ঘরোয়া ক্রিকেট তথা আইপিএলের পারফর্ম্যান্স দিয়ে জাতীয় দলে ফিরেছেন বটে, তবে অনেকে༺রই ধারণা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাহানে ব্যর্থ হলে পুনরায় বাদ পড়তে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রান না পেলে রাহানের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে গড়াবে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনও মন্তব্য করেননি রাহুল দ্রাবিড়। তবে টিম ইন্ডিয়ার হেড কোচ এটা স্পষ্ট করে দিয়েছেন যে, মাত্র ১টি ম্যাচের জন্য দ🤪লে নেওয়া হয়নি অভিজ্ঞ তারকাকে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে রাহানে সম্পর্কে দ্রাবিড় বলেন, ‘প্রথমত, ওকে (রাহানেকে) দলে পাওয়া ভালো দিক। কিছু চোট-আঘাতের সমস্যা ছিল, সম্ভবত সেই কারণেই ও স্কোয়াডে কামব্যাকের সুযোগ পেয়ে যায়। ওর মানের কোনও ক্রিকেটারের দলে থাকা দারুণ বিষয়। ও নিজের সঙ্গে বিস্তর অভিজ্ঞতা নিয়ে এসেছে। বিদেশে এমন কি ইংল্যান্ডেও ওর পারফর্ম্যান্স পরীক্ষিত। আমাদের হয়ে দুর্দান্ত সব ইনিংস খেলেছে ও। স্লিপে দাঁড়িয়ে অ🦋সাধারণ সব ক্যাচ ধরেছে। দলকে আলাদা গাম্ভীর্য প্রদান করেছে ও, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া ও দলকে নেতৃত্ব দিয়ে উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছে। সুতরাং, দলের সঙ্গে ওর মতো ক্রিকেটার থাকা অত্যন্ত ইতিবাচক দিক।’
পরক্ষণেই দ্রাবিড় বলেন, ‘ওর মতো ক্রিকেটারকে কখনই বলা যায় নে যে, এই একটা ম্যাচেই তোমার সুযোগ। কখনও কখনও ব⛄াদ পড়ার পরে ক্রিকেটাররা কামব্যাক করে এবং কামব্যাকের পরে যতদিন ভালো খেলে দলে থেকে যায়। কোথাও এমনটা খোদাই করা নেই যে, একটা ম্যাচেই খেলতে নেওয়া হবে। যদি ও ভালো খেলে এবং নিজের দক্ষতার পরিচয় দেয়, তাহলে কে বলতে পারে ভবিষ্যতে🅷 কী রয়েছে। অনেক সময় চোট থেকে কামব্যাক করার পরেও বলা যায় না কী হতে পারে।’
উল্লেখ্য, গত দক্ষিণ আফ্রিকা সফরের পরে জাতীয় দল থেকে বাদ পড়েন অজিঙ্কা রাহানে। একই সঙ্গে জা🐈তীয় দলের বাইরে চলে যান চেতেশ্বর পূজারা𝄹ও। তবে কাউন্টি ক্রিকেটের পারফর্ম্যান্স দিয়ে চেতেশ্বর দলে ফেরেন কিছুদিন পরেই। রাহানেকে অপেক্ষা করতে হয় মাঠের বাইরে। শেষমেশ গত ঘরোয়া মরশুম এবং সেই সঙ্গে আইপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় দলে কামব্যাক করেন রাহানে। চোট পাওয়া শ্রেয়স আইয়ারের জায়গায় অভিজ্ঞ রাহানের উপরে আস্থা রাখেন জাতীয় নির্বাচকরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।