এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে একসময় ৯৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারতীয় দল। দেখে মনে হচ্ছিল ভারত হয়ত✤ো কোনওক্রমে বড়জোর ২০০-র গণ্ডি টপকাবে। তবে নিজের প্রতিআক্রমণাত্মক ইনিংসে খেলা সম্পূর্ণভাবে বদলে দেন এক ভারতীয় তারকা। তিনি আর কেউ নন ঋষভ পন্ত।
চাপের মুখে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে পন্ত ২২২ রানের পার্টনারশিপ গড়েন। সেই পার্টনারশিপে ভর করেই ভারত ম্যাচে ফেরে। পন্ত নিজেই ১১১ বলে ১৪৬ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। এরপরেই সপাট তাঁকে ভারতের সেরা টেস্ট ম্যাচ কিপার-ব্যাটারের তকমা দিয়ে দেন আকাশ চোপড়া। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ঋষভ পন্তই টেস্টে ভারতের সর্বকালের সেরা উইকেটকিপার-ব্যাটার। ওর বয়স তো এ⭕খনও ২৫ও হয়নি। মাত্র ৩০টি টেস্ট ও ম্যাচ ঘোরানো যে কয়টি ইনিংস খেলেছে, তা সত্যি বলতে অসাধারণ।’
আরও পড়ুন:- IND vs EN𒉰G Day 2 Live: বৃষ্টির পরে রুটের জোড়া বাউন্ডারিতে শুরু ম্যাচ
এই নিয়ে বিদেশের মাটিতে পন্তের চারটি শতরান হয়ে গেল। মহেন্দ্র সিং ধোনির ছয়টি টেস্ট শতরানের 🔯একটিও ‘সেনা’ (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশে আসেনি। সেখানে পন্তের পাঁচটি শতরানের মধ্যে দুইটি এসেছে ইংল্যান্ডে এবং একটি করে অস্ট্রেলিয়া এবং প্রোটিয়াভূমে। এছাড়া পন্তের ১০টি অর্ধশতরানের মধ্যে পাঁচটি ৯০ রানের ইনিংস রয়েছে। ব্যাটিংয়ের দিক থেকে সত্যি বলতে পন্তের রেকর্ড এখনই ধোনির থেকে খুব একটা খারাপ নয়। তাই আকাশ চোপড়ার মন্তব্যকে একেবারে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।