ভুল করলেন বিরাট কোহলি। যদিও🤡 ঋষভ পন্তের বিচক্ষণতার জন্য বিরাটের ভুলের কোনও মাশুল দিতে হয়নি ভারতীয় দলকে। আসলে চট্♏টগ্রাম টেস্টের চতুর্থ দিনে স্লিপে ফিল্ডিং করার সময় সহজ ক্যাচ ছাড়েন বিরাট। তবে দুর্দান্ত ক্ষিপ্রতায় শরীর ছুঁড়ে তাঁর হাত থেকে ছিটকে যাওয়া বল দস্তানাবন্দি করেন পন্ত। ফলে উমেশ যাদবকে উইকেট পাওয়া থেকে বঞ্চিত হতে হয়নি শেষমেশ।
শেষ ইনিংসে বাংলাদেশের দুই ওপেনার জমাট ব্য়াটিং করছিলেন। চতুর্থ দিনের প্রথম সেশন অবিচ্ছদ্য থেকে কাটিয়ে দেন দু'জনে। লাঞ্চের পরে শেষমেশ ভুল করে বসেন নাজমুল। ৪৬.১ ওভারে উমেশ ♓যাদবের অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের কানা লাগিয়ে বসেন শান্ত।
বল উড়ে যায় স্লিপে দাঁড়ানো বিরাট কোহলির দিকে। তবে কোহলি বল ধরতে পারেননি। তাঁর হাত থেকে ছিটকে যায় বল। সতর্ক ছিলেন উইকেটকিপার পন্ত। তি🌄নি বিরাটের হাত থেকে ছিটকে যাওয়া বল মাটিতে পড়ার আগেই দস্তানাবন্দি করেন। ফলে ব্যক্তিগত ৬৭ রানে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় নাজমুলকে।
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্টের চতুর্থ দিন☂ের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক🍌্লিক করুন
ন🅰াজমুল ফিরতে ভারত শেষ ইনিংসে প্রথম সাফল্যের মুখ দেখে। বাংলাদেশ দলগত ১২৪ রানের মাথায় ১ উইকেট হারায়। ওপেনিং জুটি ভাঙার পরেই ভারত বাড়তি আত্মবিশ্বাস পায়। ফলে মাঝের সেশনে আরও ২টি উইকেট তুলে নেয় টিম ইন্ডিয়া। চায়ের বিরতির আগেই ইয়াসির আলিকে বোল্ড করেন অক্ষর প্যাটেল। পরে লিটন দাসকে সাজঘরের পথ দেখান কুলদীপ যাদব। ইয়াসির ৫ রান করে মাঠ ছাড়েন। লিটন দাস ১৯ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।