শুক্রবার ভারতীয় ইনিংসের শেষের দিকে হতাশার মাঝেও একটি মজাদার ঘটনা ঘটে। যখন অস্ট্রেলিয়ান দল ভেবে নিয়েছিল যে, তারা ভারতকে অলআউট করে দিয়েছে, তখনই ঘটে টুইস্ট। শেষ উইকেট হিসেবে মহম্মদ সিরাজকে আউট করে মাঠ ছেড়ে বের হয়ে যাচ্ছিল পুরো অস্ট্রেলিয়া টিম। কিন্তু তাদের আবার 🌜ফেরৎ আসতে হয় মাঠে।
ঘটনাটি ঘটে ৬৮তম ওভারে। যখন মাঠের আম্পায়ার সিরাজকে লেগ-বিফোর উইকেট দেনꦫ। ভারত অলআউট হয়েছে ধরে নিয়ে অস্ট্রেলিয়ানরা ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগায়। সেই সময়ে সিরাজ দ্রুত রিভিউ নেন। আর সেই রিভিউ যায় সিরাজের পক্ষে।
আরও পড়ুন: ওভালে হাফসেঞ্চুরি করে ব্র্যাডম্যান, বর্ডারের রেকর্ড স্পর্শ করলেন শার্দু🐓ল
যাইহোক, রিপ্লে-তে দেখা যায়, সিরাজের প্যাডে বল লেগে যাওয়ার আগে ব্যাটের ভিতরের প্রান্তে স্পর্শ করেছিল। যে কারণে তৃতীয় আম্পায়ার সিরাজকে নট-আউট ঘোষণা করেন। আর অজি টিমকে ফের মাঠে ফিরতে হয়। তখন ভারতের রান ছিল ২৯৪। এর পর অবশ্য ভারত মাত্র ২ রান যোগ করে। মিচেল স্টার্কের ওভারে মহম্মদ শামি ১১ বলে ১৩ করে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দেন। ২৯৬ রানে অলআউট হয়ে যায় ভারত। সিরাজ শেষ পর্যন্ত নটআউটই থাকেন। তবে কোনও রান তিনি যোগ করতে পারেননি। ৩ বল খেললেও রানে🌜র খাতা খোলেননি।
ভারতের হয়ে, কামব্যাক ম্যা💙ন অজিঙ্কা রাহানে ১২৯ বলে একটি ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলেন। আর শার্দুল ঠাকুর ১০৯ বলে গুরুত্বপূর্ণ ৫১ রান করেন। এ ছাড়া দ্বিতীয় দিনে রবীন্দ্র জাদেজা ৫১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। ভারতের বাকি ব্যাটারদের অবস্থা অবশ্য তথৈবচ।
আরও পড়ুন: প্রথমে রাহানে 🐻তারপর💃 শার্দুল 'আউট' নো-বলে, দু'বারই জীবনদানের নেপথ্যে কামিন্স
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়෴ার প্রথম ইনিংসে করা ৪৬৯ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে ১৭৩ রানে পিছিয়ে পড়ে। ভারতের টপ-অর্ডারে খেলা রোহিত শর্মা (১৫), শুভমন গিল (১৩), চেতেশ্বর পূজারা (১৪), বিরাট কোহলিরা (১৪) চূড়ান্ত ফ্লপ। জাদেজার পর ভারতকে অক্সিজেন দেন রাহানে আর শার্দুল। রাহানে-শার্দুল জুটি সপ্তম উইকেটে ১০💧৯ রান যোগ করে। যা ভারতকে ফলোয়ান বাঁচাতে সাহায্য করে। তবে তাঁদের লড়াইয়ে ফসোয়ান বাঁচলেও, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৭৩ রানের বিশাল লিড পায়। টিম ইন্ডিয়ার জন্য যেটা চাপের হয়ে গেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।