একই উইকেটে যেখানে অস্ট্রেলিয়ার ব্যাটিং-অর্ডার তাসের ঘরের মতোই ভেঙে পড়েছিল, সেই উইকেটেই স্বচ্ছন্দ্যে ব্যাটি🧸ং করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বৃহস্পতিবার নাগপুরে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ৫৬ রানে অপরাজিত রয়েছেন রোহিত।
প্রথম ইনিংসে অস্ট্রেলি🐠য়ার ১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে, রোহিত প্রথম ওভারে প্যাট কামিন্সের বলে তিনটি চার মেরে শুরু করেন। এবং অধিনায়োকোচিত 🔯মানসিকতা দেখিয়ে ভারতীয় ইনিংসকে আপতত নেতৃত্ব দিচ্ছেন তিনি।
আরও পড়ুন: ভরাডুবির ময়নাতদন্ত- জাদেজার বিরুদ্ধে কোনও দল এত ঠুকঠুক♕ আগে করেনি,বলছে পরিসংখ্যান
রোহিতের অপরাজিত নকের হাত ধরে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে (ন্যূনতম ৩০ ইনিংস) তাঁর গড় এখন ৭৪.৭। এ 🐠দিনের ইনিংসই এই সাফল্য পেতে রোহিতকে সাহাযꩲ্য করেছে। এর ফলে তিনি কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের পরে জায়গা করে নিয়েছেন। ঘরের মাঠে ব্র্যাডম্যানের গড় ছিল ৯৮.২। সেখানে মার্নাস ল্যাবুশেন ন্যূনতম ৩০ ইনিংসের যোগ্যতার ক্ষেত্রে ৭০.৫ গড়ে রান করেছেন।
টেস্ট ওপেনার হিসেবে রোহিতের একটি অসামান্য রেকর্ডও রয়েছে। তিনি ২০২১ সাল থেকে ২৫টি টেস্ট ইনিংসে ৪৬.৬৮ গড়ে ১০২৭ রান করেছেন। রোহিতের ৫৬ রানের হাত ধরে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৭৭ রানꦫ।
আরও পড়ুন: স্পিনিং ফিঙ্গারে কী ল꧂াগাচ্ছেন- জাদেজার ছবি ভাইরাল হতেই হইহই করে উঠলেন ℱভন-পেইন
এ দিকে চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করেই বল হাতে জ্বলে ওঠেন রবীন্দ্র জাদেজা। তিনি একাই পাঁচ উইকেট তুলে নেন। অশ্বিন নেন ৩ উইকেট। যার সুবাদে বৃহস্পতিবার নাগপুর টেস্টের প্রথম দিনেই ১৭৭ রানে গুড়িয়ে যায় অস্ট্রেলিয়া। ল্য়াবুশেন করেছেন ৪৯ রান। এটাই অজি ব্যাটারদের করা সর্বোচ্চ। এ ছাড়া স্মিথ করেছেন ৩৭। ৩৬ করেছেন অ্যালেক্স ক্যারি। পিটার হ্যান্ডসকম্ব𓄧 করেছেন ৩১ রান। বাকিরা কেউ ৬ রানের গণ্ডি টপকায়নি।
জবাবে ভারত প্রথম দিনের শেষে করেছে ১ উইক𒆙েটে ৭৭ রান। অধিনায়ক রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন ক্রিজে রয়েছেন। অশ্বিন এখনও রানের খাতা খোলেননি। টড মার্ফির বলে ২০ করে ক্যাচ আউট হয়েছেন কেএল রাহুল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।