ভারত বনাম নিউজিল্য💫ান্ডের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ধোনির শহর রাঁচিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল। এখন তাদের লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজেও সফরকারী দলকে হারানো। টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করছেন হার্দিক পান্ডিয়া। র🌠াঁচিতে খেলা চলছে আর মাঠে মহেন্দ্র সিং ধোনি আসবেন না তাও কখনও হয়।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন𓆏্দ্র সিং ধোনি তাঁর স্ত্র𓂃ী সাক্ষী ধোনির সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। টিম ইন্ডিয়াকে উৎসাহিত করতেই মাহি মাঠে উপস্থিত হয়েছিলেন। ম্যাচ চলাকালীন ধোনিকে দর্শক আসনে বসে থাকতে দেখা যায়। টিভিতে সেই মুহূর্ত গুলো দেখা যায়। সেই সময়ে ধোনিকে হাত নেড়ে ভক্তদের ধন্যবাদ জানাতেও দেখা গেছে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। বিসিসিআইও ধোনির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। যেখানে মাহিকে হাত নাড়াতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন… ENG vs AUS U19 World Cu🦄p: লো স্কোরিং ম্যাচে অজিদের ৩ রানে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড, সামনে ভারত
সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর ন🅷িউজিল্যান্ড ছয় উইকেটে ১৭৬ রান করে। ড্যারিল মিচেল অপরাজিত ৫৯ রান এবং ডেভন কনওয়ে ৫২ রান করেন। টসের সময় ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, ‘এটি একটি মহান ট্র্যাক মত দেখাচ্ছে, প্রথমে বোলিং করার সিদ্ধান্তের পিছনের কারণ হল, মাঠ খুব ভিজে যাচ্ছে, আমি এই মুহূর্তে কিছুটা শিশির দেখতে পাচ্ছি। শুধু সেখানে গিয়ে ভালো ক্রিকেট খেলতে হবে।’ আপনাকে জানিয়ে রাখি যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে, এমএস ধোনিও টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে পৌঁছেছিলেন। তাঁকে দেখে ভারতীয় খেলোয়াড়দের মুখেও হাসি ফুটে উঠেছিল। ধোনি হয়তো অবসর নিয়েছেন কিন্তু তার জনপ্রিয়তা আগের মতোই রয়েছে। IPL 2023-এ আবারও ধোনিকে মাঠে খেলতে দেখতে পাবেন ভক্তরা।
আরও পড়ুন… Ind vs NZ U19 World Cup: আগে অনুশীলন পরে জন্মদিন সেলিব্রেশ🦂ন- ফাইনালে উঠে সাফ কথা শেফালির
তবে এদি🤡নের ম্যাচে মাঠে উপস্থিত হয়ে হার্দিকদের উৎসাহিত করলেন মহেন্দ্র সিং ধোনি। যেই কারণে মাহির সামনে দারুণ উইকেট কিপিং করতে দেখা গেল ইশান কিষাণকে। ১৮তম ওভারে দেখা গেল এই দৃশ্য। আর্শদীপ সিং যখন ড্যারিল মিচেলকে বল কর🌃েন, তখন ব্যাটসম্যান সেটিকে টেনে নিয়ে রান নেওয়ার চেষ্টা করেন, কিন্তু বলটি তার প্যাডে লেগে লেগ স্লিপের দিকে চলে যায়।
এখানে উইকেটের আড়াল থেকে ছুটে আসেন ইশান কিষাণ। ভারতের তরুণ উইকেটরক্ষক দ্রুত দৌড়ে এসে তাঁর গ্লাভস খুলে উইকেট দেখে রকেটের মতো থ্রো করেন। তখ🌺নও মাইকেল ব্রেসওয়েল ক্রিজে পৌঁছাননি। ইশানের এই রকেট থ্রো ধোনির সামনে🍸 ধোনির ফিল্ডিংয়ের কথা মনে করিয়ে দিল।
এই খবরটি আপনি পড়তে পারꦚেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।