কার্যত অর্ধেক পথ পেরিয়েই ভারতের কাছে আত্মসমর্পণ নিগার সুলতানাদের।
চলতি মহিলা বিশ্বকাপের শেষ পর্যায়ে ম্যাচ হারার বিলাসিতা করার সুযোগ নেই ভারতের সামনে। টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে ভারত। জিতেছে ২টি ম্যাচ। এই অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচটি মিতালি রাজদের সামনে মহা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে হেরে বসলে থমকে যেতে পারে ভারতের বিশ্বকাপ অভিযান। যদিও ব্যাট হাতে ভারতের লড়াই তেমন জোরদার হয়নি। ভাল💟ো শুরু করেও মিতালিদের আটকে যেতে হয়েছে দু'শো টপকেই। খাতায়-কলমে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনেও। এখন দেখার যে, ভারতকে টপকে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াই আরও জমিয়ে দিতে পারে কিনা বাংলাদেশ।
ভারতের হয়ে ৩ নম্বরে🐠 ব্যাট করতে নেমে ২টি বাউন্ডারির সাহায্যে ৮০ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলে ম্যাচের স💝েরা ক্রিকেটারের পুরস্কার জেতেন যস্তিকা ভাটিয়া।
22 Mar 2022, 01:10 PM IST
বড় জয় ভারতের
৪০.৩ ওভারে ঋতু মনিকে বোল্ড করে বাংলাদেশের ইনিংসে দাঁড়ি টেনে দেন ঝুলন গোস্বামী। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন ঋতু। ভারতের ২২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ অল-আউট হয়ে যায় ১১৯ রানে। ১১০ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারত। ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১১ রান করꦗে অপরাজিত থাকেন জাহানারা। ঝুলন ৭.৩ ওভারে ১টি মেডেন-সহ ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। রাজেশ্বরী ১০ ওভারে ৪টি মেডেন-সহ মাত্র ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। ২৬ রানে ২টি উইকেট নিয়েছেন পূজা বস্ত্রকার। স্নেহ রানা ১০ ওভারে ২টি মেডেন-সহ ৩০ রানের বিনিময়ে নিয়েছেন ৪টি উইকেট। ২৫ রানে ১টি উইকেট দখল করেন পুনম যাদব।
22 Mar 2022, 12:53 PM IST
রানার চতুর্থ শিকার নাহিদা
৩৬.৫ ওভারে স্নেহ রানার বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দেন নাহিদা আখতার। ৯ 🐻বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। বাংলাদেশ ১০৪ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটার জাহানারা আলম।
22 Mar 2022, 12:49 PM IST
ফহিমা আউট
৩৪.২ ওভারে স্নেহ রানার বলে এলবিডব্লিউ হলেন ফহিমা খাতুন। ৫ বলে ১ রান করে সাজঘরে ফেরেন ফহিমা। বাংলাদেশ ১০ꦛ০ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার নাহিদা আখতার।
22 Mar 2022, 12:48 PM IST
১০০ পূর্ণ করল বাংলাদেশ
৩৪তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করল বাংলা🍸দেশ। ঋতু মনি ১৯ বলে ১০ রান করে ব্যাট করছেন।
22 Mar 2022, 12:48 PM IST
লতা আউট
৩২.৫ ওভ♕ারে পূজা বস্ত্রকারের বলে হরমনপ্রীত কউরের হাতে ধরা পড়েন লতা 💯মণ্ডল। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন লতা। বাংলাদেশ ৯৮ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ফহিমা খাতুন।
২৭.২ ওভারে ঝুলন🌠 গোস্বামীর বলে রিচার দস্তানায় ধরা পড়েন সালমা খাতুন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ৩২ রান করে সাজঘরে ফের𝓀েন সালমা। বাংলাদেশ ৭৫ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ঋতু মনি। ঝুলন ৬ ওভারে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিলেন।
22 Mar 2022, 12:02 PM IST
২৫ ওভারে বাংলাদেশ ৬৯/৫
২৫ ওভার শেষে বাংলাদেশ ৫ উইকেটের বিনিময়ে ৬৯ রান সংগ্রহ করে🤡ছে। জয়ের জন্য শেষ ২৫ ওভারে তাদের দরকার ১৬১ রান। ২৪ বলে ২৭ রান করেছেন সালমা খাতুন। ২৫ বলে ১১ রান করেছেন লতꦯা মণ্ডল। ৩টি বাউন্ডারি মেরেছেন সালমা।
22 Mar 2022, 11:38 AM IST
১৯ ওভারে বাংলাদেশ ৫০/৫
১৯ ওভার শেষে ꦺবাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫০ রান। ৭ বলে ১♒৩ রান করেছেন সালমা খাতুন। তিনি ২টি বাউন্ডারি মেরেছেন। ৭ বলে ৬ রান করেছেন লতা মণ্ডল।
22 Mar 2022, 11:32 AM IST
রুমনা আউট
১৭.২ ওভারে স্নের রানার বলে যস্তিকা ভাটিয়ার হাতে দরা পড়েন রুমনা আহমেদ। ৮ বলে ২ রান করে মাঠ ছাড়েন তিনি🦄। বাংলাদেশ ৩৫ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার সালমা খাতুন।
22 Mar 2022, 11:28 AM IST
মুর্শিদা আউট
১টি চার ও ১টি ছক্কার ﷽সাহায্যে ৫৪ বলে ১৯ রান করে সাজঘরে ফিরলেন মুর্শিদা। ১৬.৩ ওভারে পুনম যাদবের বলে হরমনপ্রীত কউরের হাতে ধরা পড়েন তিনি। বাংলাদেশ ৩১ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার লতা মণ্ডল। ১৭ ওভারে বাংলাদেশের স্কোর ৩৫/৪
১৩.৫ ওভারে স্নেহ রানার বলে হরমনপ্রীত কউরের হাতে ধরা পড়েন নিগার সুলতানা। ১১ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন নিগার। বাংলাদেশ দলগত ২৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যা♛টার রুমনা আহমেদ। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩০/৩। মুর্শিদা ৪৫ বলে ১৮ রান করেছেন।
22 Mar 2022, 10:59 AM IST
১০ ওভারে বাংলাদেশ ১৯/২
১০ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে ১৯ রান তুলে🐽ছে🥃। ওভার প্রতি গড়ে ২ রানও সংগ্রহ করতে পারেনি তারা। ৩১ বলে ১২ রান করেছেন মুর্শিদা খাতুন।
22 Mar 2022, 10:55 AM IST
ফরজানাকে ফেরালেন পূজা
৮⛄.৫ ওভারে ফরজানা হককে এলবিডব্ল🌜িউ-র ফাঁদে জড়ালেন পূজা বস্ত্রকার। বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন পূজা। ১১ বল খেলেও খাতা খুলতে পারেননি ফরজানা। বাংলাদেশ ১৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার নিগার সুলতানা।
22 Mar 2022, 10:37 AM IST
শর্মিন আউট
৫.১ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে স্নেব রানার হাতে ধরা পড়েন শর্মিন আখতার। ১৭ꦦ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশের ওপেনার। বাংলাদেশ ১২ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ফরজানা হক। ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১২/১।
22 Mar 2022, 10:36 AM IST
৫ ওভারে বাংলাদেশ ১২/০
ঝুলন গোস্বামীকে ছক্কা হাঁকিয়ে খাতা খোলেন মুর্শিদা খাতুন। বাংলাদেশ ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২ রান তুলেছে। মুর্শিদা ৬ 🌞ও শর্মিন ৫ রানে ব্যাট করছেন।
22 Mar 2022, 10:19 AM IST
বাংলাদেশের রান তাড়া করা শুরু
বাংলাদেশের হয়ে ইনিংসের ওপেন করতে নামেন মুর্শিদা খাতুন ও শর্মিন আখতার। ভারতের হয়ে বোলিং শুরু করেন ঝুলন গোস🎐্বামী। প্রথ🙈ম ওভারে কোনও রান ওঠেনি।
22 Mar 2022, 09:49 AM IST
ভারত ৫০ ওভারে ২২৯/৭
ভালো শুরু করেও বড় রানের ইনিংস গড়া হল না ভারতের। নির্ধারিত ৫০ ওভারে ꦰমিতালদের সংগ্রহ ৭ উইকেটে ২২৯। সুতরাং জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৩০ রান। পূজা বস্ত্রকার ২টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। ১ বলে ২ রান করে নট-আউট থাকেন ঝুলন।
22 Mar 2022, 09:45 AM IST
স্নেহ রানা আউট
৪৯.৩ ওভারে জাহানারার বলে ঋতু মনির হাতে ধরা পড়েন স্নেহ রানা। ২টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় তারকা। ভারত ২২৪ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব💯্যাটার ঝুলন গোস্বামী।
22 Mar 2022, 09:34 AM IST
৪৭ ওভারে ভারত ২০০/৬
🃏ভারত ২৫ ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়েছিল। তারা ২০০ রান পূর্ণ করে ৪৭ ওভারে। পূজা বস্ত্রকার ১৯ রানে ব্যাট করছেন। ১১ রানে অপরাজিত রয়েছেন স্নেহ রানা।
22 Mar 2022, 09:26 AM IST
৪৫ ওভারে ভারত ১৮৪/৬
৪৫ ওভার শেষে ভারত ৬ উইকেটের বিনিময়ে ১৮৪ রান সংগ্রহ করেছে। ২১ বলে ১০ রাꩲন করেছেন পূজা বস্ত্রকার। ৪ রানে ব্যাট ♕করছেন স্নেহ রানা।
22 Mar 2022, 09:18 AM IST
আউট যস্তিকা
ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছনোর ঠিক পরের বলেই আউট হলেন যস্তিকা ভাটিয়া।ℱ ৪৩.১ ওভারে ঋতু মনির বলে নাহিদা আখতারের হাতে ধরা পড়েন ভাটিয়া। ২টি বাউন্ডারির 🧸সাহায্যে ৮০ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত ১৭৬ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার স্নেহ রানা।
22 Mar 2022, 09:17 AM IST
যস্তিকার হাফ-সেঞ্চুরি
২টি বাউন্ডারির সাহায্ܫযে ৭৯ বলে ব্যক্তিগত হাফ-সে📖ঞ্চুরি পূর্ণ করেন যস্তিকা ভাটিয়া। ৪৩ ওভারে ভারতের স্কোর ১৭৬/৫। ভাটিয়া ৫০ ও পূজা ৮ রানে ব্যাট করছেন।
22 Mar 2022, 09:03 AM IST
রিচা আউট
৩৮.৫ ওভারে নাহিদা আখতারের বলে নিগার সুলতানার দস্তানায় ধরা পড়েন রিচা ঘোষ। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন বাংলার উইকেটকিপার-ব্যাটার। ভারত ১৬২ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার পূজা বস্ত্রকার। ৪০ ওভার শেষে ভারতের স♑্কোর ১🉐৬৫/৫। যস্তিকা ৪৪ রানে ব্যাট করছেন।
22 Mar 2022, 08:48 AM IST
১৫০ টপকাল ভারত
৩৬ ওভার শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছে। রিচা ঘোষ ২৫ রানে ব্যাট করছেন। যস্তিকা ভাটিয়া ৪০ রানে অপরাজিত রয়েছেন।  🧸;
22 Mar 2022, 08:44 AM IST
৩৫ ওভারে ভারত ১৪৭/৪
ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৪৭ রান। রিচা ঘোষ ২৪ বলে ১৯ রান করেছেন। তিনি ২টি বাউন্ডারি মেরেছেন। ৫৯ বলে ৩৭ রান করেছেন যস্তি🍬কা ভাটিয়া। তিনিও ২টি চার মেরেছেন।
22 Mar 2022, 08:21 AM IST
৩০ ওভারে ভারত ১২১/৪
৩০ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ১২১ রান তুলেছে। রিচা ঘোষ ২টি বাউন্ডারির♏ সাহায্যে ৮ বলে ꦿ৯ রান করেছেন। ৪৫ বলে ২২ রান করেছেন যস্তিকা ভাটিয়া।
22 Mar 2022, 08:14 AM IST
রান-আউট হরমনপ্রীত
২৭.২ ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফিরলেন হরমনপ্রীত কউর। ১টি বাউন্ডারির সাহཧায্যে ৩৩ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন ভারতের বাইস ক্যাপ্টেন। ভারত ১০৮ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার রিচা ঘোষ। ২৮ ওভারে ভারতের স্কোর ১১১/৪✅।
22 Mar 2022, 08:05 AM IST
২৫ ওভারে ভারত ১০০/৩
ভারত ১০ ওভারে বিনা উইকেটে ৫২ রান সংগ্রহ করেছিল। ২৫ ওভার শেষে তাদের সংগ্রহে রয়েছে ৩ উইকেটে ১০০ রান। সুতরাং শেষ ১৫ ওভারে ৪৮ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে ভারত। যস🎀্তিকা ভাটিয়া ৩৩ বলে ১৭ রান করেছেন। হরমনপ্রীত নট-আউট রয়েছেন ২৩ বলে ৯ রান করে।
22 Mar 2022, 07:48 AM IST
২০ ওভারে ভারত ৮০/৩
১৫ ওভারে ভারতের স্কোর ছিল ৭৪/১। ২০ ওভার ♛শেষে তারা ৩ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করেছে। সুতরাং, শেষ ৫ ওভারে ভারত মাত্র ৬ রান তুলেছে। পরপর উইকেট হারিয়ে থমকে গিয়েছে ভারতের রান তোলার গতি।
22 Mar 2022, 07:34 AM IST
মিতালি রাজ আউট
ক্রিজে এসে প্রথম বলেই আউট হয়ে বসলেন মিতালি রাজ। ১৫.৪ ওভারে ঋতু মনির বলে ফহিমা খাতুনের হাতে ধরা পড়েন ভারতের ক্যাপ্টেন। ভারত ৫ বলে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। আপাতত ভারতের স্কোর ৭৪ রানে ৩ উইকেট। ৭৪ রানের মাথাতেই তিন উইকেট তুলে নিয়ে টিম হ্যাটট্রিক করে বা🅷ংলাদেশ। ১ বল𒆙 খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন মিতালি। ক্রিজে নতুন ব্যাটার হরমনপ্রীত কউরপ।
22 Mar 2022, 07:30 AM IST
শেফালি আউট
১৫.৩ ওভারে ঋতু মনির বলে শেফালিকে স্টাম্প আউট করেন নিগার সুলতানা। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে🦂 ৪২ রান করে মাঠ ছাড়েন শেফালি। ভারত ৭৪ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার মিতালি রাজ।
22 Mar 2022, 07:25 AM IST
স্মৃতি মন্ধনা আউট
১৪.৬ ওভারে প্রথম ধাক্কা লাগে ভারতীয় শিবিরে। নাহিদা আখতারের বলে ফরজানা হকের হাতে ধরা পড়েন স্মৃতি মন্ধনা। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন মন্ধনা। ভারত দলগত ৭৪ রানে ১ উইকেট হা꧙রায়। ক্রিজে নতুন ব্যাটার যস্তিকা ভাটিয়া। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৪২ রান করেছেন শেফালি।
22 Mar 2022, 07:09 AM IST
৫০ পূর্ণ করল ভারত
ব্যাট হাতে ঝড় তুললেন শেফালি বর্মা। ইনিংসের নবম ওভারে তিনি নাহিদাকে ১টি ছক্কা ও ১টি চার মারেন। দশম ওভারে জাহানারার বলে ৩টি বাউন্ডারি মারেন শেফালি। ভারত ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫২ রান তুলেছে। মন্ধনা ৩৮ বলে ২২ রান করেছেন। শেফালি ২২ 🔯বলে ২৮ রান করেছেন। ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন শেফালি। মন্🌊ধনা মেরেছেন ৩টি চার।
৫ ওভার শেষে ভারত বিনা উইকেটে ১৬ ℱরান সংগ্রহ করেছে। ২৫ বলে ১৪ রান করেছেন স্মৃতি মন্ধღনা। তিনি ২টি বাউন্ডারি মেরেছেন। ৫ বলে ২ রান করেছেন শেফালি বর্মা।
22 Mar 2022, 06:38 AM IST
জোড়া বাউন্ডারি মন্ধনার
দ্বিতীয় ওভারে জাহানারার প্রথম﷽ বলে ১ রান ন🌄েন শেফালি। শেষ ২টি বলে জোড়া বাউন্ডারি মারেন মন্ধনা। ভারত ২ ওভার শেষে বিনা উইকেটে ১১ রান তুলেছে। মন্ধনা ১০ রানে ব্যাট করছেন।
22 Mar 2022, 06:32 AM IST
ম্যাচ শুরু
ভারতের হয়ে যথারীতি ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মা। বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেন সালমা খাতুন। প্রথম ওভারে ২ রান ওঠে। কোনও উইকেট হারায়♔নি ভারত। ২ রান করেছেন মন্ধনা।
মন্দ বোলিং না করলেও কম্বিনেশনের স্বার্থে বাংলাদেশ ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেন না পেসার মেঘনা সিং। টুর্নামেন্টের ৫ ম্যাচে ৭টি উইকেট নেওয়া মেঘনাকে বসিয়ে ভার𒐪ত মাঠে নামায় অভিজ্ঞ স্পিনার পুনম যাদবক꧂ে।
22 Mar 2022, 06:14 AM IST
টস জিতল ভারত
বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে মিতালি রাজ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, হ্যামিল্টনের সেডন পার্কে রান তা🥀ড়া করবে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা বাংলাদেশ।