ভারতের বিরুদ্ধে চলতি সিরিজেই অ♔নিল কুম্বলেকে টপকে সর্বকাꦦলীন টেস্ট উইকেট শিকারিদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন জেমস অ্যান্ডারসন। এবার হেডিংলে টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৪টি উইকেট নেওয়ার সুবাদে ঘরের মাঠে এক অনবদ্য মাইলস্টোন ছুঁয়ে ফেললেন জিমি।
দ্বিতীয় ইনিংসে অজিঙ্কা রাহানেকে ফেরত পাঠানো মাত্রই অ্যান্ডারসন ঘরের মাঠে ৪০০ টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্✱ব অর্জন করলেন। এই নজির রয়েছে আর একজন মাত্র বোলারের। অ্যান্ডারসনের আগে মুথাইয়া মুরওলিধরন নিজেদের দেশে ৪০০ উইকেটের মাইলফলক টপকেছেন। মুরলি ঘরের মাঠে ৪৯৩টি উইকেট নিয়েছেন।
এই নিরিখে তালি🍸কার তৃতীয় স্থানে রয়েছেন অনিল কুম্বলে। তিনি ঘরের মাঠে ৩৫০টি উইকেট নিয়েছেন। আরেক ব্রিটিশ পেসার স্টুয়ার্ট ব্রড ঘরের মাঠে ৩৪১টি উইকেট দখল করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, ঘরের মাঠে ৩০০ ও ৪০০ উইকেট নেওয়া প্রথম পেসার হলেন অ্যান্ডারসন।
সার্বিকভাবে ১৬৫টি টেস্টে এখনও পর্যন্ত ৬৩০টি উইকেট নিয়♛েছেন জিমি। চলতি সিরিজের তিনটি টেস্টে মোট ১৩টি উইকেট দখল করেছেন অ্যান্ডারসন। নটিংহ্যামের প্রথম টেস্টেই তিনি অনিল কুম্বলের ৬১৯টি টেস্ট উইকেটের নজির টপকে যান। জিমির সামনে রয়েছেন কেবল দ🥃ুই কিংবদন্তি স্পিনার মুরলিধরন (৮০০) ও শেন ওয়ার্ন (৭০৮)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।