নাগপুর টেস্টে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নামে। আর প্রথম ৩ ওভারের মধ্যেই ২ উইকেট ত✨ারা হারিয়ে বসে থাকে। ২.১ ওভারে অজিদের স্কোর ছিল ২/২। উসমান খোয়াজা এবং ডেভিড ওয়ার্নার সাজঘরে ফিরে গিয়েছিলেন। সেই সময়ে দলের হাল ধরেন স্টিভ স্মিথ এবং মার্নাস ল্যাবুশেন। তৃতীয় উইকেটে তারা ৮২ রান যোগ করেন। দুই ব্যাটারই ভারতের তিন তারকা স্পিনার- রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে দারুণ লড়াই চালাচ্ছিলেন। তিন জন স্পিনার মিলে ২২ ওভার বল করেও স্মিথ বা ল্যাবুশেনের উইকেট ফেলতে পারেননি।
আরও পড়ুন: ৩০ পেরিয়ে সূর্যোদয়, নজ🌳ির স্কাইয়ের, টেস্টে অভিষেকে অবশ্য বিতর্🀅ক থেকেই গেল
এর মাঝেই মার্নাস ল্যাবুশেন এবং রবি অশ্বিনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়েছে। এই ভিডিয়োওতে উভয় খেলোয়াড়কে একে অপরের সঙ্গে বাদানুবাদ করতে দেখা গিয়েছে। আসলে ম্যাচের ২৩তম ওভারে রবি অশ্বিনের একটি বলে খেলতে পারেননি মার্নাস ল্যাবুশেন। সেটা মিস করেন। সেই বলটি পিচে আঘাত করার সঙ্গে সঙ্গে কোমরের উচ্চতায় পৌঁছে যায়, যার পরে🅰 ব্যাটার কিছুটা অবাকই হয়। এর পর আঙুল গোল গোল করে ঘুরিয়ে ব্যাটসম্যানের দিকে ইশারা করে কিছু বলেন অশ্বিন। আসলে ভারতের তারকা স্পিনার ইশারায় ল্যাবুশেনকে সতর্ক করছিলেন। এর পর মার্নাস ল্যাবুশেনও ব্যাটিং এন্ড থেকে পাল্টা কিছু বলার সময়ে অঙ্গভঙ্গি করতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
প্রকৃতপক্ষে, নাগপুরের পিচ প্রথম ঘন্টাতেই টার্ন করতে শুরু 🔥করে। আর এতে খেলতে সমস্যা হচ্ছিল অজি বಌ্যাটারদের। এমন পরিস্থিতিতে অশ্বিন এবং ল্যাবুশেনের লড়াইটি বেশ উপভোগ্য হয়ে ওঠে। যদিও অশ্বিন কেন এমন আচরণ করলেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।
ভারতে প্রথম টেস্ট ম্যাচ খেলছেন মার্নাস ল্যাবুশেন। অস্ট্রেলিয়ায় তাঁর রেকর্ড দুর্দান্ত। সকলেই দেখার জন্য উন্মুখ ছিলেন,🌃 স্পিনের বিপক্ষে তিনি কী ভাবে খেলেন। তবে প্রথম ইনিংসে সকলকে মুগ্ধই করেছেন ল্যাবুশেন। তিনি ১২৩ বলে ৪৯ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। এতে ৮টি চার রয়েছে। পরে রবীন্দ্র জাদেজার টার্ন বলে স্টাম্পড হন ল্যাবুশেন। অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক ল্যাবুশেনই।
আরও পড়ুন: খোয়াজা আউট হতে চেয়ার থেকে লাফিয়ে উঠে উল্লাস দ্রাবিড়🐻ের,কোহলির ছোঁয়া লাগল!
এ দিকে চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করেই বল হাতে জ্বলে ওঠেন রবীন্দ্র জাদেজা। তিনি একাই পাঁচ উইকেট তুলে নেন।ꦕ অশ্বিন নেন ৩ উইকেট। যার সুবাদে বৃহস্পতিবার নাগপুর টেস্টের প্রথম দিনেই ১৭৭ রানে গুড়িয়ে যায় অস্ট্রেলিয়া। ল্য়াবুশেনের ৪৯ ছাড়া স্মি🍎থ করেছেন ৩৭। ৩৬ করেছেন অ্যালেক্স ক্যারি। পিটার হ্যান্ডসকম্ব করেছেন ৩১ রান। বাকিরা কেউ ৬ রানের গণ্ডি টপকায়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।