১ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের সিরিজে। গত সফরের অবশিষ্ট টেস্ট দিয়ে শুর🉐ু হবে দুই শক্তিধর দেশের ক্রিকেটের লড়াই। এর প🐼াশাপাশি সিরিজে তিনটে করে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল। হাড্ডাহাড্ডি এই সিরিজের কভারেজের দায়িত্বে থাকছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক।
জমজমাটি সিরিজে দর্শকদের সম্পূর্ণ মনোরঞ্জনের কথা মাথায় রেখে কোনও কিছুই বাদ দিতে রাজি নয় সোনি। এই সিরিজের জন্য ইতিমধ্যেই তারা তারকাখচিত ধারাভাষ্যকার নাম ঘোষণা করে দিয়েছে। সুনীল গাভাসকর, হর্ষ ভোগলের, সঞ্জয় মঞ্জরেকরের পাশাপাশি প্রাক্তন ইংল্যান্ড তারকা নাসের হুসেন, গ্রেম সোয়ান, ডেভিড গাওয়ার, মাইকেল অ্যাথারটনদেরও ইংরেজিতে ধারাভাষ্য দিতে দেখা যাবে। তবে শুধু ইংরেজি না, থাকছে হিন্দি ধারাভাষ্যও। বীরেন্দ🌠্র সেহওয়াগ, আশিস নেহরা, বিবেক রাজধান, মহম্মদ কাইফরা হিন্দিতে ধারাভাষ্য দেবেন। এছাড়া অজিত আগরকর, সাবা করিমও রয়েছেন ধারাভাষ্যকারদের প্যানে❀লে।
আরও পড়ুন:- বুমর🅘াহ বনাম কোহলি, জানুন কখন, কোথায় দেখবেন লেস্টারꦚ-ভারত ম্যাচ
আরও পড়ুন:- ভারতীয় দলের নেট বোলার প্রাক্তন নাইট, সুযোগ পেলেন 🌃আরও দুই তরুণ
হিন্দি, ইংরেজি বাদে তামিল ও তেলেগুতেও ভারত-ইংল্যান্ড সিরিজের ধারাভাষ্যের মজা নিতে পারবেন দর্🐽শকরা। টিভিতে সোনির চ্যানেলে তো বটেই, অনলাইনে সোনি লিভ অ্যাপেও এই সিরিজ লাইভ দেখা যাবে। ম্যাচ শুরুর বেশ কিছুক্ষণ আগে খেকে প্রি-ম্যাচ শোও হবে। ১ থেকে ১৭ জুলাই পর্যন্ত এই সিরিজ চলবে। টেস্ট এবং শেষ ওয়ান ডে সিরিজের ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩.৩০ নাগাদ শুরু হবে। বাকি দুই ওয়ান ডে শুরু ৫.৩০টায়। এছাড়া প্রথম টি-টোয়েন্টি শুরু হবে রাত ১০.৩০টা ও বাকি দুই টি-টোয়েন্টি শুর🍒ু হবে সন্ধ্যা ৭টা থেকে। হাড্ডাহাড্ডি লড়াই ও ঠোঁটকাটা ধারাভাষ্যে সব মিলিয়ে জমে উঠার পূর্ণ সম্ভাবনা রয়েছে এই সিরিজের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।