বিশ্ব টেস্ট চ্যাম্প🐼িয়নশিপের ফাইনালে ফের হার। এই টুর্নামেন্টে পরপর দুই সংস্করণের ফাইনালে উঠলেও শিরোপা জয় অধরাই থাকল টিম ইন্ডিয়ার। রবিবার পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ভারতের সাত উইকেট তুলে নিয়ে ২০৯ রানে বড় জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া।
অজিদের কাছে লজ্জাজনক ভাবে হারের পর সুনীল গাভাসকর ভারতীয় ব্যাটারদের তীব্র নিন্দা করছেন। স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলার সময়ে গাভাসকর বলেন, ‘ভারতীয় ব্যাটিংয়ে পুরো বিপর্যয় নেমে এসেছিল। ভারতের ব্যাটিং হাস্যকর ছিল। বিশেষ করে শট নেওয়ার ক্ষেত্রে। আমরা গতকাল পূজারার কাছ থেকে কিছু সাধারণ মানের শট দেখেছি। কোনও ক্রিকেটার এমনও শট খেলবে, এমন আশাও করা যায় না। হয়তো ওকে কেউ বারবার স্ট্রাইক রেটের কথা বলেছিল। ফলে ও সেই মতো খেলতে গিয়ে বাজে শট খেলেছে। এমন কী সাত উইকেট হাতে নিয়ে একটি সেশনও টিকতে পারল না ভারত।’
বিরাট কোহলির আউট হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে গাভাসকর বলেন, ‘এটি ছিল খুবই সাধারণ শট ছি। অফস্টাম্পের বাইরে। তার আগে পর্যন্ত বাইরের বল ছেড়ে দিচ্ছিল বিরাট। হয়তো ও সচেতন হয়ে পড়েছিল যে, হাফসেঞ্চুরি করতে আর এক রান দরকার। এমন ঘটে, যখন কেউ মাইলফলকের কাছাকাছি থাকে। টেস্টে ব্যাটিংয়ের সময় নিজের রানের কথা মাথায় রাখা উচিত নয়। বিরাট বাজে শট খেলেছে। জাদেজার ক্ষেত্রেও তাই হয়েছে। ও এমন একটি ডেলিভারি খেলেছে, যেটা ওর ৪৮ বছর 🅠বয়সে গিয়েও খেলা উচিত নয়। অজিঙ্কা রাহানে ৪৬ রানে ছিল। রাহানে তার আগে পর্যন্ত ভুল শট খেলেনি। হঠাৎ ওই শট খেলল কেন? কারণ ও ল্যান্ডমার্ক সম্পর্কে সচেতন ছিল।’
এখানেই না থেকে আর তীব্র ভাষায় কোহলি𝕴কে আক্রমণ করে গাভাসকর বলেছেন, ‘এটি একটি অত্যন্ত খারাপ শট ছিল। কোহলিকে জিজ্ঞেস করা উচিত, ও কোন শﷺট খেলেছে। একটা ম্যাচ জিততে হলে একটা লম্বা ইনিংস দরকার। সেটা নিয়ে এত কথা বলে ও। অথচ অফস্টাম্পের বাইরে, অত দূরের বল খেললে লম্বা ইনিংস হবে কী ভাবে?’
কিংবদন্তি ক্রিকেটার আরও বলেছেন, ‘আমি মনে করি, ব্যাটারদের যখন মাথায় ঘুরতে থাকে যে, তারা একটি ল্যান্ডমার্কের কাছাকাছি রয়েছে, তখনই তারা সেই ল্যান্ডমার্কে পৌঁছতে কিছু করার চেষ্টা করে। তাই আমরা দেখেছি যে, জাদেজা প্রথম ইনিংসে ৪৮ রানে বেশ ভালো ব্যাট করছিল। এবং তখনই ও রাম নিতে মরিয়া হয়ে স্লিপে ক্যাচ গিয়ে বসে। ও যদি যখন ৪৮ রানে না থাকত, তবে হয়তো ওই বলটি খেলতই না। হয়তো ছেড়ে দিত। এবং আমরা কওোহলিকেও অফ স্টাম্পের বাইরে বল মারতে দেখলাম। ও এত শৃঙ্খলা দেখাল, তার পর একটি ভুল শট খেলে আউট হয়ে বসল। ১ রান নিতে মরিয়া হয়ে ও ভুল বল বেছে নিয়ে✨ ভুল শট খেলে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।