নাগপুর, দিল্লি এবং ইন্দোরের পিচগুলি নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। এই তিনটি টেস্টে পিচই ছিল মুখ্য চরিত্র। তবে আমেদাবাদে টেস্ট শুরুর আগে অন্য বিতর্ক তৈরি হয়েছিল। কোন পিচে খেলা হবে, এটাই বুঝে ওঠা যাচ্ছিল না। কারণ ২টি পিচ তৈরি করা হয়েছিল। এই ন🍷িয়ে স্মিথ বুধবার সাংবাদিক সম্মেলনে কিছুট🔜া বিরক্তি প্রকাশ করেছিলেন। আর বৃহস্পতিবার এই নিয়ে সরব হলেন মার্ক ওয়া। পিচ কিউরেটরদেরও তিনি এক হাত নিয়েছেন।
সিরিজ নির্ধারক টেস্টের জন্য দু'টি পিচ প্রস্তুত করা হয়েছিল, দুই পিচেই সবুজের আভা ছিল। নাগপুর, দিল্লি এবং ইন্দোরের পিচের থেকে সম্পূর্ণ আলাদা ছিল আমদাবাদের পিচ। তবে কোন পিচে 🍌টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই সিদ্ধান্ত বুধবার সন্ধ্যে পর্যন্ত নির্ধারিত হয়নি। আর এতেই ক্ষুব্ধ হয়েছিলেন স্মিথ। মার্ক ওয়াও এই ধরনের কৌশল নিয়ে তাঁর বিরক্তি প্রকাশ করেন।
ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ যে পিচগুলিতে খেলা হয়েছে, তার মধ্যে আমদাবাদের পিচ এখনও পর্যন্ত ব্যাটিংয়ের জন্য ভালো বলে মনে হয়েছে। তবে স্মিথ🌠 সাংবাদিক সম্মেলনে বলেন, ‘যেটুকু দেখেছি তাতে এই পিচ কিছুটা আলাদা মনে হচ্ছে। প্রথম থেকে বা প্রথম দিন থেকে বল ঘুরবে না। কিন্তু খেলা যত এগোবে ততই বল ঘুরতে থাকবে। তবে এই পিচে বড় রান ওঠার সম্ভাবনা ভালোই রয়েছে।’
এ দিকে মার্ক 🍃ওয়া ফক্স ক্রিকেটে দাবি করেছেন, ‘এমনটা হওয়া ঠিক নয়। আমি বুঝতে পারছি না, কী ভাবে কেউ জানে না কোন পিচে খেলা হবে। অস্ট্রেলিয়ায় গ্রাউন্ডসম্যান এবং কিউরেটরদের কয়েক মাস আগেই বলা থাকে। তাই তাঁরা ক্যামেরা, সাইড-স্ক্রিন, দর্শক সবার কথা মাথায় রেখেই পিচ তৈরি করে। কিন্তু ভারতে ব্যাপারটা আলাদা।’
তি💜নি আরও যোগ করেছেন, ‘এটা অনেকটা কাউন্টি ক্রিকেটের মতো। কাউন্ꩵটি মাঠে সাধারণত তিনটি পিচ থাকে। প্রতিপক্ষ দল কারা হবে, তার উপর নির্ভর করে পিচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আমি জানি না এখানে কী চলছে। তবে আমি মনে করি, এই বিষয়ে কিছু করা প্রয়োজন।’
আরও পড়ুন: বড় ধাক্কা খেতে চলেছে MI, G সহ ৬ টিম🔯,IPL শুরুর পরে যোগ দেবেন প্রোটিয়া প্লে💟য়াররা
ভারত প্রথম দুটি টেস্ট জয়ের পর, তারা ইন্দোরে একটি র্যাঙ্ক টার্নার তৈরি করেছিল। যেটা টিম ইন্ডিয়ার কাছে বুমেরাং হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ন এবং ম্যাথিউ কুনম্যানে♊র দাপটে ভারতের ব্যাটাররা দুই ইনিংসেই ল্⛄যাজেগোবরে হয়ে ৯ উইকেটে ম্যাচটি হেরে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।