শুভব্রত মুখার্জি: জুনিয়র হকি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের মুখোমুখি হল ডিফেন্ডিং চ্যাম্পিয়ান ভারত। এক রুদ্ধশ্বাস ম্যাচে ৫-৪-এ ভারতকে হারিয়ে দিল ফ্রান্স। ফলে ২০১৬ সালের ডিফেন্ডিং চ্যꦆাম্পিয়ান ভারতের কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ কিছুটা কঠিন হয়ে গেল। যা পরিস্থিতি তাতে, ভারতকে গ্রুপের বাকি সবকটি ম্যাচেই এ বার জিততে হবে। অর্থাৎ প্রতিটি ম্যাচেই এখন তাদের সামনে মরণ-বাঁচন লড়াই।
ভুবনেশ্ব🗹রের কলিঙ্গ স্টেডিয়ামে বুধবার প্রথম থেকেই বেশ কিছুটা ছন্নছাড়া লেগেছে ভারতীয় দলকে। নিজেদেরকে গুছিয়ে অ্যাটাকে সমন্বয় আনতে তাদের ভালো রকম কসরত করতে হয়েছে। গোলরক্ষক প্রশান্ত চৌহান এ দিন অনবদ্য ফর্মে ছিলেন। ৪-৫ টি ভাল সেভ করেন তিনি। না হলে আরও বড় ব্যবধানে হারত ভারত।
ভারতের ফরোয়ার্ড উত্তম সিং এ দিন কিছুটা দলের হাল ধরার চেষ্টা করেছিলেন। ফ্রান্সের গোলরক্ষক গিলাউমে দে ভসিলেস দুরন্ত পারফরম্যান্স করেন। ভারতের ৭টি গোলমুখী আক্রমণকে তিনি দুরন্ত ভাবে প্রতিহত করেন। ফ্রান্সের অধিনায়ক তিমোথি ক্লেমেন্ট এ দিন হ্যাটট্রিক করেন। ১, ২৩ এবং ৩২ মিনিটে তিনি দলের হয়ে গোল করেন। অপর দু'টি গোল করেন বেঞ্জামিন মার্কি এবং করেন্টিন সেলিয়ে। ভারতের হয়ে সহ অধিনায়ক সঞ্জয় হ্যাটট্রিক করেন। ১৫, ৫৭ এবং ৫৮ মিন🌟িটে তিনি গোল করেন। ১০ মিনিটে ভারতের হয়ে ম্যাচের অন্য গোলটি করেছিলেন ফরোয়ার্ড উত্তম সিং। উল্লেখ্য ২০১৩ সালে জুনিয়র হকির রানার্স আপ দল ফ্রান্স। তাদের কাছেই প্রথম ম্যাচে ৪-৫ গোলে হারতে হল ভারতকে। ভারতের পরবর্তী ম্যাচ বৃহস্ প্রতিপক্ষ কানাডা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।