শুভব্রত মুখার্জি
ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচ খেলা হচ্ছে চেন্নাইতে। চিপক স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দুদিন উইকেট একেবারে পাটা ছিল। তৃতীয়দিন থেকে বল ঘুরতে শুরু করে। প্রথম দুদিনের পাটা উইকেটের সুযোগ নিয়ে স্কোর বোর্ডে পাহাড় প্রমান রান তোলে ইংল্যান্ড। তারপর পিচ ধীরে ধীꦫরে খারাপ হওয়ার কারনে ভারতীয় দল ইংল্যান্ডের করা সেই রানের ধারেকাছেও পৌঁছতে পারেনি। ফলস্বরূপ ২২৭ রানের ব্যবধানে হের♕ে ১-০'তে পিছিয়ে পড়েছিল রাহানেরা। দ্বিতীয় টেস্টে চেন্নাইতেই জয়ের জন্য লড়াইয়ে নেমেছে বিরাট বাহিনী। দুদলের প্রথম ইনিংসের শেষে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই পেয়ে গিয়েছে ১৯৫ রানের লিড।
এই টেস্টে অবশ্য প্রথম দিন থেকেই বল ঘুরছে। তা সত্ত্বেও ༺রোহিত, রাহানে এবং পন্তের অনবদ্য ইনিংসে ভারত প্রথম ইনিংসে ৩২৯ রানের বড় স্কোর তুলতে সমর্থ হয়। আর প্রথম ইনিংসে বিশাল রানে পিছিয়ে পড়ার পরেই সোশ্যাল মিডিয়াতে চেন্নাইয়ের পিচ নায়ে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন প্রাক্তন দুই কিংবদন্তি শেন ওয়ার্ন এবং ম💧াইকেল ভন।
টুইট করে মাইকেল ভন তার চিরাচরিত ভঙ্গিতে লেখেন, 'এটা খুব এন্টারটেইনমেন্ট পূর্ণ একটা টেস্ট চলছে। কারন প্রতি মূহুর্তে কিছু না কিছু ঘটছে। তবে সত্যি কথা বলতে এই পিচটা বিস্ময়করভাবে হতাশাজনক। আমি কোনও বাহানা দিচ্ছি না। কারন প্রতি꧃ ক্ষেত্রেই ভারত আমাদের থেকে ভাল খেলেছে। তবে এই পিচটা ৫ দিনের টেস্টের জন্য তৈরি হয়নি।'
ভনের এই টুইটের প্রত্যুত্তরে ওয়ার্ন লেখেন, 'এই টেস্টের থেকেও প্রথম টেস্টে টস জেতাটা গুরুত্বপূর্ণ ছিল । কারন ওই পিচে প্রথম দুদিন কোন ঘটনাই ঘটেনি। তারপর পিচে বিস্ফোরন ঘটে। এই পিচটা একেবারে স্পিন সহায়ক। প্রথম থেকে এই পিচটায় বল ঘুরছে। ইংল্যান্ডের উচিত ছিল ভাꦜরতকে ২২০ রানের ভিতরে অল আউট করা। স্পিন বা সিম করার মধ্যে আলাদা কিছু নেই। রোহিত দেখিয়ে দিয়েছে কিভাবে এই উইকেটে ব্যাটিং করতে হয়। এরপরে ফের টুইট করে ভন লেখেন, 'এখন এই টেস্টে বল যতটা ঘুরছে প্রথম দুই সেশনে এর ধারে কাছেও ঘোরেনি। ভারত এই টেস্টের প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছে সেইভাবে প্রথম টেস্টের শেষ ইনিংসে করলে ওরা ম্যাচটা ড্র করতে পারত।'
এর প্রত্যুত্তরে ফের টুইট করে ওয়ার্ন লেখেন, 'কাম অন মেট। প্রথম টꦿেস্টের শেষ কয়েকদিন যেভাবে উইকেটে বিস্ফোরণ ঘটেছে তখন কেউ একটা কথাও বলেনি। কারন, সেই সময় ভারতের ম্যাচ বাঁচানোর কোনও সুযোগ ছিল না। এই টেস্টে তো তাও প্রথম থেকেই এক ঘটনা দুটো দলের জন্য ঘটছে। দুদলের জন্যই পিচটা টার্ন করছে। ইংল্যান্ড খুব বাজেভাবে বল করেছে। আর রোহিত, পন্ত, জিঙ্কস দেখিয়ে দিয়েছে এ꧟ই পিচে কিভাবে ব্যাটটা করতে হয়।'
এরপর ভন ফের লেখেন, 'ভারত সবক্ষেত্রেই ভাল খেলেছে। কিন্তু প্রথম বল থেকে পিচটা এমন ছিল না। এটা ঠিক তুমি হোম অ্যাডভান্টেজ পেতে তোমার মনমতো জিনিস তৈরি করতেই পার। কিন্তু পাঁচদিনের টেস্ট ম্যাচের জন্য এই পিচটা 🐻অনুপযুক্ত। তবে হ্যা ভারতের জায়গায় থাকলে আমিও এটাই করতাম।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।