ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা তার ১৯ বছꦦরের পুরনো রেকর্ড ভাঙার জন্য জসপ্রীত বুমরাহকে অভিনন্দন জানিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন জসপ্রীত বুমরাহ। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার রবিন পিটারসেনের এক ওভারে ২৮ রান করে সবচেয়ে বেশি রানের রেকর🐼্ডটি নিজের দখলে রেছেছিলেন বাঁ-হাতি ব্রায়ান লারা।
ওয়েস্ট ✨ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান ল൩ারার ১৯ বছরের রেকর্ড ভাঙতে পারেননি কোনও খেলোয়াড়। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম পুনঃনির্ধারিত টেস্ট ম্যাচে স্টুয়ার্ট ব্রডের বলে এক ওভারে ব্যাট হাতে ২৯ রান করেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহ। স্টুয়ার্ট ব্রডের এই ওভারে মোট ৩৫ রান নেয় ভারত।
আরও পড়ুন… বৃষ্টির মধ্যেই ইংল্যান্ডকে কাঁদালো টিম বুমরাহ, দেখুন দ্বি꧟তীয় দিনের হাইলাইটস
বিশ্ব রেকর্ড ভাঙার পর টুইটারে জসপ্রীত বুমরাহকে অভিনন্দন জানিয়েছেন ব্রায়ান 🐬লারা। লারা ট⭕ুইটারে লিখেছেন,‘টেস্টে এক ওভারে সর্বাধিক রানের রেকর্ড ভাঙার জন্য তরুণ জসপ্রীত বুমরাহকে অভিনন্দন জানাতে আমার সঙ্গে যোগ দিন। খুব ভালো!’
আরও পড়ুন… বৃষ্টির মধ্যেই ইংল্যান্ডকে কাঁদালো🎃 টিম বুমরাহ, দেখুন দ্বཧিতীয় দিনের হাইলাইটস
জসপ্রীত বুমরাহ ওভারের প্রথম বলে মারেন একটি চার। দ্বিতীয় বলে ওয়াইড থেকে পাঁচ রান পায় দল। পরের বলটি ছিল নো বল এবং বলটি ছয় রানের জন্য কিপারের উপর দিয়ে ব্যাটের উপরের প্রান্তে লেগে যায়🏅। এরপর,দ্বিতীয় বলে,বুমরাহ মিড-অনে স্লগ করে একটি চার মারেন। তৃতীয় বলেও মারেন একটি চার। চতুর্থ বলেও চার মারেন অধিনায়ক বুমরাহ। পঞ্চম বলে ছক্কা হাঁকান বুমরাহ। শেষ বলে এক রান নেন এবং এভাবে ওভারে ভারত করে ৩৫ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।