বৃহস্পতিবার থেকে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট। এ দিন টস জিতে প্যাট কামিন্স প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতে মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামির ধামাকা। দুই পেসার ৩ ওভারের মধ্যে দুই ওপেনারকে সাজঘরে ফেরান। বাকি কাজটা করেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। ২ জনে ꦛমিলে নেন মোটꦏ ৮ উইকেট।
পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন রবীন্দ্র জাদেজা। আর ২২ไ গজে ফিরেই তিনি আগুনে মেজাজে। একাই তুলে নিলেন পাঁচ উইকেট। তাঁর 🦋স্পিনের ঘূর্ণিতেই ১৭৭ রানে আটকে যায় অজিরা। জাদেজা তাঁর প্রত্যাবর্তন টেস্টে ২২ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। এ দিন জাড্ডু ৮৫.৬% ডট বল করেন। যা তাঁর ৫ উইকেটের নজিরের ক্ষেত্রে সর্বোচ্চ। এর আগে তিনি এক ইনিংসে ৫ উইকেট নিলেন এত বেশি ডট বল করেননি।
আরও পড়ুন: স্পিনিংဣ ফিঙ্গারে কী লাগাচ্ছেন- জাদেজার ছবি ভাইরাল হতেই হইহই করে উঠলেন ভন-পেইন
অস্ট্রেলিয়া তাদের শটের মোট ২৮.৮% জাদেজাকে আক্রমণ করার চেষ্টা করেছে। আর তাঁকে ডিফেন্ড করেছে ৬৭.৪%। তারা স্ট্রাইক-রোটেটিং শট চেষ্টাই করেছে ৩.৭%। এ দিনের প꧅রিসংখ্যান অনুযায়ী, অস্ট্রেলিয়ার তুলনায় টেস্ট ইনিংসে জাদেজার বিরুদ্ধে কোনও দলই শতকরা হারে এত কম স্ট্রাইক-রোটেটিং শট চেষ্ট♑া করেনি।
আরও পড়ুন: NCA-তে নিয়মিত ১০-১২ ঘণ্টা বল করেছি- প্রত্যাবর্🐻তনেই ৫ উইকেট, রহস্য ফাঁস জাড্ডুর
শেষ বার অস্ট্রেলিয়া যখন ভারতে টেস্ট সিরিজ খেলেছিল, সেই সময়ে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন ৩৪ বছরের এই অলরাউন্ডারই। এ বারও জাদেজা শুরুটা করলেন দুরন্ত ছন্দে। প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর জাড্ডু বলেছিলেন, ‘ꦇ৫ মাস পর খেলছি, তাও টেস্ট ক্রিকেট। এটা খুবই কঠিন। তবে আমি এর জন্য প্রস্তুত ছিলাম এবং আমি আমার ফিটনেসের পাশাপাশি এনসিএ-তে আমার দক্ষতা বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করেছি। 𝓀আমি অনেকদিন পর প্রথম-শ্রেণীর ক্রিকটও (রঞ্জি) খেলেছি এবং সেখানে প্রায় ৪২ ওভার বল করেছি। টেস্ট ম্যাচ খেলতে নামার আগে যা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস জুগিয়েছে।’
তিনি আরও যোগ করেছেন, ‘আমি যখন বেঙ্গালুরুর এনসিএ-তে ছিলাম, তখন আমি বোলিংয়ের জন্য কঠোর পরিশ্রম করেছিলাম। আমি প্রতিদিন ১০-১২ ঘণ্টা বোলিং করতাম এবং এটি আমাকে অনেক বেশি সাহায্য করেছে। আমি আমার ছন্দ ফিরে পাওয়ার জন্য খেটেছি। কারণ আমি জানতাম যে, আমাকে টেস্ট ম্যাচ খেলতে হবে এবং আমাকে লম্বা স্পেলে বল করতে হꦫবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।