শুভব্রত মুখার্জি: বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। ২২ গজের পরিস্থিতি যাই হোক না কেন অনায়াসে ব্যাটিং করতে দেখা যায় তাঁকে। পেস হোক বা স্পিন, অবলীলায় তিনি বাউন্ডারি হাঁকান। তা দܫেখে হতবাক বিশেষজ্ঞ থেকে সাধারণ সমর্ꦑথক সকলেই। ওয়ানডে এবং টি-২০-তে আন্তর্জাতিক মঞ্চে তাঁর অভিষেক হলেও, টেস্টে এতদিন সুযোগ পাননি তিনি। এ দিন নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছে তাঁর। ম্যাচ শুরুর আগে তাঁর হাতে টুপি তুলে দেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার তথা হেড কোচ রবি শাস্ত্রী। টুপি তুলে দিয়ে সূর্যের প্রতি তাঁর উপদেশ, ‘নিজের ক্রিকেট খেলার ধরনকে বদলে ফেলো না।’
যে কোনও ক্রিকেটারের জীবনেই টেস্ট𓂃 ক্যাপ অর্থাৎ জাতীয় দলের টুপি পাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। নাগপুরে সেই ঘটনাই ঘটল দুই ভারতীয় ক্রিকেটারের ক্যারিয়ারে। এ দিন একসঙ্গে অভিষেক হয় সূর্যকুমার যাদব এবং শ্রীকর ভরতের। নাগপুরে অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হল তাঁদের। এ দিন রবি শাস্ত্রী সূর্যের হাতে তাঁর টেস্ট ক্যাপ তুলে দেন।
এর পর রবি শাস্ত্রী বলেন, ‘তোমাকে অনেক শুভেচ্ছা জানাই সূর্য। এটা (টুপিটা) অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে পড়বে। এক🧔টা জিনিস সব সময়ে মনে রাখবে, যখন তুমি প্রতি বার তোমার দেশের হয়ে খেলতে নামবে, মনে রাখবে কারও দয়ায় বা সাহায্যে নয়, নিজের যোগ্যতায় এই জায়গাটায় পৌঁছেছো। তুমি যা করেছ, সেই কারণেই তুমি আজকে এই জায়গায় পৌঁছেছো। যে ভাবে গত কয়েক মাস পারফরম্যান্স করেছ, সেই কারণেই আজ এই জায়গায় আছো। সেই কারণে প্রতিটা মুহূর্ত উপভোগ কর। টেস্ট ক্রিকেট খেলছ শুধুমাত্র এই স্ট্যাম্পটার ꦉজন্য, তোমার যে খেলার ধরণ সেটা একেবারেই বদলাবে না। আর পাঁচটা ম্যাচের মতন এই ম্যাচকে ট্রিট কর। উপভোগ কর। লোককে আনন্দ দাও।’
আরও পড়ুন: ভরাডুবির ময়নাতদন্ত- জাদেজা🧜র বিরুদ্ধে ক𒐪োনও দল এত ঠুকঠুক আগে করেনি, বলছে পরিসংখ্যান
সূর্য এবং ভরতের অভিষেক নিয়ে নিজের মতামত প্রকাশের সময়ে দ্রাবিড়ের গলাতেও ধরা পড়ল আনন্দ। তিনি বলেন, ‘এটা সব সময়ে একটা স্পেশ্যাল দিন, যখন নতুন সদস্যরা আমাদের পরিবারের সদস্য হয়। সবার জন্য এটা একটা বিরাট বড় স্বপ্🎀ন। লক্ষ লক্ষ মানুষের এই স্বপ্নটা থাকে। সকলের এই স্বপ্নটা সফল হয় না। মাত্র কয়েকজনের এই সৌভাগ্য হয়। সৌভাগ্য হয়, ভারতের হয়ে টেস্ট খেলার। ভারতীয় টেস্ট ক্যাপ পড়ার।তোমরা সবাই খুব কঠোর পরিশ্রম করেছ বলেই আজকে এই সুযোগটা পেয়েছ। তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। নিজের মতো থাক। যে ভাবে এত দিন খেল💛ে এসেছ, সেই ভাবেই খেলাটা চালিয়ে যাও। তোমাদের টেস্ট ক্যারিয়ার খুব সফল হোক এটাই, এই শুভেচ্ছাই জানাব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।