মাত্র ৩০ টেস্টের কেরিয়ার ঋষভ পন্তের, এর মধ্যেই ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ায় শতরান করা হয়ে গিয়েছে তাঁর। লাল বলের ক্রিকেটে পন্তই ভারতের সর্বকালের সেরা কিপার-ব্যাটার কিনা, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। কেন পন্ত নিয়ে এত মতামতি তা আবারও 𒆙প্রমাণ করে দিলেন, এজবাস্টনে গড়লেন নতুন নজ💝ির।
চলতি টেস্টের প্রথম ইনিংসে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে অক্সিজেন প্রদান কর🐼েন পন্ত। জাদেজার সঙ্গে তাঁর ২২২ রানের পার্টনারশিপই ভারতকে খাদের কিনারা থেকে বাঁচিয়ে আনে। ১১১ বলে ১৪৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন ২৪ বছর বয়সি ভারতীয় তারকা। এরপর দ্বিতীয় ইনিংসেও ৫৭ রান করেন তি𒁏নি। তবে এই ইনিংসে মাত্র ১৬ রান করেই তিনি নজির গড়ে ফেললেন। ভারতের কিপার-ব্যাটার হিসাবে এক টেস্টে এশিয়ার বাইরে এখন সবথেকে বেশি রান করার রেকর্ডের মালিক পন্ত।
আরও পড়ুন:- IND vs ENG Day 4 Live: থামল পূজারার দুর্দান্ত লড়া👍🌳ই, দেড়শো টপকে ৪ উকেট হারাল ভারত
আরও পড়ুন:- IND vs ENG: ধোনি নয়, পন্তই ভারতের সেরা কিপার-ব্যাটা𒁏র, এজবাস্টনে ঋষভ🍌ের দাপটের পর সপাট ঘোষণা প্রাক্তনীর
এর আগে ১৯৫৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনে বিজয় মঞ্জরেকর এক ﷽টেস্টে মোট ১৬১ রান করেছিলেন। এতদিন ভারতীয় কিপার-ব্যাটার হিসাবে এটাই সর্বোচ্চ রান ছিল। ৬৯ বছর এই রেকর্ড অক্ষুণ্ণ ছিল। পন্ত সই রেকর্ড নিজের নামে করলেন। এত দীর্ঘদিন পর এই রেকর্ড ভাঙা আরও বেশি করে পন্তের কৃতিত্বের পরিচয় বাহক। ভারতীয় দল আশা করবে দেশের বাইরে এভাবেই যেন পন্তের ব্যাট গর্জন করতে থাকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।