শুভব্রত মুখার্জি: ক্রিকেট মাঠে নিঃসন্দেহে একে অপরের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী। বর্তমান সময়ের অন্যতম সেরা দুই🐼 ব্যাটার স্টিভ স্মিথ এবং বিরাট কোহলি। ক্রিকেটের ২২ গজে লড়াইয়ে একেবারে সেয়ানে সেয়ানে হলেও, তাঁদের মধ্যে হৃদ্যতার বিষয়টি সকলের জানা। সেই হৃদ্যতার বিষয়টি ফের একবার ধরা পড়ল ক্যামেরাতে। নাগপুরে প্রথম টেস্ট চলাকালীন দুই ক্রিকেটারের একে অপরের প্রতি ভালোবাসা,শ্রদ্ধার যে সম্পর্ক তা চোখ এড়ায়নি কারও। অক্ষর প্যাটেলের একটি মেডেন ওভার খেলার পরে দিক পরিবর্তন করছিলেন স্টিভ স্মিথ। এই সময়েই তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরেন বিরাট কোহলি।
আরও পড়ুন: স্পিনিং ফিঙ্গারে কী লাগাচ্ছেন- জাদেজ꧂ার𒊎 ছবি ভাইরাল হতেই হইহই করে উঠলেন ভন-পেইন
তবে শুধুমাত্র স্টিভ স্মিথ, বিরাট কোহলিই নন, ম্যাচ চলাকালীন রবিচন্দ্রন অশ্বিন-রোহিত শর্মার সঙ্গেও স্টিভ স্মিথ এবং মার্নাস ল্যাবুশানকে খোশমেজাজে গল্প করতে দেখা গিয়েছে। ঘটনার সূত্রপাত হয় ম্যাচে রবীন্দ্র জাদেজার ওভারে। যেখানে জাদেজার একটি বল ল্যাবুশানের ব্যাটের পাশ থেকে স্পিন করে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে ত𝓡িনি স্লিপে দাঁড়ানো কোহলির দিকে তাকান। কোহলি তাঁকে ইঙ্গিতে বুঝিয়ে দেন এই বলটা না খেলে ছেড়ে দিলেই ভালো হত। এর পর বিভিন্ন সময়ে ভালো বল করার জন্য অক্ষর প্যাটেল এবং র♛বীন্দ্র জাদেজাকে থ্যাম্বস আপ দিতে দেখা যায়।
আরও পড়ু𝔍ন: ভরাডুবির ময়নাতদন্꧑ত- জাদেজার বিরুদ্ধে কোনও দল এত ঠুকঠুক আগে করেনি, বলছে পরিসংখ্যান
ম্যাচের ১৪ তম ওভারে ঘটে সব থেকে আলোচিত ঘটনা। ওভার শেষ হওয়ার পরেই🐎 দিক পরিবর্তন করছিলেন ক্রিকেটাররা। তখন ঘটে ঘটনাটি। সেই সময় কোহলি দাঁড়িয়ে ছিলেন প্রথম স্লিপে। স্মিথকে জড়িয়ে ধরেন তিনি। দু'জনের মধ্যে খোশমেজাজে গল্পও হয়। দু'জনকেই হাসতে দেখা যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।