ভারত প্রথম ইনিংসে ১৯১ রানে অল-আউট হয়ে যায়। হাফ-সেঞ্চুরি করেন কোহলি ও শার্দুল।
নটিংহ্যামের প্রথম টেস্ট ড্র হয়েছে। লর্ডসে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১-০ লিড নেয় ভারত। লিডসে তৃতীয় টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় ইংল্যান্ড। এই অবস্থায় সিরিজের চতুর্থ টেস্ট শুরু ওভালে। বলাবাহুল্য, চতুর্থ টেস্টে যে দল জিতবে🧜,ꦕ সিরিজ হারের আশঙ্কা কাটিয়ে উঠবে তারা।
02 Sep 2021, 11:09 PM IST
সুযোগ পেয়েই জাত চেনালেন শার্দুল-উমেশ
ওভাল টেস্টে ভারত ইশান্ত ও শামির বদলে দলে ঢোকায় শ൩ার্দুল ও উমেশ যাদবকে। শার্দুল ব্যাট হাতে ঝোড়োꦡ হাফ-সেঞ্চুরি করেন। উমেশ তুলে নেন জো রুটের মূল্যবান উইকেট। সুতরাং, সুযোগ পেয়েই ভারতের দুই বদলি ক্রিকেটার নজর কাড়লেন প্রথম দিনেই।
02 Sep 2021, 11:04 PM IST
প্রথম দিনের খেলা শেষ
ভারতের ১৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৫৩ রান তুলেছে। হাসিব ০, বার্নস ৫ ও রুট ২১ রান করে আউট হয়েছেন। মালান ২৬ ও ওভারটন ১ রানে অপরাজিত রয়েছেন। ২টি উইকেট নিয়েছেন বুমরাহ। ১ট꧋ি উইকেট উমেশ যাদবের।
02 Sep 2021, 10:56 PM IST
জো রুটকে বোল্ড করলেন উমেশ
প্রথম দিনের শেষ বেলায় বিরাট সাফল্য পেল ভারত। জো রুটকে বোল্ড করলেন উমেশ যাদব। ইনিংস🌞ের ১৬তম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরলেন ইংল্যান্ড অধিনায়ক। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ২১ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ইংল্যান্ড দলগত ৫২ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রেগ ওভারটন। ওলি পোপের বদলে নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামেন তিনি।
02 Sep 2021, 10:42 PM IST
দলগত ৫০ রান পূর্ণ করল ইংল্যান্ড
১৩ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করল ইংল্যান্ড। ১৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৫🎃১। জে রুট ২১ ও ড়েভিড মালান ২৫ রানে ব্যাট করছেন।
02 Sep 2021, 10:28 PM IST
১০ ওভারে ইংল্যান্ড ২৯/২
১০ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ২৯ রান তুলেছে। ডেভিড মালান ১২ রান করে অপরাজিত রয়েছেন। জো রুট♛ নট-আউট ব্যক্তিগত ১২ রানে।
02 Sep 2021, 10:01 PM IST
হামিদের উইকেট তুলে নিলেন জসপ্রীত
বার্নসকে ফেরানোর পর একই ওভারের শেষ বলে ইংল্যান্ডের অপর ওপেনার হাসিব হামিদের উইকেটও তুলে নেন বুমরাহ। ১২ বল খেলে কোনও রান না করেই উইকেটকিপার পন্তের দস্তানায় ধরা পড়েন হামিদ। ই𒉰ংল্যান্ড দলগত ৬ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জো রুট।
02 Sep 2021, 09:59 PM IST
শুরুতেই বার্নসকে ফিরিয়ে দিলেন বুমরাহ
ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ররি 🎐বার্নসকে বোল্ড করে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন বুমরাহ। ১১ বলে ৫ রান করে ক্রিজ ছাড়েন বার্নস। ইংল্যান্ড দলগত ৫ রানে প্রথম উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মালান।
02 Sep 2021, 09:45 PM IST
ইংল্যান্ডের ব্যাটিং শুরু
ইংল্যান্ডের হয়ে ইনিংসের ওপেন করতে নামেন ররি বার্নস ও হাসিব হামিদ। ভারতের হয়൲ে নতুন বলে দৌড় শুরু করেন উমেশ ไযাদব। প্রথম ওভারে ২ রান ওঠে।
02 Sep 2021, 09:32 PM IST
প্রথম ইনিংসে ভারত অল-আউট
৬১.৩ ওভারে ভারত তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৯১ রানে। রোহিত ১১, রাহুল ১৭, পূজারা ৪, কোহলি ৫০, জাদেজা ১০, রাহানে ১৪, ঋষভ ৯, শার্দুল ৫৭, উমেশ ১০, বুমার ০ ও সিরাজ অপরাজিত ১ রান করেন। ওকস ৪টি, রবিনসন ৩টি এবং অ্যান্ডরসন ও ওভারটন ১টিཧ করে উইকেট দখল করেন।
02 Sep 2021, 09:32 PM IST
উমেশকে ফেরালেন রবিনসন
৬২তম ওভারে রবিনসনের তৃতীয় বলে বেয়ারস্টোর দꦿস্তনায় ধরা পড়েন উমেশ। ১টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১০ রান করে ক্রিজ ছাড়েন উমেশ। ১ বলে ১ রান ক♚রে অপরাজিত থাকেন সিরাজ।
02 Sep 2021, 09:31 PM IST
রান-আউট বুমরাহ
৬২তম ওভারের প্রথম বলে রান-আউট হন বুমরাহ। রবিনসনের বলে স্লিপে উমেশের ক্যাচ মিস করেন ওভারটন। তবে রান নিতে গিয়েই বাঁধে বিপত্তি। রান-আউট হন সদ্য ক্রিজে আ�🧔�সা বুমরাহ। কোনও বল খেলার সুযোগই হয়নি তাঁর। ভারত ১৯০ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান মহম্মদ সিরাজ।
02 Sep 2021, 09:26 PM IST
শার্দুলকে থামালেন ক্রিস ওকস
অবশেষে শার্দুল ঠাকুরকে থামালেন ক্রিস ওকস। ৬১তম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন ঠাকুর। আম্পায়ার নট-আউট দিলেও রিভিউ নিয়ে সাফল্য পায় ইংল্যান্ড। ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫৭ রান করে ক্রিজ ছাড়েন শার্দুল। ভারত দলগত ১৯০ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জসপ্রীত বু🐭মরাহ।
02 Sep 2021, 09:21 PM IST
ছক্কা হাঁকিয়ে শার্দুলের হাফ-সেঞ্চুরি
ইনিংসের ৬০তম ওভারে রবিনসনের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শার্দুল ঠাকুর। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্𝕴র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতরা🅺ন পূর্ণ করেন ঠাকুর। ভারত ৬০ ওভারে ৭ব উইকেটের বিনিময়ে ১৮৫ রান তোলে। উমেশ যাদব ব্যাট করছেন ব্যক্তিগত ৯ রানে।
02 Sep 2021, 09:05 PM IST
১৫০ টপকাল ভারত
প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা যেটা পারেননি, ঠিক সেই কাজটাই অনায়াসে করে দেখালেন শার্দুল ঠাকুর। ব্যাটের হাত যে মন্দ নয়, সেটা আরও একবার প্রমাণ করলেন ভারতের তারকা পেসার। চার-ছক্কায় মাঠ মাতিয়ে ভারতকে প্রথম ইনিংসে দেড়শো রানের গণ্ডি পার করালেন ঠাকুর। ভারত ৫৭ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তুলেছে। শার্দুল ৪টি চার ও ১টি ছক্💞কার সাহায্যে ৩১ রান করে অপরা🏅জিত রয়েছেন।
02 Sep 2021, 08:46 PM IST
পন্তের উইকেট তুলে নিলেন ওকস
জীবন দান পেয়েও সুযোগ কাজে লাগাতে পারলেন না ঋষভ পন্ত। ৫৩তম ওভারে ওকসের তৃতীয় বলে স্লিপে বার্নস ক্যাচ ছাড়েন পন্তের। তবে সেই ওভারের শেষ বলে মঈন আলির হাতে ধরা পড়েন তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৯ রান করে ক্রিজ ছাড়েন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার। ভারত ১২৭ রানে ৭ উইকেট হারায়। ক্♉রিজে নতুন ব্যাটসম্যান উমেশ যাদব। ইনিংসে ওকসের এটি তৃতীয় শিকার।
02 Sep 2021, 08:42 PM IST
চায়ের বিরতির পর খেলা শুরু
চায়ের বিরতির পর দিনের তৃতীয় তথা শেষ সেশনের খে𝕴লা শুরু। প্রথম ওভার বল করেন ওভারটন। দ্বিতীয় বলেই বাউন্ডারি মারেন ঋষভ পন্ত। ভারত ৫২ ওভার ১২৭/৬।
02 Sep 2021, 08:16 PM IST
চায়ের বিরতিতে ৬ উইকেট হারিয়েছে ভারত
দিনের প্রথম সেশনে ৩টি উইকেট হারায় ভারত। দ্বিতীয় সেশনে তারা খুইয়ে বসে আরও ৩টি উইকেট। ওভাল টেস্টের প্রথম দিনের চায়ের বিরতিতে ভারত ৫১ ওভার ব্যাট করেছে। তারা ৬ উইকেটের বিনিময়ে ১২২ রান তুলেছে। রোহিত ১১, রাহুল ১৭, পূজারা ৪, কোহলি ৫০, জাদেজা ১০ ও রাহানে ১৪ রান ಌকরে আউট হয়েছেন। ৪ রানে ব্যাট করছেন পন্ত। ব্যক্তিগত ৪ রানে অপরাজিত রয়েছেন শারও্দুল। ২টি করে উইকেট নিয়েছেন রবিনসন ও ওকস। ১টি করে উইকেট দখল করেন অ্যান্ডারসন ও ওভারটন।
02 Sep 2021, 08:12 PM IST
ভারত ৫০ ওভারে ১১৯/৬
প্রথম ইনꦛিংসে ৫০ ওভার ব্যাট করে ভারত ৬ উইকেটের বিনিময়ে ১১৯ রান তুলেছে। ঋষভ পন্ত ৩ ও শার্দুল ঠাকুর ২ রানে ব্যাট করছেন। ক্রিজে এসে প্রথম বলেই খাতা খোলেন শার্দুল।
02 Sep 2021, 08:06 PM IST
রাহানেকে ফেরালেন ওভারটন
ইনিংসের ৫০তম ওভারের পঞ্চম বলে রাহানেকে ফিরিয়ে দিলেন ও𓂃ভারটন। অজিঙ্কার দারুণ ক্যাচ ধরেন মঈন আলি। ১টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ১৪ রান করে ক্রিজ ছাড়েন কোহলির ডেপুটি। ভারত দলগত ১১৭ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শার্দুল ঠাকুর।
02 Sep 2021, 07:36 PM IST
কোহলির মূল্যবান উইকেট তুলে নিলেন রবিনসন
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করে আউট হয়ে বসলেন কোহলি। ইনিংসের ৪৩তম ওভারে রবিনসনের পঞ্চম বলে বেয়ারস্টোর দস্তানায় ধরা পড়েন ভারত অ🍎ধিনায়ক। ৮টি বাউন্ডারির সাহায্যে ৯৬ বলে ৫০ রান করে ক্রিজ ছাড়েন কোহলি। ভারত দলগত♑ ১০৫ রানে অর্ধেক ব্যাটিং লাইনআপ খুইয়ে বসে। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত।
02 Sep 2021, 07:22 PM IST
হাফ-সেঞ্চুরি পূর্ণ করেলন কোহলি
চাপের মুখে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। ওভাল টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ভারত অধিনায়ক। ৮টি🉐 বাউন্ডারির সাহায্যে ৮৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন বিরাট। চলতি সিরিজে এটি কোহলির দ্বিতীয় হাফ-সেঞ্চুরি। ৪০ ওভার শেষে ভারত ১০৫/৪। বিরাট ৫০ ও রাহােন ৫ রানে ব্যাট করছেন।
02 Sep 2021, 07:16 PM IST
প্রথম ইনিংসে ১০০ ছুঁল ভারত
৩৯তম ওভারে প্রথম ইনিংসে ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। ডেপুটি অজিঙ্কা রাহানেকে সঙ্গে নিয়ে ভারতকে তিন অঙ্কে পৌঁছে দেন ক্যাপ্টেন কোহলি। ৩৯⭕ ওভার শেষে ভারত ১০০/৪। কোহলি ৪৫ ও রাহানে ৫ র🤪ানে ব্যাট করছেন।
02 Sep 2021, 07:01 PM IST
৩৬ ওভারে ভারত ৮৩/৪
৩৬ ওভার শেষে ভারত প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৮৩ রান তুলেছে। বিরাট কোহলি ৩৬ রানে অপরাজিত রয়েছেন। ♉ব্যক্তিগত ১ রানে ব্যাট করছেন অজিঙ্কা রাহানে। ভারত লাঞ্চের আগে ৩টি উইকেট হারায়। লাঞ্চের পরে একটি উইকেট খ🐲োয়াতে হয় টিম ইন্ডিয়াকে।
02 Sep 2021, 06:40 PM IST
জাদেজাকে ফিরিয়ে দিলেন ওকস
ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারলেন ন꧒া জাদেজা। ৩০তম ওভারের শেষ বলে ওকস ফি🧜রিয়ে দিলেন ভারতীয় অল-রাউন্ডারকে। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ১০ রান করে সাজঘরে ফিরলেন জাদেজা। ভারত দলগত ৬৯ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। ৩০ ওভারে ভারত ৬৯/৪।
02 Sep 2021, 06:21 PM IST
দ্বিতীয় সেশনের খেলা শুরু
লাঞ্চের বিরতির পর𓃲 দিনের দ্বিতীয় ♍সেশনের খেলা শুরু। প্রথম ওভারে বোলিং করতে আসেন ওকস। ব্যাটসম্যান কোহলি। ওভারের তৃতীয় বলে বাউন্ডারি মারেন বিরাট। ভারত ২৬ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৬০ রান তুলেছে।
02 Sep 2021, 05:34 PM IST
লাঞ্চের বিরতিতে চাপে ভারত
প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত ২৫ ওভার ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুলꦯেছে। কোহলি ১৮ ও পাঁচ নম্বরে ব্যাট করতে নামা জাদেজা ব্যাক্তিগত ২ রানে অপরাজিত রয়েছেন। রোহিত ১১, লোকেশ রাহুল ১৭ ও চেতেশ্বর পূজারা ৪ রান করে সাজঘরে ফিরেছেন। ১টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, রবিনসন ও ওকস।
02 Sep 2021, 05:10 PM IST
পূজারাকে ফেরালেন অ্যান্ডারসন
২০তম ওভারের চতুর্থ বলে পূজারার কাঁ💟টা উপড়ে ফেললেন জেমস অ্যান্ডারসন। ১টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৪ রান করে বেয়ারস্টোর দস্তানায় ধরা পড়েন চেতেশ্বর। ভারত দলগত ৩৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাটিং অর্ডারে ✨প্রোমোশন জাদেজার। রাহানে ও ঋষভ পন্তের আগে ব্যাট হাতে ক্রিজে আসেন তিনি।
02 Sep 2021, 04:50 PM IST
৭ ওভার পর ফের রান সংগ্রহ করে ভারত
ভারত প্রথম ৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৮ রান তোলে। পরের ৭ ওভারে ২টি উইকেট হার𝐆ালেও কোনও রান যোগ করতে পারেনি খাতায়। ই𝔍ংল্যান্ডের বোলাররা টানা ৭ ওভারে কোনও রান খরচ করেননি। অবশেষে ১৫তম ওভারে ওকসের প্রথম বলে চার মেরে পুনরায় রান সংগ্রহ করেন পূজারা।
02 Sep 2021, 04:42 PM IST
লোকেশ রাহুলের উইকেট তুলে নিলেন রবিনসন
🍨জলপানের বিরতির ঠিক পরেই লোকেশ রাহুলের উইকেট তুলে নিলেন রবিনসন। ১৪তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হন লোকেশ। ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ১৭ রান করে ক্রিজ ছাড়েন রাহুল। ভারত ২৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি।
02 Sep 2021, 04:37 PM IST
প্রথম ঘণ্টার খেলা শেষ
প্রথম ঘণ্টায় ১৩ ওভার ব্যাট করতে ভারত ১ উইকেটের বিনিময়ে ২৮ রান তুলেছে। শেষ ৬ ওভারে ওভারে ভারত কোনও রা🌱ন সংগ্রহ করেনি। তারা ৭ ওভার শেষে বিনা উইকেটে ২৮ রান তুলেছিল। লোকেশ রাহুল ১৭ রানে ব্যাট করছেন।
02 Sep 2021, 04:14 PM IST
রোহিতকে ফেরালেন ওকস
চোট সারিয়ে টেস্টে ফেরা ক্রিস ওকস ওভালে প্রথম সাফল্য এনে দিলেন দলকে। নবম ওভারের শেষ বলে তিনি আউট করেন রোহিত শর্মাকে। টেস্টের আঙিনায় ফিরে এটিই ওকসের প্রথম ওভার ছিল। কোনও রান খরচ না করেই তি🐷নি হিটম্যানের উইকেট তুলে নেন। স্বাভাবিকভাবেই এর থেকে ভালো কামব্যাক আর কীভাবেই বা ঘটাতে পারতেন তারকা পেসার। রোহিত ১টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ১১ রান করে বেয়ারস্টোর দস্তানায় ধরা পড়েন। ভারত দলগত ২৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।
02 Sep 2021, 03:55 PM IST
৫ ওভারে ভারত ১৭/০
রক্ষণের খোলসে ঢুকে থাকতে দেখা যাচ্ছে না ভারতকে। বরং ওভাল টেস্টে ইতিব🎃াচক শুরু করেন লোকেশ রাহুলরা। ভারত ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৭ রান তুলেছে। লোকেশ রাহুল ১৪ ও রোহিত শর্মা ৩ রান করেছেﷺন।
02 Sep 2021, 03:47 PM IST
জোড়া বাউন্ডারিতে খাতা খুললেন রাহুল
তৃতীয় ওভারের প্রথম ও দ্বিতীয় বলে পরপর বাউন্ডারি মের꧙ে খাতা খুললেন লোকেশ রাহুল। ভারত ৩ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৯ রান তুলেছে। রাহুল ৮ ও রোহিত ১ রানে অপরাজিত রয়েꦏছেন।
02 Sep 2021, 03:33 PM IST
ম্যাচ শুরু
ভারত-ইংল্যান্ড চতুর্থ টಌেস্টের খেলা শুরু। ভারতের হয়ে যথারীতি ওপেন করতে নামেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন জেমস অ্যান্ডারসন। প্রথম ওভারে ১ রান ওঠে। খাতা খুলেছেন রোহিত।
02 Sep 2021, 03:22 PM IST
ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন রদবদল
বাটলার স্কোয়াডে না থাকায় ইং༒ল্যান্ডকে ওভাল টেস্টের প্রথম একাদশে পরিবর্তন করতℱেই হতো। বাটলার ছাড়াও ওভাল টেস্টের প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন স্যাম কারান। দলে ঢুকেছেন ক্রিস ওকস ও ওলি পোপ।
ওভাল টেস্টেও ভারতের༒ প্রথম একাদশে জায়গা হল না রবিচন্দ্রন অশ্বিনের। রবীন্দ্র জাদেজাই একমাত্র স্পিনার হিসেবে দলে জায়গা পেꦛলেন। ভারত যদিও বোলিং লাইন আপে একজোড়া রদবদল করে। তারা শামি ও ইশান্তকে বসিয়ে মাঠে নামায় শার্দুল ঠাকুর ও উমেশ যাদবকে।
ওভালে ভারত ইংল্যান্ড চলতি সিরিজের চতুর্থ টেস্টে টস জিতল ইংল্যান্ড। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ব্রিটিশ দলনায়ক জো রুট। সুতরাং, ওভালে টস হেরে শুরুতে ব্যাট করবে ভারত💮।