ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ౠটেস্টে চিপকের ঘূর্ণি পিচ নিয়ে বিস্তর চর্চা চলছে। একই বাইশগজে ভারতীয় ব্যাটসম্যানদের সাফল্য ও ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতার কারণ খুঁজতে যাঁরা সময় ব্যয় করছেন, তাঁদের সন্তুষ্ট করার জন্য টিম ইন্ডিয়ার কয়েকটা ফিল্ডিং নমুনাই যথেষ্ট। ফিল্ডিংই যে, দু'দলের মধ্যে ফারাক গড়ে দিয়েছে, তা অশ্বীকার করার উপায় নেই। বরং বলা ভালো যে, ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রানে গুটিয়ে দেওয়ার পিছনে টিম ইন্ডিয়ার দুরন্ত ফিল্ডিংকে কৃতিত্ব দিতেই হয়।
প্রথমত, মহম্মদ সিরাজের বলে ওলি পোপের আউট হওয়ার জন্য ঋষভ পন্তের অবিশ্বাস্য ক্যাচকে আলাদা করে কুর🐟্নিশ জানাতে হয়। যেভাবে বাঁ-দিকে ঝাঁপিয়ে উড়ন্ত অবস্থায় এক হাতে পোপের ক্যাচ ধরেন পন্ত, তাতে তাঁর কিপিং নিয়ে ওঠা প্রশ্নচিহ্ন সরিয়ে দিতে বাধ্য হবেন অনেকেই।
শুধু পোপের ক্যাচই নয়, ইশান্ত শর্মার বলে জ্যাক লিচেরও দুরন্ত ক্যাচ ধরেন পন্ত। ইনিংসের ৫৯তম ওভারে ইশান্তের পঞ্চম 🎃বলে ব্যাটের কানা লাগিয়ে বসেন বꦕাঁ-হাতি লিচ। এক্ষেত্রেও বাঁ-দিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচ ধরেন ঋষভ। পার্থক্য হল এই যে, এক্ষেত্রে বল দেখতে অসুবিধা হয়নি তাঁর।
এছাড়া ইনিংসের ৪৯তম ওভারে অক্ষর প্যাটে𒉰লের প্রথম বলে মঈন আলির অসাধারণ ক্যাচ ধরেন অজিঙ্কা রাহানে। বল মঈনের ব্যাটের কানায় লাগার পর উইকেটকিপার ঋষভ পন্তের প্যাডে লেডে হাওয়ায় ভেসে ওঠে। সামনের দিকে ঝাঁপিয়ে ক✱্যাচ ধরেন রাহানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।