের ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
আরও পড়ুন: কোচিং 🌜ট🥂িমের নাম ঘোষণা করল MI Emirates, শেন বন্ড হলেন হেড কোচ,পার্থিব ব্যাটিং কোচ
টুর্নামেন্ট নিয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশির ওসমানি বলেছেন, ‘এটা লিগের﷽ জন্য রোমাঞ্চকর বিষয়। সূচি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। দুবাই ক্যাপিটালসের দাসুন শানাকা এবং আবুধাবি নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলদের হাত ধরে টুর্নামেন্ট শুরু হবে। যা রোমাঞ্চকর বিষয়। ’
তিনি আরও যোগ করেছেন, ‘টুর্নামেন্ট শুরুর জন্য আমাদের তর সইছে না।ꦯ লড়াই শুরু হওয়ার পর এটি বিশ্বমানের বিনোদন দেব🐠ে ক্রিকেট ভক্তদের। চনমনে ভাবে প্রথম মরশুম শুরু করতে পারা খুবই গুরুত্বপূর্ণ। লিগ ম্যানেজমেন্ট বাদশাহ এবং জেসন ডারউলিকে এটার সঙ্গে যুক্ত করতে পেরে রোমাঞ্চিত। তারা দু'জনেই দলগুলো ও দর্শকদের এনার্জি দেবে। আমাদের বিশ্বাস টুর্নামেন্টটি অনেক সাফল্য পাবে। ’
উদ্বোধনেরর পর দিন মুখোমুখি হবে ভারতের রিলায়েন্স গ্রুপের মালিকানাধীন এমআই এমিরেটস এবং কাপরি গ্লোবালস। আইএলটি-টোয়েন্টির দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে। এ ছাড়া দুবাইয়ে ১৬টি ও শারজাতে হবে ৮টি ম্যাচ। দু'টি করে ম্যাচের সূচি হয়েছে ৫ দিন। সবগুলো🐓 ম্যাচই হবে সাপ্তাহিক ছুটির দিনে।
আ𓆉রও পড়ুন: পাকিস্তানের প্রথম প্লেয়ার হিসেবে মইন খানের ছেলে সই করলেন UAE T20 Leagu🎃e
মইন আলি, কায়রন পোলার্ড, শিমরন হেতমায়েরের মতো তারকারা অংশ নিচ্ছেন এই টুর্নামেন্ট। ছয় ফ্র্যাঞ্চাইজির সবাই একে-অন্যের মুখোমুখি হবেন দু'বার করে। এর পর প্লে অফ এবং ফাইনাল। ৮৪জন আন্তর্জাতিক তারকার সঙ্গে থাকবেন ২৪ জন আমিরশাহির স্থানীয় ক্রিকে🌄টার। এই টুর্নামেন্টে যে ফ্র্যাঞ্চাইজিগুলো অংশ নেবে , সেগুলি হলো- আবুধাবি নাইট রাইডার্স, ডেসার্ট ভাইপার্স, দুবাই ক্যাপিটালস, গ💎ল্ফ জয়েন্টস, এমআই এমিরেটস, শারজা ওয়ারিয়র্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।