আগামীকাল ভারতের বিরুদ্ধে চট্টোগ্রামে প্রথম টেস্টে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে সেই ম্যাচে নামার আগে বেশ চাপে বাংলাদেশ শিবির। কারণ এই ম্যাচে অনিশ্চিত বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার তথা অধিনায়ক শাকিব আল হাসান। তৃতীয় ওডিআই চলাকালীন উমরান মালিকের বলে চোট পান তিনি। এদিন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুধু শাকিব একা নন, একই 🍬সঙ্গে এই ম্যাচে অনিশ্চত তাসকিন আহমেদও। চোটের কারণে তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। স্বাভাবিক ভাবেই ভারতের বিরুদ্ধে নামার আগে বেশ চাপেই বাংলাদেশ। একিদনের সিরিজ জিতে আত্মবিশ্বাসে ভরপুর মুশফিকুর রহিম, মেহেদি হাসানরা। কিন্তু টেস্ট সিরিজে নামার আগে মিনি হাসপাতালে পরিণত হয়েছে বাংলাদেশ শিবির। শুধু তারা নয়, ভারতের অবস্থাও꧒ একই রকম। চোটের জন্য় ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। তাঁর বদলে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল।
ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতলেও টেস্টে ভারতকে মোটেই হালকা ভাবে দেখছে না বাংলাদেশ। ভারতের প্রতিবেশী দেশের পেসার তাসকিন আহমেদ বলেন, 'ওডিআই 🤪সিরিজে কী হয়েছে, তা নিয়ে আর আমরা ভাবছি না। ভারত টেস্টে শক্তিশালী প্রতিপক্ষ। ফলে এই টেস্ট সিরিজ নিয়ে আমরা বেশ সতর্ক।' তাসকিন আরও বলেন,'আমি এই ম্য়াচে খেলব কিনা তা জানি না। কারণ সেটা আমার হাতে নেই। চোট কাটিয়ে উঠেছি ঠিক কথা। এখন ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করে চলেছি। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে তাহলেই আমি খেলব। নইলে প্রথম টেস🅺্ট খেলা হবে না আমার।'
প্রথম টেস্টে সম্ভবত খেলবেন না তাসকিন। তবে দলকে পরামর্শ দিতে ভুললেন ♏না বাংলাদেশের এই পেসার। তিনি বলেছেন,'আমি না খেললেও,সতীর্থদের এটুকু বলব, খেলাটা পঞ্চম দিন পর্যন্ত নিয়ে যেতে হবে। তার পর জয়ের কথা ভাবতে হবে। ভারত টেস্টে ভাল দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য নিজেদের উজাড় করে দেবে। তাই আমাদেরও প্রস্তুত থাকতে হবে। টেস্ট ক্রিকেট অন্য রকম চ্যালেঞ্জ। আমাদের এই চ্যালেঞ্জটা নেওয়া শিখতে হবে। চট্টোগ্রামে গত ম্যাচে বড় রান হয়েছে। একই পিচে খেলা হবে। তাই ওরা যদি প্রথমে ব্য়াট করে সেক্ষেত্রে বেশি রান করতে দিলে হবে 𓆉না। ভারতের ব্যাটিং শক্তি খুব ভাল। নতুন বলে সুইং পাওয়ার চেষ্টা করতে হবে। বল পুরনো হলে রিভার্স সুইং করানোর চেষ্টা করতে হবে।'
এ🐎ই ম্যাচে শাকিব খেলবেন কিনা তা নিয়ে তাসকিন বলেন, 'শাকিবের চোট খুব একটা গুরুতর নয়। ওকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখনও কিছু বলা যাচ্ছে না।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।