💟 পাকিস্তানের বিরুদ্ধে হারের পরে ঘুরে দাঁড়াল ভারত। গ্রুপ পর্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে ৫৯ রানে জয় পেল স্মৃতি মন্ধানার দল। ৪৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন শেফালি বর্মা। তাঁর অলরাউন্ড প্রচেষ্টার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি। ব্যাট হাতে সফল হওয়ার পরে বল হাতে চার ওভার বল করে ১০ রান দিয়ে দুই উইকেট শিকার করেচেন তিনি।
💫ম্যাচের সেরা হয়ে শেফালি বর্মা বলেন, ‘আমি সর্বদা চিন্তা করি দল আমার থেকে কী চায় এবং তার জন্য আমি সর্বদা প্রস্তুত থাকি। আমি ভালো এলাকায় বোলিং করার কথা ভাবছিলাম। ব্যাটিং করার সময় এটি কঠিন ছিল, কারণ বল লো হয়ে আসছিল।’ নিজের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে শেফালি বলেন, ‘এই সাফল্যে এসেছে কঠোর পরিশ্রমের কারণে।’ নিজের অর্ধশতরান নিয়ে কথা বলতে গিয়ে শেফালি বর্মা বলেন, ‘অনেকদিন পর এটা এসেছে, তাই আমি বেশ খুশি।’
আরও পড়ুন… ಞশেফালি-স্মৃতির জুটিতে নয়া নজির! Women's T20I তে দশবার ৫০+ রানের পার্টনারশিপ
ಌএদিন জেমিমা রডরিগেজের রেকর্ড ভেঙে দিলেন শেফালি বর্মা। সবচেয়ে কম বয়সী মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রান করলেন শেফালি বর্মা। চলতি এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমে এই রেকর্ড গড়লেন শেফালি। এর আগে জেমিমা রডরিগেজের নামে এই রেকর্ড ছিল। ২১ বছর ৩২ দিন বয়সে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বকনিষ্ঠতম মহিলা ক্রিকেটার হিসাবে দ্রুততম ১০০০ রান সম্পূর্ণ করেছিলেন জেমিমা। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন শেফালি বর্মা।
🌌২০২২ মহিলা এশিয়া কাপের গ্রুপ পর্যাযের ম্যাচে দুরন্ত ব্যাট করেন শেফালি। ভারতীয় তরুণী ১৮ বছর ২৫৩ দিন বয়সে সর্বকনিষ্ঠতম মহিলা ক্রিকেটার হিসাবে দ্রুততম ১০০০ রান সম্পূর্ণ করলেন। এদিন ব্যাট হাতে ৪৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন শেফালি। এদিন নিজের ইনিংসে চারটি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকিয়েছিলেন শেফালি বর্মা।
আরও পড়ুন… 𓂃জেমিমা রডরিগেজের রেকর্ড ভেঙে দিলেন শেফালি বর্মা! T20I তে গড়লেন নয়া নজির
ꦗশুধু নিজের ব্যাক্তিগত রেকর্ডই নয়, স্মৃতি মন্ধনার সঙ্গে জুটিতেও রেকর্ড গড়েছেন শেফালি। স্মৃতি মন্ধনা এবং শেফালি বর্মা প্রথম ভারতীয় জুটি যারা মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০টি ইনিংসে পঞ্চাশের বেশি পার্টনারশিপ গড়েছেন। বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেটে শেফালি ও স্মৃতির জুটিকে অন্যতম সেরা জুটি আক্ষা দেওয়া হচ্ছে, আর এর কারণটা আরও একবার সামনে এল।
𒁏ম্যাচের কথা বলতে গেলে, এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতের ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ভারত তুলেছিল ১৫৯ রান। এদিন শেফালির সঙ্গে ওপেন করতে নেমেছিলেন স্মৃতি। শেফালি ৫৫ রান করলেও, মাত্র তিন রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন স্মৃতি মন্ধনা। ২৪ বলে অপরাজিত ৩৫ রান করেন জেমিমা রডরিডেজ। জবাবে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১০০ রান। ৫৯ রানে জয় পায় ভারত। এদিনে ব্যাট হাতে ৫৫ রান করার পর, বল হাতে চমক দেন শেফালি। চার ওভার বল করে ১০ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন শেফালি। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন শেফালি বর্মা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।